জীবন যখন কর্মব্যস্ততার বেড়াজালে //আমার সমবেদনা ও সাথে থাকছে কুইজ (১০% পে-আউট লাজুক খ্যাকের জন্য)
স্টিমেটের সকল সহযোদ্ধারা,
আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে দুজন নিম্ন আয়ের মানুষের অক্লান্ত পরিশ্রম ও তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটানোর যে কর্মস্পৃহা তা নিয়ে আলোচনা করব।
আমরা সকলেই কমবেশি জানি যে একজন দিনমজুরকে যখন কোন কাজের জন্য নিয়োগ দেওয়া হয়, তখন সে তার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে বাড়ি ফিরে যায়। নির্দিষ্ট সময় তাও আমি বলে দেই, বেশিরভাগ সময়ে সকাল ৮:০০ টা থেকে বিকেল ৫:০০টা পর্যন্ত কাজ করে থাকে।
প্রত্যেকটা মানুষকে তার কর্ম দক্ষতার উপর ভিত্তি করে জীবনে বেঁচে থাকতে কাজ করতে হয়। জীবনের তাগিদে পরিবারকে ভালো রাখার তাগিদে। কাজ করা ছাড়া কোনো মানুষই ভালোভাবে বাঁচতে পারে না পরিবারকেও ভালো রাখতে পারেনা। কাজ করলে মানুষ সাময়িক একটু ক্লান্ত হয় ঠিকই, কিন্তু তার শরীর স্বাস্থ্য ভালো থাকে, পকেটের টাকা থাকে, সেকারণে মনে প্রশান্তি ও থাকে এবং পরিবারের মুখে হাসি ও থাকে।
উপরে যে দুজন মানুষকে দেখতে পাচ্ছেন তারা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। সৎ ও কর্মঠ বলতে গেলে দিনমজুর। প্রতিদিন কাজ করে যা পায় তা নিয়ে তার পরিবারের মুখে হাসি ফোটায়। তাদের একজনের নাম রফিকুল ইসলাম এবং আরেকজনের নাম জাহাঙ্গীর। আপনারা কম বেশি সবাই জানেন, আমার একটা ফার্মেসি আছে গাজীপুরের শিববাড়ী মোড়ে। সেই ফার্মেসির থেকে একটু দূরে বেশকিছু তাল কাঠ বিক্রি করে এরকম দোকান রয়েছে। তো তাদের সেই তাল কাঠ একটু সাইজ করে পরিষ্কার করার জন্য উপরের এই দুইজন লোক তারা প্রতিনিয়ত কাজ করে যায়। যখন তাদের কাঠ গুলো আসে তখন এগুলো দেখতে তেমন একটা ভালো দেখায় না। এই দুইটা লোক এই কাঠ গুলোকে চতুর্দিকে ছিলে পরিষ্কার করে বিক্রির যোগ্য করে তোলেন। এক পিস তাল কার্ড পরিষ্কারের জন্য তারা জনপ্রতি ৬ টাকা করে পেয়ে থাকে। এভাবে যত পিস করতে পারবে তত পিস এর জন্য ছয় টাকা করে পারিশ্রমিক পাবে।
তো আমি গত রাতে একটা প্রয়োজনে আমার দোকানের পিছনে গেলাম। মূলত আমার দোকানের পিছনে এই কাঠ গুলো পরিষ্কার করার কাজ চলে। আমি যখন পেছনে গেলাম তখন রাত নয়টা কি সাড়ে নয়টা বাজে। আমি পিছনে গিয়ে দেখলাম এতো রাতেও এই লোক দুটো হাসিমুখে তাদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এটা দেখে আমার কাছে তখন কেন জানি খুব খারাপ লাগছিল তাদের জন্য। আপনারা কল্পনাও করতে পারবেন না এই জায়গাটা একটু জংলা টাইপ এর জায়গা, তাই এখানে প্রচুর মশা। তাঁরা এ মশা থেকে বাঁচতে পাশে কিছু শুকনো লারকি দিয়ে আগুন ধরিয়ে ধোয়া দিয়ে মশা তাড়ানোর চেষ্টা করছে। আমি তার একটা ছবি আপনাদেরকে দেখানোর জন্য দিলাম।
তারপর আমি হাঁটতে হাঁটতে তাদের কাছে গেলাম। গিয়ে তাদের সাথে কথা বললাম। এত রাত পর্যন্ত তারা কাজ করতেছে তারপরও তাদের হাসি মাখা মুখ দেখে আমি খুবই আশ্চর্য কোনো ক্লান্তি নেই, বরঞ্চ মাঝে মধ্যে গান গেয়ে ওঠে মনের আনন্দে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম....
- কিরে ভাই এত রাত পর্যন্ত আপনারা এখনও কাজ করছেন?
আমাকে তারা উত্তর দিলেন-
কাজ না করলে খাব কি? জীবনে এই কাজটা শিখেছি আর তো তেমন কোনো কাজ খুব একটা ভাল পারি না। এটা একটু ভালো পারি তাই এই কাজটা মনোযোগ দিয়ে করি, প্রয়োজনে একটু সময় বেশি দিয়ে করি যাতে ভালোভাবে চলতে পারি এবং পরিবারকে চালাতে পারি।
- তখন আমি বললাম ঠিক আছে ভাই কিন্তু তাই বলে এত রাত করে কাজ করবেন ? এই ঠান্ডার মধ্যে আজকে তো আবার বেশ ঠান্ডা পড়েছে।
তখন আমাকে তারা আবার উত্তর দিল-
ভাই টাকার কাছে ঠান্ডা গরম কিছুই না, দিনের এই প্রচণ্ড গরমে আমাদের কাজ করতে হয় আবার শীতকালে রাতে কাজ করলে প্রচণ্ড ঠান্ডায় আমাদের কাজ করতে হয়। ঠান্ডা গরম দুইটা মিলেই আমাদের সহ্য হয়ে গেছে, এখন আর তেমন একটা কষ্ট হয়না।
তখন আমি চিন্তা করলাম আল্লাহ তায়ালা কত ভাবে মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কেউবা কোটি কোটি টাকা নিয়ে ঘুমাচ্ছে, কেউবা রাতদিন ২৪ ঘন্টা খেটে যাচ্ছে কিছু টাকার জন্য। এটাই হলো বাস্তবতা আর এই বাস্তবতা মেনে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
যাক আমার বিষয়টি দেখে একটু খারাপ লেগেছিলো তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আশা করি আমার আজকের লেখা ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ব্লগটি পড়ার জন্য।
লোকেশন
...…............……......|| ...…..............….............
আজকের কুইজঃ
আমার এই পোস্টের সর্বপ্রথম আমি একটি ছবি দিয়েছি এই ছবিটি দেখে আপনাদেরকে কমেন্ট বক্সে লিখতে হবে এটির নাম কি?
যারা প্রথম সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্য থেকে প্রথম দুইজনের জন্য রয়েছে আমার পক্ষ থেকেঃ
প্রথম সঠিক উত্তরদাতা পাবেনঃ ৩ স্টিম পুরস্কার।
দ্বিতীয় সঠিক উত্তরদাতা পাবেনঃ ২ স্টিম পুরস্কার।
প্রতিযোগিতার নিয়মাবলী:
১. আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগের সদস্য হতে হবে।
২. কমেন্টস এডিট করা যাবে না।
৩. আপনাকে অবশ্যই আমার পোস্টটি রি- স্টিম করতে হবে যেন অন্য সদস্যরা দেখতে পারেন।
সঠিক উত্তরদাতাদেরকে আগামীকাল বিজয়ী ঘোষনা করা হবে।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
বিভাগ | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১০এস |
লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
ফটোগ্রাফার | @alauddinpabel |
প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার জন্য জীবিকা নির্বাহ করা প্রয়োজন। আর এই প্রয়োজনের তাগিদেই বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন পেশায় যুক্ত থাকে। এবং তারা তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটায় তাদের এই অক্লান্ত পরিশ্রমের দ্বারা। কিন্তু তারপরও তারা তাদের এই কষ্ট লুকিয়ে মুখে হাসি নিয়ে পরিশ্রম করে যাচ্ছে। খুব সুন্দর একটি ব্লগ আজকে আমাদের সাথে শেয়ার করেছেন।
আজকের কুইজের উত্তর টি হল:-
প্রথম ফটোগ্রাফি টি করলার ছবি।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
জ্বি আপনার উত্তরটি সঠিক হয়েছে।
আপনি হচ্ছেন আমার প্রথম বিজয়ী। যথাসময়ে আপনার পুরষ্কার আপনার একাউন্টে পৌছে যাবে।
আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার এই পোস্টটি পড়ে বুঝতে পারলাম আসলেই প্রত্যেকটা মানুষেরই বেঁচে থাকার জন্য টাকার খুবই প্রয়োজন। তাই অনেক মানুষ টাকার জন্য খুবই কষ্টের কাজ করে টাকা উপার্জন করে আর টাকা যখন হাতে পায় তখন সব কষ্ট ভুলে যায় এবং মুখে হাসি ফোটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার কুইজের উত্তর হল: আমার মনে হচ্ছে আপনার প্রথম ছবিটি হচ্ছে একটি পাকা করলার ছবি।
খুব সুন্দর একটি মন্তব্য করেছেন আপনি এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্যে আমি মুগ্ধ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
জ্বি আপনার উত্তরটি সঠিক হয়েছে।
আপনি হচ্ছেন আমার দ্বিতীয় বিজয়ী। যথাসময়ে আপনার পুরষ্কার আপনার একাউন্টে পৌছে যাবে।
প্রতিনিয়ত আমাদের কে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জীবন পারি দিতে হয়।আমরা জীবনে বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়ে যায় এটা চলমান জীবন যতোদিন থাকবে।অনেক সুন্দর উপস্থাপনের মাধ্যমে বিষয় টা উপস্থাপন করেছেন।
প্রথম ছবিটা পাকা করোলার/পাকা উস্তের ছবি
অসাধারণ ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে অনেক উৎসাহিত করাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার উত্তরটি সঠিক হয়েছে, তবে একটু দেরি করে ফেলেছেন। তাই আপনাকে বিজয়ী ঘোষনা করতে পারলাম না দুঃখিত।
ভাইয়া আজকে আপনি দুজন মানুষের অক্লান্ত পরিশ্রমের এ বিষয়টি আমাদের মাঝে তুলে ধরলেন। আপনার পোস্টটি দেখে নিজের অজান্তেই কেমন একটা খারাপ লাগা কাজ করে উঠলো। আসলেই যে মানুষগুলো পরিবারের সদস্যদের খুশি রাখতে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে গিয়ে দিনে-রাতে এভাবে অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে স্যালুট জানাতে ইচ্ছে করে।
অনেক অনেক শ্রদ্ধা রইলো তাদের প্রতি যারা রাতে দিনে এভাবে পরিজনদের খুশির জন্য পরিশ্রম করে যায়।
আর আমার মনে হচ্ছে আপনার পোষ্টের প্রথম ছবিটি খুব সম্ভবত পাকা একটি করলার ছবি।
অসাধারণ একটি মন্তব্য করেছেন ভাই এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই মন্তব্যে আমি অনেক আনন্দিত ও উৎসাহিত।
আপনার উত্তরটি সঠিক হয়েছে, তবে একটু দেরি করে ফেলেছেন। তাই আপনাকে বিজয়ী ঘোষনা করতে পারলাম না দুঃখিত।
পাকা করল্লার ছবি, ভিতরে অংশ হলুদ, এবং উপরে করল্লার বিচি লাল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ কুইজে অংশগ্রহণ করার জন্য।
আপনার উত্তরটি সঠিক হয়েছে, তবে একটু দেরি করে ফেলেছেন। আর তাছাড়া আপনি পোস্টটি রি- স্টিম করেন নাই। তাই আপনাকে বিজয়ী ঘোষনা করতে পারলাম না দুঃখিত।
ভাই আপনার পোস্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আমাদের বেঁচে থাকতে হলে আমাদের অবশ্যই জীবিকা নির্বাহ করতে হবে। আর জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করতে হয়। আর আমাদের সারাদিনের পরিশ্রম পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য।
আর আপনার হাতে ছিল পাকা করলার ফটোগ্রাফি।
অসাধারণ মন্তব্য ছিল আপনার আজকের মন্তব্যটি যা আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার উত্তরটি সঠিক হয়েছে, তবে একটু দেরি করে ফেলেছেন। তাই আপনাকে বিজয়ী ঘোষনা করতে পারলাম না দুঃখিত।
এর পর থেকে আমিও অংশগ্রহণ করতে চাই। 🥰🥰