কিছু ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ7 days ago (edited)

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1000050059.jpg

গজানিয়া ফুলের আলোকচিত্র

IMG20240218133753.jpg

IMG20240218133802.jpg
লোকেশন
Device :- realme C55

  • গজানিয়া ফুল আমাদের সকলের বেশ পরিচিত ফুল । গ্রীষ্মকালীন ফুলের মধ্যে গজানিয়া ফুল অন্যতম। এই ফুল গুলো অনেক জাত রয়েছে। গজানিয়া ফুল অনেক রঙের দেখতে পাওয়া যায়। ‌সাধারণত গজানিয়া ফুল সাদা, লাল, কমলা, হলুদ, গোলাপি এবং খয়েরী রঙের দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো নান্দনিক সৌন্দর্য খুবই দারুণ। গজানিয়া ফুল দেখতে ডেইজি ফুলের মতো মনে হয়।

স্ন্যাপড্রাগন ফুলের আলোকচিত্র

IMG20240218134328.jpg
লোকেশন
Device :- realme C55

  • স্ন্যাপড্রাগন ফুল দেখতে খুবই সুন্দর। এই ফুল গুলো পাপড়ির গঠন বৈশিষ্ট্য বেশ অসাধারণ। ফুলের পাপড়ির নান্দনিক সৌন্দর্য খুবই দারুণ। স্ন্যাপড্রাগন ফুল গুলো আমার দেশে কম দেখতে পাওয়া যায়। বিদেশি ফুল গুলোর মধ্যে এই ফুলগুলো অন্যতম। এই স্ন্যাপড্রাগন ফুল গুলো সাধারণত শীতকাল এবং গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো অনেক রঙের হয়ে থাকে। স্ন্যাপড্রাগন ফুল গুলো সাদা, গোলাপি, হলুদ, এবং মিক্সে রঙ্গের দেখতে পাওয়া যায়। ফুলের অসাধারণ সৌন্দর্য সবার নজর কাড়ে।

টরেনিয়া ফুলের আলোকচিত্র

IMG20240218132418.jpg
লোকেশন
Device :- realme C55

  • টরেনিয়া ফুলের অসাধারণ সৌন্দর্য সবার বেশ নজর কাড়ে। বৈচিত্রময় বাহারি রঙের টরেনিয়া ফুল দেখতে খুবই সুন্দর। এই ফুল গুলোর অনেক প্রজাতি রয়েছে। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গুলো সবাই নিকট ব্যাপক জনপ্রিয়। টরেনিয়া ফুল অনেক রঙের হয়ে থাকে। ফুল গুলো টবের মধ্যে বাসার বারান্দায় এবং ছাদে লাগানো যেতে পারে। টরেনিয়া ফুলের হালকা সাদা এবং বেগুনি পাপড়ি দেখতে খুবই দারুণ।

স্টারগেজার লিলি ফুলের আলোকচিত্র

IMG20240218130510.jpg

IMG20240218130408.jpg
লোকেশন
Device :- realme C55

স্টারগেজার লিলি আমাদের সকলের খুবই পরিচিত ফুল। এই ফুল গুলো সাধারণত লিলি ফুল হিসেবে বেশ পরিচিত। এই ফুল গুলো অসাধারণ সৌন্দর্য খুবই দুর্দান্ত। গ্রীষ্মকালীন ফুলের মধ্যে স্টারগেজার লিলি ফুল অন্যতম। এই ফুল দেখতে খুবই সুন্দর। ফুলের সৌন্দর্য চোখ জুড়িয়ে দেয়। লিলি ফুলের পাপড়ি গঠন নান্দনিকতা বেশ দারুণ। এই ফুল সাদা, হলুদ ও গোলাপী রঙের হতে পারে। এই ফুলগুলো আমাদের সবার নিকট বেশ জনপ্রিয়।

মোরগ ফুলের আলোকচিত্র

IMG20231018122159.jpg

IMG20240218135127.jpg
লোকেশন
Device :- realme C55

আমাদের সকলের বাসা বাড়িতে কমবেশি মোরগ ফুল দেখতে পাওয়া যায়। মোরগ ফুলকে মোরগঝুঁটি নামে বলা হয় । এই ফুলের মঞ্জরি দেখতে মোরগের মাথার ঝুঁটির মতো বলেই এর নাম মোরগঝুঁটি ফুল বলা হয়। লাল, কমলা, হলুদ, সাদা, সোনালী ও মিশ্ররঙের মোরগফুল দেখতে পাওয়া যায়।

ডালিয়া ফুলের আলোকচিত্র

IMG20240218132224.jpg

IMG20240218132258.jpg
লোকেশন
Device :- realme C55

  • শীতকালীন ফুলের মধ্যে ডালিয়া ফুল অন্যতম। শীতের মৌসুমে ডালিয়া ফুল ফুটে থাকে। ডালিয়া হলো গুল্মজাতীয়, সপুষ্পক ভেষজ বহুবর্ষজীবী উদ্ভিদ। ডালিয়া ফুলের অনেক জাত রয়েছে। জাত ভেদে ডালিয়া ফুলের আকার এবং আকৃতির পার্থক্য হয়ে থাকে। এই ফুল গুলো অনেক রঙের দেখা যায়। সাধারণত লাল, সাদা, হলুদ, গোলাপি, খয়রি, বেগুনি, কমলা এবং মিক্স রঙের ডালিয়া ফুল দেখতে পাওয়া যায়। বৈচিত্রময় বাহারি রঙের ফুলের সৌন্দর্য খুবই দুর্দান্ত হয়ে থাকে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 6 days ago 

অনেকদিন পরে এত সুন্দর ভিন্ন ধরনের কিছু ফুলের ফটোগ্রাফি দেখলাম। প্রত্যেকটা ফুল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে এর মধ্যে মোরগ ফুলটি আমি অনেকদিন পরে দেখলাম। একটা সময় এই ফুল আমাদের বাড়ির আঙিনায় প্রচুর পরিমাণ হত। যাইহোক খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 6 days ago 

জি ভাই, বাড়ির আঙিনায় মোরগ ফুল অনেক দেখতে পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে ভাই।

 7 days ago 

ভাই আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি সবসময় আমাদের সাথে চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেন। আজকে নতুন নতুন ফুলের নাম জানতে পারলাম। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 6 days ago 

আপনাকেও ভাই অসংখ্য ধন্যবাদ সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 7 days ago 

কি অপরূপ সৌন্দর্যময় ফুলের ফটোগ্রাফি করেছেন।প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে জানাও অনেক বেশি ভালো লাগলো। আসলে এরকম সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখলেই মন ভালো হয়ে যায়। আমার খুবই ভালো লেগেছে।

 6 days ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখে এতো সুন্দর প্রশংসা করে পাশে থাকার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 7 days ago 

ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুব কমই রয়েছে। যার কারণে আজকে আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে যেন মনের ভিতরেই ভালো লাগছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 6 days ago 

জি ভাই ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুব কমই রয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 6 days ago 

দারুন কিছু প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ক্যাপচার করে আমাদের মাঝে তুলে ধরেছেন ফুলের স্বচ্ছ সুন্দর দৃশ্যগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে ভাই তুলে ধরার জন্য ধন্যবাদ।

 6 days ago 

ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।

 6 days ago 

আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সবগুলো ফুলের আলোকচিত্র দেখতে খুবই সুন্দর হয়েছে।আপনার ফটোগ্রাফি করার দক্ষতা আছে মানতেই হবে।

 6 days ago 

এতো সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ জানাই।

 6 days ago 

আপনাকে অনেক অনেক স্বাদুবাদ জানায় ভাইয়া।

 6 days ago 

পরিচিত ফুলের সঙ্গে নতুন নতুন কিছু ফুলের ফটোগ্রাফি দেখলাম ভাইয়া। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। কোনটার সাথে কোনটার তুলনা করব বুঝতে পারছি না। সবগুলোই খুবই সুন্দর। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 6 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।

 7 days ago 

ভাইয়া আপনার কাছ থেকে এতো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। সত্যি ফুলের ফটোগ্রাফি দেখতে আমার খুব ভালো লাগে। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে একদম মন ভরে গেল। ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

ফুলের ফটোগ্রাফি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 6 days ago 

স্ন্যাপড্রাগন ফুলটা তো বেশ। প্রথমবার দেখলাম এমন ফুল। আপনার আজকের ফটোগ্রাফি তে বেশ ইউনিক ছিল ফটোগ্রাফি গুলো। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। ফুলগুলো খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 6 days ago 

ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।