RE: এবিবি ফান প্রশ্ন- ৪২০|$PUSS কেনার সময় আপনার অনুভূতি কেমন/কি ছিলো?
$PUSS কেনার সময় আপনার অনুভূতি কেমন/কি ছিলো?
$PUSS কেনার সময় আমার হৃদয়ের অনুভূতি কেমন ছিলো তা সম্পূর্ণ ভাবে বলে বা, লিখে প্রকাশ করা সম্ভব নয়। শ্রদ্ধেয় দাদা যখন নতুন $PUSS কয়েন নিয়ে এসেছে। নিজের কাছে কোন নগদ টাকা নেই আত্মীয়-স্বজন সকলের কাছে চেয়েও নগদ টাকা পাচ্ছি না। কারণ আমাদের এদিকে ভয়াবহ বন্যা সংঘটিত হচ্ছে। বন্যার কারণে আমাদের পরিবার আর্থিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়ে। পরিশেষে অনেক প্রচেষ্টা চালিয়ে কয়েকজন কাছ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছি। ঐ টাকা দিয়ে যখন $PUSS কিনতেছি তখন কখনো খুশিতে আত্মহারা হয়ে ঠোঁটের কিনারায় হাসি ফুটছে। কখনো খুব বেশি আনন্দে চোখের কোনে জল জমা হচ্ছে । আবার $PUSS এর মার্কেট ঠিক থাকবে কিনা ধার নেওয়ার টাকা সময়মতো পরিশোধ করতে পারব কিনা এই নিয়ে ভয়ে হাত পা কাঁপতেছে। মনে হচ্ছে যেন কলিজা শুকিয়ে যাচ্ছে এবং সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। একদিকে আনন্দ আরেকদিকে আতঙ্ক বা, ভয় কাজ করছে। তারপরেও শ্রদ্ধেয় দাদার $PUSS কয়েন এর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে $PUSS কিনে নিলাম। পরিশেষে যখন $PUSS আমার নিজ ওয়ালেটে দেখতে পেলাম তখন যেন দক্ষিণের ঝিরঝির আনন্দের হওয়া আমার গায়ে বয়ে যাচ্ছে। আমি যেন শ্রাবণের বৃষ্টি বিলাসের আনন্দে ভিজতেছি। তখন যেন আমার কাছে মনে হচ্ছে বকুল এবং হাসনাহেনা ফুলের সৌরভের মতোন $PUSS এর সৌরভ বয়ে যাচ্ছে চারপাশে।