শুভ জন্মদিন শ্রদ্ধেয় প্রিয় নিভলু ভাই।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, প্রিয় নিভলু ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
শুভ শুভ শুভদিন,
আজ নিভলু ভাইয়ার জন্মদিন।
শুভ হোক আগামী পথচলা,
অটুট থাকুক সম্পর্ক এবং হৃদয়ের ভালোবাসা।
শুভ হোক আপনার প্রতিটি মুহূর্ত,
আনন্দঘন হোক আপনার প্রতিদিন।
ভালো থাকবেন সব সময়,
হৃদয়ের ভালোবাসা এবং শ্রদ্ধা অবিরত
শুভ জন্মদিন ভাইয়া।
আমার বাংলা ব্লগ কমিউনিটির খুবই পরিচিত মুখ হচ্ছে প্রিয় @nevlu123 নিভলু ভাই। আজ তার জন্মদিন। প্রথমে জন্মদিনে ভাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন- শুভ জন্মদিন । শুভ জন্মদিন ভাইয়া, আজকের দিনটা আপনার জন্য বেশ স্পেশাল, তার চেয়ে বেশি স্পেশাল আমাদের কাছে। আশা করি জীবনের প্রতি টি মুহূর্তে হাসি, আনন্দ ও সফলতায় ভরে উঠবে আপনার। আপনার জন্য প্রিয় ভাইয়া হৃদয়ের অজস্র শুভ কামনা ও ভালোবাসা রইলো। আপনার জীবনের আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আজকের দিনটা আপনার জন্য আনন্দে ও ভালোবাসায় পূর্ণ হোক। শুভ জন্মদিন প্রিয় ভাই আমার।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আগের বছরটি থেকে এই নতুন বছরের আরো সুন্দর এবং আনন্দময় কাটাবেন। আপনার স্বপ্ন গুলো পূরণ হবে মনের আশা বাস্তবায়ন হবে। ভাইয়া আপনার প্রতি হৃদয়ের শ্রদ্ধা এবং ভালোবাসা অবিরত। আপনি আমাদের মাঝে স্টিম আলো ছড়িয়ে দিয়েছেন নিঃস্বার্থ ভাবে। আপনার জন্যই আমরা স্টিম প্ল্যাটফর্ম পেয়েছি । আপনি নিঃস্বার্থ ভাবে স্টিম আলো ছড়িয়ে দিয়েছেন যে আলোতে আমরা আলোকিত। স্টিম প্ল্যাটফর্মের মাধ্যমে জীবনের সফলতা পথে হাঁটছি। আপনার নিকট সারা জীবন কৃতজ্ঞ থাকবো।
আলো কিংবা, আঁধারে সকালে কিংবা, বিকেলে, উত্তপ্ত রোদে কিংবা ঝরো বৃষ্টিতে যখনই আপনার কাছে গিয়েছি সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন আন্তরিকতার সাথে। আপনার উদার মানবিকতা দেখে মুগ্ধ হয় বারবার । শত ব্যস্ততার মাঝেও যখনই আপনার কাছে গিয়েছি হাসিমুখে সময় দিয়েছেন। আপনার গুরুত্বপূর্ণ কাজ রেখে আমাকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন । অনুপ্রেরণা দিয়েছেন কিভাবে সফল হওয়া যায়। আসলে সত্যি আপনার মতোন একজন বড় ভাই পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আপনার অনুপ্রেরণা আমার জীবনকে অনেক পরিবর্তন করেছে। আপনার কিছু কিছু কথা হৃদয়ে গেঁথে রয়েছে। ভাইয়া আপনার প্রতি যতো বেশি কৃতজ্ঞ জানাবো ততোই কম হবে।
আপনি শুধু বড় ভাই নন, বরং আমার জীবনের আদর্শ, পথপ্রদর্শক। জীবনের প্রতিকূল মুহূর্তে সাহস যুগিয়েছে । সব সময় স্নেহ দিয়ে পাশে রেখেছেন। যে কোন বিপদে-আপদে পাশে থেকেছেন। এই দিনে আপনাকে পেয়েছি, এই খুশির দিনটাকে আমরা স্মরণ করে রেখেছি হৃদয়ের ক্যাম্পাসে। আজকে খুশির দিন, আজকে হাসির দিন। আমার অসীম শ্রদ্ধা ও ভালোবাসা রইলো আপনার জন্য ভাইয়া। এই শুভ দিনে আপনার জীবনের সকল অপূর্ণ চাওয়া পূরণ হোক । পরিশেষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আল্লাহ আপনাকে সুস্থতা, সুখ, এবং দীর্ঘায়ু দান করুন। সবসময় আমাদের পাশে থাকবেন ছায়ার মতো ।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/MdAgim17/status/1874887347776655390?t=sV-TcG-dMc7yQT8I7679pQ&s=19
নিভলু ভাইয়ের জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর কিছু মনের কথা আমাদের মাঝে শেয়ার করেছেন, পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। আশা করছি নিভলু ভাইয়ের প্রতিটি দিন অনেক বেশি ভালো কাটবে।নিভলু ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
জি ভাই, নিভলু ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। ধন্যবাদ আপনাকে ভাই।
অনেক অনেক ভালো লাগলো নিভলু ভাই আর জন্মদিন যেন। আরো বেশি ভালো লাগলো তার জন্মদিন আপনি সুন্দর ভাবে উইস করেছেন দেখে। যে সমস্ত মানুষগুলো বিপদের সময় কাজে আসে তারাই প্রকৃত মানুষ। আপনি সব সময় তাকে কাছে পেয়েছেন, তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এটা জেনে ভালো লাগলো।
জি আপু, যারা বিপদের সময় কাজে আসে তারাই প্রকৃত মানুষ। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মতামত শেয়ার করার জন্য।
প্রথমে নিভলু ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা রইলো। আসলে নিভলু ভাই এমন একজন লোক তার কথা বলে শেষ করা যাবে না। আর নিভলু ভাইয়ের মতো লোক যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। সত্যি নিবলু ভাইয়ের জন্মদিন উপলক্ষে আপনি চমৎকার পোস্ট করেছেন। আর নিভলু ভাইয়ের মত মানুষ আমি মনে করি আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকুক। সামনের দিনগুলো যেন প্রিয় নিভলু ভাইয়ের ভালো কাটে এই কামনারাই করি।
জি আপু, নিভলু ভাইয়ের প্রতি টি মুহূর্ত যেন ভালো কাটে এই আশাবাদ ব্যক্ত করি।
প্রথমেই নিভলু ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। নিভলু ভাইয়ের মন-মানসিকতা আসলেই খুব ভালো। উনি বেশ আন্তরিক এবং হেল্পফুল। উনার সামনের দিনগুলো যাতে আরও সুন্দর হয়,সেই কামনা করছি। যাইহোক দারুণ লিখেছেন ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জি ভাই ,নিভলু ভাইয়ের মন-মানসিকতা সত্যি খুব ভালো। ধন্যবাদ আপনাকে ভাই ।