You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৩৯৮ | শাড়ির সাথে ব্লাউজ পিস ফ্রি, কিন্তু লুঙ্গির সাথে কিছু ফ্রি দেয় না কেন?

in আমার বাংলা ব্লগ5 months ago

শাড়ির সাথে ব্লাউজ পিস ফ্রি, কিন্তু লুঙ্গির সাথে কিছু ফ্রি দেয় না কেন ?

মহিলা মানুষের চাহিদা অনেক বেশি। যার কারণে শাড়ির সাথে ব্লাউজ পিস ফ্রি দেওয়া হয়। এতে করে মহিলা মানুষ ব্লাউজ পিস ফ্রি পেয়ে খুব খুশি হয়ে শাড়ি কিনতে আগ্রহী হয়ে ওঠে। লুঙ্গির সাথে কিছু ফ্রি দেয় না কারণ পুরুষ মানুষের চাহিদা কম। আর পুরুষ মানুষ ফ্রি তে কোন কিছু নেই না।

শাড়ির বিকল্প অনেক কিছু পড়া যায়। কিন্তু লুঙ্গির বিকল্প খুবই কম থাকে। ঘুমাতে গেলে পুরুষ মানুষের লুঙ্গি পড়তে হয়। তাই শাড়ির সাথে ব্লাউজ পিস ফ্রি, কিন্তু লুঙ্গির সাথে কিছু ফ্রি দেয় না। কাপড় ব্যবসায়ী বা, দোকানদারেরা জানে লুঙ্গির সাথে কোন কিছু ফ্রি না দিলেও লুঙ্গি বেচা হবে।