আমার পরিচয় || ভেরিফিকেশন পোষ্ট || আমরা বাংলা ব্লগ || ২০-১১-২০২১
হ্যালো বন্ধুরা🥰
সম্মানিত আমার বাংলা ব্লগ সকল ভাই ও বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। সবার জন্য রইল অন্তর থেকে আন্তরিক ভালোবাসা।
আজকে আমি আমার ভেরিফিকেশন পোস্ট করব এবং আপনাদের মাঝে আমার পরিচয় ও কার রেফারেন্স নিয়ে আমরা বাংলা ব্লগে এসেছি।এবার আমার পরিচয় আপনাদের মাঝে তুলে ধরি।
চলুন শুরু করা যাক।
আমার পরিচয়
আমার নাম: মোঃ আবু সাইদ আকাশ। পেশায় একজন ছাত্র। বর্তমানে কম্পিউটার টেকনোলোজি সাবজেক্ট নিয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যায়নরত আছি। আমি একজন বাংলাদেশী এবং আমার বাসা বাংলাদেশ রংপুর বিভাগের পার্বতীপুর থানা। আমার স্থায়ী ঠিকানা রাজশাহী বিভাগের ঈশ্বরদী,পাবনা। কিন্তু বর্তমানে পড়াশোনার জন্য বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থান করছি।
আমার পরিবারের সদস্যসংখ্যা চারজন। আমরা দুই ভাই ও আমার দাদু দাদি। আমার পরিবারের মধ্যে আমি একমাত্র বড় সন্তান।আমার বাবার নাম:মৃত সেলিম হোসেন লিটন। আমার মায়ের নাম:মোছাঃ শেফালী আক্তার শিল্পী। গত দুই বছর আগে আমার বাবা মারা গিয়েছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। আমার দাদুর নাম মোঃ আব্দুল আউয়াল। তিনি বাংলাদেশ রেলওয়ে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। গত এক বছর আগে তিনি চাকুরী থেকে অবসর নেন। বর্তমানে আমার দাদা-দাদি আমাদের অভিভাবক।আমাদের মানুষ করে তোলার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। এখন তিনি আমাদের পরিবারের যত্ন ও দেখাশোনা করেন। এবং আমার দাদীর নাম:মোছাঃ সাহারা বেগম। এছাড়া আমার দাদা-দাদির আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আমিও আমার দাদা-দাদীকে অনেক বেশি ভালোবাসি। আমার একটি ফুফু আম্মা রয়েছে। আমার ফুপির নাম শামীমা নাসরিন। এবং আমার ফুফার নাম মোঃ সাইদুল ইসলাম। পেশায় একজন ব্যবসায়ী। আমার বাবা মারা যাওয়ার পর এখন তিনি আমাদের সব ধরনের চাহিদা ও যাবতীয় বিষয় দেখাশোনা করেন।
পড়ালেখা ও স্কুল জীবনের বন্ধু🖍️
![20211110_003157.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmNcJH7jPv2wSyny2WsTF31B1AXSBY6L5ttBKZyHED5PRG/20211110_003157.jpg)
আমি ঈশ্বরদী, পাবনা এস. এম. স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছি। আমি সরকারি মডেল বিদ্যালয় থেকে পিএসসি পাস করেছি। আমার ছাত্রজীবন অনেক মজার ছিল। আমি সত্যিই এই স্কুল জীবন উপভোগ করেছি।আমি আমার বন্ধুদের খুব মিস করি। আমি তাদের সাথে সময় কাটালে আনন্দ উপভোগ করি।আমি কখনই আমাদের স্কুল জীবনের ঘটনাগুলি ভুলব না, আরও অনেক কিছু যা জীবনে কখনও ভুলব না। আমি আমার বন্ধুদের অনেক ভালোবাসি তারা আমার খুব কাছের।
Reference
@sagor1233 তোমাকে অসংখ্য ধন্যবাদ চাচ্চু আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আবারও অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবং আমাকে দোয়া করিও যেন আমি এখানে আমার সেরাটা দিয়ে সবার সামনে উপস্থাপন করতে পারি এবং সকলের থেকে দোয়া চাচ্ছি যাতে আমি এখানে আমার সেরাটা দিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে পারি।
আমার সম্পর্কে কিছু কথা
আমি মোঃ আবু সাঈদ আকাশ। আমার ডাকনাম আকাশ।আমি নতুন কিছু জানা,শেখা,দেখা ও পড়তে অত্যন্ত ভালবাসি। টেকনোলজি সম্পর্কে জানার আগ্রহটা আমার সব সময় অত্যন্ত বেশি। ঘোরাফেরা করতে খুব পছন্দ করি ও ভালোবাসি। এবং নতুন মানুষদের সাথে মেলামেশা করতে পছন্দ করি।
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম আশা করি সব নিয়মকানুন মেনে চলবেন এবং নিয়মিত থাকবেন অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য
এত সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমার বাংলা ব্লগ এ আপনাকে স্বাগতত জানাই।আপনার পরিচিতি পোস্ট পরে কিছুটা দুঃখ হয়েছে কারণ আপনি বটের ছায়াটা হারিয়েছেন।তাই বলে থেমে থাকবেন না এগিয়ে যান অনেক দূরে ভাই।দোয়া রইলো নিজের প্রতিভাবে জাগ্রত করুন।নিয়ম কানুন মেনে কাজ করুন ভালো কিছু হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর ভাবে আপনার মন্তব্য করার জন্য। ❤️❤️🥰
ইন্ট্রো পোস্টে আপনাকে অবশ্যই abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে।
আপনাকে ধন্যবাদ ভাইয়া।আচ্ছা আমি এডিট করে abb-intro বসিয়ে দিচ্ছি ভাইয়া।
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। ভাইয়া আপনার একটা টেগ দেয়া উচিত ছিল বলে আমি মনে করি। আপনি abb-intro ট্যাগ টা ব্যাবহার করে ফেলুন এডিট করে। আশা করি সকল নিয়ম কানুন মেনেই আমাদের সাথে থাকবেন।
ধন্যবাদ ভাইয়া
ভাই আপনাকে আমার বাংলা কমিউনিটিতে স্বাগত। অনেক সুন্দর করে নিজের সম্পর্কে উপস্থাপন করেছেন। ভাই ইডিট পোস্টে গিয়ে পোস্টটি ইডিট করে abb-intro ট্যাগটি ব্যবহার করুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ❤️