লেভেল ২ হতে আমার অর্জন by @abubakkor || 22-12-2022
আমার বাংলা ব্লগ এর কমিউনিটির সকল সদস্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আমি খুব খুশি এবং আমার প্রথম লেভেল ১ অর্জন যাচাই করা হয়েছে । এখন আমি লেভেল ২ পোস্ট করব এখানে আমি স্টিমিট বেসিক সিকিউরিটি সম্পর্কে বর্ণনা করব। আমি Level 2 এর একজন নতুন সদস্য হওয়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিবো। আমার যদি কোন ভুল-ভ্রান্তি হয় তাহলে ধরিয়ে দিবেন, আমি ঠিক করার চেষ্টা করবো।
ছবিঃ ক্রিয়েট @abubakkor বাই Adobe Photoshop cc।
আমি আমার প্রতিটি কী-এর কাজ এবং বিষয় গুলো নিয়ে আলোচনা করব।
১. পোস্টিং কী (Posting Key)
পোস্টিং কী এটিও গুত্বপূর্ণ কী প্রত্যেক কী একেক কাজের একটি নির্দিষ্ট সীমায় পর্যন্ত কাজ করে । প্রথমত এই কী একাউন্ট লগইন করার সময় দরকার হয়ে থাকে ।যে সব বিষয় গুলো এবং কার্যকলাপ সবকিছু নিয়ন্ত্রণ করে। যেমনঃ
- কোনো লেখা বা ছবি পোস্ট করা।
- পোস্টটি পুনরায় সেট করতে পারেন, পোস্টে মন্তব্য করতে পারেন।
- আপভোট দিতে পারেন, ডাউনভোট দিতে পারেন।
- প্ল্যাটফর্মে লাইক দিতে পারেন।
- কাউকে ফলো বা আনফলো করতে।
২. অ্যাক্টিভ কী (Active key)
অ্যাক্টিভ কী দিয়ে আমাদের ওয়ালেটের সমস্ত লেনদেনের জন্য ব্যবহৃত হয় । অ্যাক্টিভ কী Steemit.com এর জন্য খুব গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ কী যদি হারিয়ে যায় বা কারো কাছে থাকলে সে ইচ্ছা করলে আমার একাউন্ট থেকে স্টিম বা SBD সরিয়ে নিতে পারে। অ্যাক্টিভ কী যার কাছে থাকবে সে চাইলে আমার অনুমতি ছাড়াই একাউন্ট থেকে লেনদেন করতে পারবে। আমি আমার এত কষ্টের রিওয়ার্ড মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলতে পারি। অ্যাক্টিভ কী দ্বারা যেসব কাজ করতে পারি তা হলোঃ-
- স্টিম ট্রান্সফার কাজ করা।
- স্টিম পাওয়ার-আপ এবং পাওয়ার ডাউন করা।
- SBD রূপান্তর এবং প্রোফাইল আপডেট।
- উইটনেস ভোট প্রদান করা।
- কোন এক্সচেঞ্জ এর ক্রয়-বিক্রয় অর্ডার করা।
- নতুন নতুন ব্যবহারকারী তৈরি করা।
৩. উনার কী (Owner key)
উনার কী Steemit প্ল্যাটফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ কী । নাম শুনে বোঝা যায় উনার কী কতটা গুরুত্বপূর্ণ। উনার কী যার কাছে থাকবে সেই হবে অ্যাকাউন্টের মালিক।যদি আমার একাউন্টের কী হারিয়ে যায় বা অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, তাহলে উনার কী ছাড়া আমি কখনোই একাউন্ট রিকভার করতে পারব না। এই কী অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহার করা যেতে পারে।
- উনার কী, একটিভ কী এবং পোস্টিং কী রিসেট করতে উনার কী প্রয়োজন হয়।
- ভোটিং অধিকার প্রত্যাখ্যান করার জন্য উনার কী দরকার।
- একাউন্ট রিকভারি করতে উনার কী প্রয়োজন।
৪. মেমো কী (Memo key)
মেমো কী সাধারন ইউজারদের খুব কম প্রয়জন হলেও এটা গোপনীয়তার ক্ষেত্রে ভুমিকা পালন করে। মেমো কী এর মাধ্যমে যা যা করা হয় তা হলোঃ-
- এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।
- এনক্রিপ্ট করা মেসেজ দেখতে ।
৫. মাস্টার কী (Master Key)
মাস্টার কী আমার Steemit একাউন্টের সবচেয়ে গুত্বপূর্ণ কী যেটি আমি আমার একাউন্ট খোলার সময় পেয়েছি।মাস্টার পাসওয়ার্ড কখনো কারো সাথে শেয়ার করা বা কাউকে দেওয়া যাবেনা। মাস্টার কী এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে পোস্টিং কী, এক্টিভ কী, উনার কী এবং মেমো কী। তাই শুধু মাত্র মাস্টার কী দিয়ে সকল কী এর সকল কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। যেহেতু মাস্টার কী গুত্বপূর্ণ কী সেহেতু এটি খুব যত্ন করে রাখতে হবে।
- মাস্টার পাসওয়ার্ডটি প্রিন্ট আউট করে সংরক্ষণ করতে পারি।
- মাস্টার পাসওয়ার্ডটি কোন একটা ডায়েরিতে লিখে সংরক্ষণ করতে পারি।
৬. মাস্টার কী যেভাবে সংরক্ষণ করা যায়ঃ
মাস্টার কী যেহেতু সবচেয়ে সেনসেটিভ এবং গুরুত্বপূর্ণ কী সেহেতু এটিকে খুব যত্ন করে সংরক্ষণ করতে হবে। জিমেইলে আমার স্টিম অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং পিডিএফ পুনরুদ্ধার করার পাশাপাশি, আমি নিরাপত্তার জন্য মাস্টার কী সংরক্ষণ করেছি এবং অফলাইনে কপিও করেছি।
৭. পাওয়ার আপঃ
পাওয়ার মানে হচ্ছে শক্তি আর আপ মানে হচ্ছে বৃদ্ধি। পাওয়ার আপ মানে হচ্ছে শক্তি বৃদ্ধি করা। আমার একাউন্টের পাওয়ার যতো বৃদ্ধি পাবে আমার ভোটিং পাওয়ার ততো বৃদ্ধি পাবে। ভোটিং পাওয়ার যতো বৃদ্ধি পাবে, আমি অন্যের কন্টেন্টে বা নিজের কন্টেন্টে ভোট দিলে ততো বেশির রিওয়ার্ড পাওয়া যাবে। তাই Stermit এ কাজ করতে হলে পাওয়ার আপ এর বিকল্প কিছু নেই।
৮. পাওয়ার আপ করার উপায়ঃ
কারো কাছে যদি পর্যাপ্ত পরিমান ইনভেস্ট করার মত টাকা থাকে, তাহলে সেটা ইনভেস্ট করে লিকুইড স্টিম কিনতে পারে, তারপর স্টিমকে কনভার্ট করে স্টিম পাওয়ার করে নিতে পারে। অনেক সময় অন্যের কাছ থেকে পাওয়ার ধার করে নিজের পাওয়ার আপ করা সম্ভব। অথবা অনেকে জন মিলে মিশে একসাথে একটি টিম করে কাজ করলে ও পাওয়ার আপ করা যায়।
কিভাবে লিকুইড স্টিম টোকেন অন্য একাউন্টে স্থানান্তর করতে হয়। আমি আমার প্রোফাইল থেকে আমার ওয়ালেটে যাই।
তারপর আমি আমার ইউজার নাম এবং অ্যাক্টিভ কী দিয়ে লগ ইন করেছি ।
তার পর স্টিমিটের কাছে তীরটি ক্লিক করুন । তার পর transfer ক্লিক করুন।
তারপর যে পরিমাণ স্থানান্তর করতে হবে তা ইনপুট করুন তারপর ব্যবহারকারী অ্যাকাউন্ট রাখুন তারপর লেনদেনের উদ্দেশ্য বা রিসিভ নিশ্চত করুন।
ঠিক আছে ক্লিক করুন, তারপর এটি ব্যক্তির কাছে পাঠানো হবে।
কিভাবে লিকুইড স্টিম পাওয়ার আপ করতে হয়। আমার ওয়ালেটে গিয়ে আমার স্টিমিটের কাছে তীরটি ক্লিক করুন এবং পাওয়ার আপ নির্বাচন করুন।
তারপর পাওয়ার আপের জন্য পরিমাণ রাখুন এবং পাওয়ার আপ ক্লিক করুন।
তারপর পর্যালোচনা করুন এবং এটি চালিত হওয়ার আগে ঠিক আছে ক্লিক করুন।
৯. সেভিংস এ থাকা Steem অথবা SBD উইথড্র দেওয়ার ৭২ ঘন্টা পরে ট্রান্সফারেবল একাউন্টে জমা হবে।
১০. মেমো ফিল্ড এর কাজ কি?
কাউকে কোন লিকুইড স্টিম পাঠাতে যে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলা হয়। স্টিম বা SBD ট্রান্সফারের কাজে আমরা মেমো ফিল্ডে মেমো লিখে লিকুইড স্টিম পাঠাতে পারি । কোনো সাইটে স্টিমকে ডিপোজিট করার সময় মেমো ফিল্ড বড় ভূমিকা পালন করে।
১১. ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এস. পি নিজের একাউন্টে ফেরত আসে।
১২. আমি যদি প্রজেক্ট @Heroism এ ৫০০ এস.পি ডেলিগেশন করি এবং কিছুদিন পর আরো একশত এস.পি ডেলিগেশন করতে চাই। তাহলে ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আমাকে ৬০০ এস. পি লিখতে হবে।
আমার বাংলা ব্লগ লেভেল ২ লিখিত পরীক্ষাটি শেষ করলাম, জানিনা কতটুকু লিখতে পেরেছি কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার যদি কোন ভুল-ভ্রান্তি হয় তাহলে ধরিয়ে দিবেন, আমি ঠিক করার চেষ্টা করবো। আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। @abubakkor
মেমো ফিল্ডের কাজ আর মেমো কিয়ের কাজ গুলিয়ে ফেলেছেন। সেটা এডিট করে দিন।