You are viewing a single comment's thread from:
RE: ছোটবেলার মজার স্মৃতি - "গ্রাম্য মেলার কিছু টুকরো স্মৃতি"
ভীড়ে যাকেই পেতাম তার জামায় মুছে নিতাম হাত । ভীড়ের মধ্যে কেউই টের পেতো না এসব।
দাদা এই কাজটা আমিও কিন্তু ছোটবেলায় করেছি দু একবার। বেশিরভাগ স্কুল লাইফে করেছি। সব বন্ধুরা যখন টিফিন টাইমে খাওয়া দাওয়া করে হাত মোছার সময় হতো তখন সহপাঠী অথবা বন্ধুদের পিঠের উপরে হাত রেখে দিতাম। কোনভাবে হাতটা তাদের জামাই মুছে নিতাম তবে কখনো কখনো তারা টেরও পেয়ে যেত। তবে দাদা আপনারা বন্ধুদের গ্যাং মিলে দূর্গা পূজার মেলায় গিয়ে খুবই মজা করতেন। বিশেষ করে ছাগলের মতো চিবিয়ে যাওয়ার ব্যাপারটা বেশ মজার ছিল। দাদা মজার মজার স্মৃতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।