আমার অর্জন লেভেল ওয়ান হতে By @abubakkor ০৫/১২/২০২২ ইং

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

লেভেল ওয়ান হতে অর্জনঃ

আসসালামু আলাইকুম “আমার বাংলা ব্লগ ” কমিউনিটিতে আমার জীবন যাত্রা শুরু । আজকে আমার লেভেল ওয়ান (Level-1) এর প্রথম পোষ্ট । আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার বাংলা ব্লগ এর পরিচালনা বোর্ড এর সকলকে যারা আমাকে লেভেল ওয়ান (Level-1) প্রথম ধাপ কাজ করার সুযোগ করে দিয়েছেন । আমি আবারো আপনাদের কে আভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি । আমার মায়ের ভাষা বাংলা ভাষা তাই আমি বাংলা ভাষায় লিখতে ও পড়তে ভালোবাসি । আমি যেদিন থেকে স্টিমিটে (steemit) কমিউনিটিতে এসেছি সেদিন থেকে মনে প্রাণে চাইতাম যদি মাতৃভাষায় বাংলায় স্টিমিটে ব্লগে লিখতে পারতাম তাহলে খুব সুন্দর করে মনের ভাব আবেগ ও চেতনা সুন্দর ভাবে সবার সামনে উপস্থাপনা করতে পারতাম যা অন্যন্ন ভাষার দ্বারা উপস্থাপন করা তা অসম্ভব ।

@ abubakkor.jpg

আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি মাধ্যমে আমার স্বপ্ন পূরন করতে চাই । আশা করি আমার মেধা ও শ্রম দিয়ে আমার লক্ষে পৌছাতে পারি । আমার লক্ষে পৌছাতে আমার বাংলা ব্লগ পরিচালনা বোর্ডের সকলের সহযোগিতা কামনা করছি ।

Untitled-1.jpg

আমি লেভেল ওয়ান থেকে যা শিখেছিঃ

আমি লেভেল -০১ ক্লাসের লেকচার শিট থেকে যা যা জেনেছি বা শিখেছি সেই বিষয় গুলি নিচে আলোচনা করা হলোঃ

১ . স্পামিং কীঃ( Spamming )

স্পামিং বলতে বুঝায় কোন অবাঞ্চিত বিষয়কে বোঝায় বা যে কোন ঘটনাকে বারবার ঘুড়িয়ে পেচিয়ে বর্ণনা করা।অথবা কোন বেক্তীকে নিদিষ্ট করে বারবার মেনশন করা। কন্টেন্টের সাথে অপ্রসাংগিক ট্যাগ বারবার ব্যবহার করা। আমরা যদি কমেন্টস পুরোপুড়ি না পড়ে না বুঝে একই বাক্য বিভিন্ন ভাবে ঘুড়িয়ে ফিড়িয়ে লিখে কমেন্টস করি, সেটাই হবে স্পামিং।যেমনঃ

*আপনি সুন্দর করে লিখেছেন।
*আপনি সুন্দর ভাবে লিখছেন।
*আপনি ভালো ভাবে লিখেছেন।

২. ফটো কপিরাইট ( Photo Copyright )

কপিরাইট যে কোন ধরনের হতে পারে লেখা, গান, ভিডিও, ফোট ইত্যাদি। এর মদ্ধে অন্যতম ফোট কপিরাইট।যে কোন কমিউনিটি ব্লগে লিখতে হলে কখনো কখনো ফটো ব্যাবহার করতে হয়। এই ফটো গুলি কোন না কোন সাইট থেকে কপি করে নিতে হয়। কিন্তু সোর্স ব্যবহার করিনা, ফটো কোন সাইট থেকে কপি করে আমরা যখন কোন সোর্স ছাড়ায় আমরা পোষ্টে ব্যবহার করি, তখন ফটো কপিরাইট বলে। সারা বিশ্বে যত মানুষ আনেক কিছু আবিষ্কার করে থাকে আথবা লেখা লেখি করে ‍থাকে যাতে অন্যরা ব্যবসা করতে পারে এ জন্য কপিরাইট আইন সারা বিশ্বে আনেক দেশে প্রযোজ্য । আমি মনে করি কপিরাইট এই ব্যাপারটাতে আমাদের সবার মনোযোগী হওয়া খোব দরকার ।

৩. কপিরাইট ফ্রি ফটো সংগ্রহের ওয়েবসাইটঃ

*pixabay
*pexels
*freeimages
*unsplash
*istock
*Free Black And White Photos

abubakkor.jpg

৪ . ট্যাগঃ(Tag)

পোষ্ট করার সময় একেবারে নিচের দিকে ঘরে ট্যাগ ব্যাবহার করতে হয় । ট্যাগ হচ্ছে সেই বিষয়ে কীওয়ার্ডস যে বিষয়ে নিয়ে আমরা ব্লগে কনটেন্ট লিখে থাকি। নির্দিষ্ট ট্যাগ দিয়ে আমাদের ব্লগ সার্চ করবো তখন ব্লগে কনটেন্ট আমাদের সামনে চলে আসবে। আমি যদি ডিজাইন বিষয়ে লিখি তখন ট্যাগ হবে graphic, designer ইত্যাদি।

৫ . আমার বাংলা ব্লগ যে সব বিষয়ে লেখা নিষিদ্ধঃ

আমার বাংলা ব্লগে ধর্ম এবং রাজনীতি বিষয় নিয়ে লেখা সম্পূর্ণ নিষিদ্ধ। ধর্ম কোন বিষয় নিয়ে লেখা যাবে না। ধর্মের অনুষ্ঠারের বিষয়ে লেখা যাবে।

৬ . প্লাগিয়ারিজম (Plagiarism)

যখন অন্যর লেখাকে পুরোপুরি অথবা আংশিক কপি অথবা কিছুটা পরিবর্তন করে নিজের লেখা বলে চালিয়ে দেই, তখন তাকে প্লাগিয়ারিজম(Palgiarism)বলে।

Untitled-12.jpg

৭ . রি-রাইটঃ(Re-write)

আমি যদি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তার থেকে জ্ঞান আহরন করে সম্পূর্ণ নিজের মতো করে লিখে থাকি তাহলে তখন তাকে rewrite আর্টিকেল বলা হয়।

৮ . ব্লগ লেখার সময় Re-write আর্টিকেলের যে সকল বিষয়গুলি উল্লেখ করতে হবেঃ

অবশ্যয় রেফারন্সে সোর্স উল্লেখ করতে হবে।
লেখা কমপক্ষে ৭৫%- ৮০% মৌলিক হতে হবে।
*কোন ওয়েবসাইট থেকে ইমেজ সংগ্রহ করে থাকি তাহলে সেটি অবশ্যই copyright free হতে হবে।
Copyright free ইমেজগুলির সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে।

৯ . মাইক্রো পোষ্টঃ

১০০ ওয়ার্ডের কম লেখা বািএকটি মাএ ফটো সকল পোষ্টই মাইক্রো পোষ্ট বলে গণ্য হবে।

১০ . ২৪ ঘন্টায় যে কয়টি পোষ্ট করা যাবেঃ

আমার বাংলা ব্লগে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩টি পোষ্ট করা যাবে।

Sort:  
 2 years ago 

অর্জিত কোনো কিছুই আসলে বর্জন হয় না। তাই নির্দ্বিদায় অর্জন করতে থাকুন এবং আশা করছি আপনার অর্জনই আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রথমে আপনাকে অভিনন্দন জানাই এবিবি স্কুলে ক্লাস করে প্রথম লেভেলের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তবে আপনার পোস্টের কিছু বানানের ভুল রয়েছে আশা করি এই বানান গুলো ঠিক করে নেবেন।

 2 years ago 

ভাইয়া আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি লেভেল ওয়ান থেকে অনেক কিছুই শিখেছেন। এবিবি স্কুলের প্রতিটি ক্লাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনার জন্য পরবর্তী ক্লাসের শুভকামনা রইল । ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনাকে প্রথমেই শুভেচ্ছা জানাই আমার বাংলা ব্লক প্লাটফর্মে আসার জন্য ।এবিবি স্কুলের লেকচার শীট গুলো পড়ে আপনি খুব সুন্দর ভাবে লেভেল ওয়ান এর পরীক্ষা দিতে পেরেছেন। আশা করি পরবর্তীতে এভাবেই আপনি এগিয়ে যাবেন।

 2 years ago 

প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্লাটফর্মে আসার জন্য। তবে আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর করে লেভেল 1 পরীক্ষা দিয়েছেন। আশা করি সামনের ক্লাসগুলো অনেক সুন্দর করে ভালো করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার পোস্টে অনেকগুলো বানান ভুল আছে। এরপর থেকে বানানের বিষয়টা খেয়াল রাখবেন। তাছাড়া বিষয়গুলো মোটামুটি ভালই বুঝতে পেরেছেন। আজ রাতে ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার জন্য শুভকামনা রইলো।