আমরা গভীরভাবে শোকাহত।

in আমার বাংলা ব্লগ26 days ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

1000042783.png
[source](আমার বাংলা ব্লগ কমিউনিটির ডিসকোড থেকে সংগৃহীত )

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আমরা সকলে অবগত আছি, আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় @rme বড় দাদা এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত কো ফাউন্ডার আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় @blacks ছোট দাদার পিতা আমাদের মাঝে আর নেই। আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আমার বাংলা ব্লগ কমিউনিটির পরিবারের আমরা সকলে গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত।

আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। আমরা প্রয়াত আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আসলে এই কঠিন মুহূর্তে কি লিখবো তা ভেবে পাচ্ছি না। আমরা খুবই মর্মাহত। তার মৃত্যুর খবর শুনে গভীর ভাবে শোকাহত । আমরা আমাদের পরিবারের একজন অভিভাবককে হারিয়েছে। আমরা আমাদের পরিবারের বটবৃক্ষ আশীর্বাদের ব্যক্তিকে হারিয়েছি।

বাবা কিংবা মাকে মৃত্যুতে হারানো অত্যন্ত বেদনাদায়ক আর সেই শোক পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব নয়। আসলে সন্তানের কাছে পিতা হারিয়ে যাওয়ার মতোন কষ্ট পৃথিবীতে আর নেই। প্রিয়জন হারিয়ে যাওয়ার কষ্ট খুবই বেদনাদায়ক অত্যান্ত কষ্টের। প্রিয়জন হারিয়ে যাওয়া মানে হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া যা হৃদয়ের মাঝে গভীর ক্ষত সৃষ্টি করে। এই ক্ষত কখনো শুকায় না। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে এইটাই সৃষ্টিকর্তার প্রকৃত সত্য। আমরা আজ নয় কাল এই পৃথিবী থেকে চলে যাবো। তবে কিছু মৃত্যু আমাদের হৃদয়কে খুব নাড়িয়ে দেয়। কিছু মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যায় । শ্রদ্ধেয় দাদার বাবার মৃত্যুতে আমাদের পরিবারের জন্য অত্যন্ত অপূরণীয় ক্ষতি হয়েছে।

এই ক্ষতি কাটি উঠা আমাদের পক্ষে পুরোপুরি সম্ভব নয়। তিনি আমাদের মাঝে নেই এইটাই সত্য তবে তিনি আমাদের মাঝে থাকবে তার কর্মের মাধ্যমে প্রতি মুহূর্তে। তার জীবন দশায় তিনি আমাদেরকে দুটি আলোক রশ্মি উপহার দিয়ে গেছেন। তিনি অত্যান্ত সফল মানুষ যিনি তার দুই ছেলেকে খুবই বিবেকবান সৎ নিষ্ঠাবান মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছেন। তিন হাসিমুখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন সারা জীবন। তার কর্মের মাধ্যমে আমরা তাকে প্রতি মুহূর্তে স্মরণ করবো হৃদয়ের খুব গভীর থেকে‌। তিনি আমাদের হৃদয়ের আয়নায় ভেসে উঠবে প্রতিমুহূর্তে। আমরা তার দীর্ঘ কর্মজীবনে কর্মনিষ্ঠা ও একাগ্রতার কথা আমাদের পরিবার শ্রদ্ধার সাথে স্মরণ করবো। আমরা তার জন্য প্রার্থনা করি।

ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।

কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন ।
মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোঽস্ত্বকর্মণি ॥

এই কঠিন সময়ে সমবেদনা জানানো ভাষা আমাদের নেই। দেহের মৃত্যুই শেষ নয়। শুধু আমরা সৃষ্টিকর্তা কাছে প্রার্থনা করি 🤲🤲🤲🤲🙏🙏🙏 তিনি যেন ওপারে খুব ভালো থাকে। এই কঠিন দিন পরিবারের সদস্যদের প্রতি শান্তি এবং সান্ত্বনা কামনা করছি।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 26 days ago 

ভাইয়া যখন সকালে সংবাদ টা শুনলাম যেন মাথার উপর থেকে কি একটা যেন সরে গেল। বাবার অপর নাম বট গাছের ছায়া। এই ছায়া যখন মাথার উপর থেকে সরে যাই তখন যার সরে যায় সেই বুঝে। মা বাবারা আমাদের জীবনে অনেক মূল্যবান সম্পদ। তারা যখন হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। আজকে খুব খারাপ লাগলো দাদার বাবা আমাদের শ্রদ্ধেয় আঙ্কেলের এভাবে না ফেরার দেশে চলে যাওয়ার বিষয় টি। উনার আত্মার শান্তি কামনা করছি।

 18 days ago 

জি আপু, উনার আত্মার শান্তি কামনা করছি উনি যেন ওপারে ভালো থাকে। ধন্যবাদ আপনাকে।

 25 days ago (edited)

আমরা সত্যি গভীরভাবে শোকাহত। এইরকম অবস্থায় বেশি কিছু লেখার মত অবস্থাও নেই। দাদার বাবার মৃত্যুর খবরটা পাওয়ার পরে যেন মাথার উপর আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা হয়েছিল। কি থেকে যে কি হয়ে গেলো কিছুই বুঝতে পারিনি। বৃহস্পতিবারেও আমাদের মাঝে দাদা কত হাসিখুশি ছিলেন। ওই সময়টাতেও তিনি জানতেন না উনার ফ্যামিলিতে কি হতে চলেছে। আসলে বাবা হচ্ছে আমাদের ছায়া দেওয়ার জন্য বট বৃক্ষ। সেই মানুষটাই যদি চলে যায় তাহলে কিরকম কষ্ট হতে পারে ওইটাও উপলব্ধি করতে পারছি কিছুটা হলেও। আঙ্কেলের আত্মার শান্তি কামনা করছি।

 18 days ago 

জি আপু, বাবা হচ্ছে পরিবারের জন্য বট বৃক্ষ। আঙ্কেলের আত্মার শান্তি কামনা করছি। ধন্যবাদ আপনাকে আপু ‌।

 25 days ago 

সত্যি ভাইয়া আমরা সবাই দাদার বাবার মৃত্যুতে শোকে আহত। আসলে মা বাবা হারানো কষ্ট অনেক বেশি। আল্লাহ যেন দাদাকে এবং তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করে। তবে ভাইয়া পরিবারে বাবা থাকা মানে বড় একটি বটগাছ। ছেলে মেয়ে যতই বড় হোক না কেন মা বাবার কাছে ছোট। তারা সব সময় ছেলে-মেয়েদেরকে চোখে চোখে রাখে। আল্লাহ যেন দাদার পরিবারকে ভালো রাখে এবং ধৈর্য ধরার তৌফিক দান করুক।

 18 days ago 

আসলে আমরা সবাই বেশ শোকাহত। সৃষ্টিকর্তা ওনাকে যেন ভালো রাখে এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে।

 25 days ago 

ছোট দাদা এবং বড় দাদাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। তবে উনাদের কষ্ট বুঝতে পারছি। এই সময় কষ্টটা অনেক বেশি। বাবা হারানোর কষ্ট সেই বোঝে যে বাবা হারিয়েছে। আপনি নিজের অনুভূতি থেকে খুবই সুন্দর করে গুছিয়ে কথাগুলো লিখেছেন ভাইয়া।

 18 days ago 

জি ভাই সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। শুধু প্রার্থনা করি সৃষ্টিকর্তা ওনাকে যেন ভালো রাখে। ধন্যবাদ আপনাকে ভাই ‌।

 23 days ago 

যারা বাবা নামের ছায়াটা হারিয়েছে,তারাই কষ্টটা বুঝে। দাদার বাবা মারা যাওয়ার খবরটা শুনে খুবই কষ্ট পেয়েছি। তবে এটা দুনিয়ার রীতি। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সেই সাথে আমরা গত হওয়া সব বাবাদের জন্য দোয়া কামনা করি। তাদের স্বর্গীয় আত্নার মাগফেরাত কামনা করি। ধন্যবাদ।

 18 days ago 

জি ভাই,স্বর্গীয় আত্নার মাগফেরাত কামনা করি। ধন্যবাদ আপনাকে ভাই।

 26 days ago 

সত্যি ভাইয়া আমরা শোকাহত মর্মাহত কি লিখবো বা কি বলব সকল ভাষা যেন হারিয়ে ফেলেছি। ঠিকই বলেছেন এ শোক বা মানুষকে ভোলার নয়। মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে। আঙ্কেল তার দুটি সুপুত্র ও ভালো মনের মানুষ পৃথিবীতে রেখে গেছেন। তাদের মাধ্যমে আংকেল আমাদের মাঝে চির অম্লান হয়ে থাকবেন। আমরা একজন আমাদের বড় অভিভাবক হারিয়ে ফেলেছি। শুধু এতটুকুই বলবো মহান সৃষ্টিকর্তা যেন তাকে স্বর্গে অনেক ভালো রাখেন। এবং তার পরিবারকে যেন এ শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। 🤲🤲🤲🤲🤲🤲

 18 days ago 

জি আপু শুধু প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তা যেন তাকে স্বর্গে অনেক ভালো রাখেন। ধন্যবাদ আপনাকে আপু।