আমি “আমার বাংলা ব্লগ” (Amar Bangla Blog) এ ভেরিফাইড মেম্বার হওয়ার জন্য পরিচিতিমূলক পোষ্ট,{ID:@abubakkor}।
“আমার বাংলা ব্লগ” (Amar Bangla Blog) কমিউনিটির সকল সদস্যগণ “আসসালামু আলাইকুম” আশাকরি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন আমিও ভালো আছি। আমি “আমার বাংলা ব্লগ” (Amar Bangla Blog) কমিউনিটির একজন ভেরিফাইড মেম্বার হবার জন্য বিনীত আবেদন জানাচ্ছি এবং আমার বাংলা ব্লগ সকল সদস্যগণের সামনে আমার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতেছি।
আমার পরিচিতি:
আমি আবুবক্কর। শুরুতে বলি আমি একজন শারিরীক প্রতিবন্ধী । আমার দেশ বাংলাদেশ এবং মাতৃভাষা বাংলা হওয়ায় মনে প্রানে একজন বাঙ্গালি। আমার বয়স ২৮ বছর । আমার বাড়ি ময়মনসিংহ বিভাগ, জামালপুর জেলা , দেওয়ানগঞ্জ থানা, বাহাদুরাবাদ ইউনিয়ন, গ্রাম দপরপাড়া এখানে আমার জন্ম। এই গ্রামে আমার বেড়ে ওঠা এবং স্থানীয় একটি প্রাইমারী স্কুল থেকে আমার শিক্ষজীবন শুরু আমি বাহাদুরাবাদ আলিম মাদরাসায় দশম শ্রেণিতে যখন উঠি তখন আমার জিবনে দুরঘটনা হয় এর পর লেখাপড়া করতে পারিনাই।
“আমার বাংলা ব্লগ” ব্যনার হাতে
আমার শিক্ষাগত যোগ্যতা:
২০১১ সালে দশম শেণি পর্যন্ত লেখাপড়া করেছি এপর মেরুদন্ড আঘাত পায় তারপর পড়াশুনা করতে পারিনি।
আমার পেশা:
বর্তমানে আমি গ্রাফিস্ক ডিজাইন কাজ করতেছি।
আমার নিজেন ডিজাইন,
আমার শখ:
অমাদের সকলের একেক জনের একেক শখ রয়েছে। আমার অন্যতম শখ হচ্ছে গেমস খেলা ও ঘুড়তে বেড়ানো। যদিও আমি চলাফেরা করতে পারিনা এজন্য তেমন একটা ঘুরা হয় না। তবে এখন বসে থেকে গ্রাফিস্ক ডিজাইন কাজ করি। কিছু সময় গল্প পড়ি অথবা ছবি দেখি।
বন্যার সময় ঘুরতে যাওয়া,
আমার ব্লগিং অর্ভিঙ্গতা:
২০২২ সালে প্রথম থেকে আমি Steem.com এ ব্লগিং করতে আসছি। কিন্তু সাপোট না থাকার কারনে সাফল্য অর্জন করতে পারিনি । তার পর আমি Newcomers Community এবং Steem Bangladesh ও Copi এখানে কিছুদিন কাজ করেছি।
স্টিমিট সম্পর্কে যেভাবে জেনেছিঃ
ব্লগিং শুরু হয়েছিলো Facebook পরিচয় তার নাম @azizulmiah ভাইয়ের কাছ থেকে জানতে পারি এর পর তার মাধ্যমে Steem.com আসা। এত দিন মনের মত কমিউনিটি পায়নি বাংলা ভাষা লেখার জন্য । কিন্ত আমার বাংলা ভাষা লেখার জন্য “আমার বাংলা ব্লগ” কমিউনিটি পেয়ে আমি খুব আনন্দিত মনে ভাষা লেখার জন্য বিশ্বস্ত একটি প্লাটফর্ম পেয়েছি। আমি সব শেষে বলতে চাই এখন থেকে “আমার বাংলা ব্লগ”এ নিয়মিত হওয়ার চেষ্টা করব। কমিউনিটিতে পরিচিত এবং অপরিচিত সকলের কাছ থেকে সহযোগিতা আশা করছি। আমি সবার সাথে পরিচিতি হতে পেরে খুব আনন্দিত। ধন্যবাদ
সবশেষে কমিউনিটি দায়িত্ব প্রাপ্ত সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে “আমার বাংলা ব্লগ” কমিউনিটিতে কাজ করতে পারি এবং ওয়াদা করতেছি আমি বাংলা কমিউনিটির সকল নিয়ম-নীতি এবং শৃঙ্খলা সব সময় মেনে চলার চেষ্টা করবো। খোদা হাফেজ।
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।
আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।
কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।
আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW
নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।
"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ
ঠিক আছে আপু
আপনার পরিচিতি মূলক পোস্টটি ভাল লাগল ভাইয়া । কিন্তু বর্তমান সময়ে এই কমিউনিটিতে নতুন সদস্য নেয়া বন্ধ রয়েছে। যখন পুনরায় নতুন সদস্য নেয়া হবে তখন কমিউনিটিতে পোস্ট করে জানিয়ে দেবে।
আমাকে পোষ্ট করতে বলা হছে
ঠিক আছে ভাইয়া আপনার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আসলে বিষয়টা আমার জানা ছিল না তাই আমি আপনাকে কথাটা বলেছিলাম।
ধন্যবাদ ভাইয়া
স্বাগতম আপনাকে। আশা করি সব নিয়ম কানুন মেনে আমাদের সাথে থাকবেন।
শুভ কামনা সর্বদা।যেকোনো সমস্যায় আমরা সবাই আছি।
ধন্যবাদ ভাইয়া