আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


গত দুইদিন হল অনেক বেশি শীত পড়েছে। এই শীতের কারণে যেন বাইরে বের হওয়া যাচ্ছে না। কারণ সারাদিন সূর্যের কোন দেখায় নেই। তাছাড়া অনেক বাতাস বইছে। আর এই বাতাসের মধ্যে গ্রামের মানুষদের অনেক বেশি কষ্ট হয়েছে। বিশেষ করে ছোট শিশু এবং বৃদ্ধদের এই শীতে আরো বেশি কষ্টকর হয়েছে। তারা যেন এই শীতকে সহ্য করতে পারছে না, আর এই শীতের কষ্ট আসলেই অনেক বেশি দুঃখজনক। বিশেষ করে যারা বয়স্ক রয়েছে, তারপরেও শীতের এই অনুভূতিগুলো ভালো লাগার কারণ হলো, শীতকালে নানা রকমের পিঠার আয়োজন করা হয়। বাড়ি বাড়ি মেহমানের আগমন ঘটে। আর আজকে আপনাদের মাঝে প্রকৃতির এই সৌন্দর্য নিয়ে আমার লেখা কিছু অনু কবিতা, আর প্রিয় মানুষকে কেন্দ্র করে এই অনু কবিতা লেখা। আশা করছি চারটি অণু কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।


fox-7780326_1280.jpg

Source

“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ


কবিতা-১

প্রকৃতির এই মায়া ভরা রূপ,
দেখলে লাগে আমার ভালো।
তাইতো প্রকৃতির মাঝে,
হারিয়ে যেতে চাই আমি আরো।

প্রকৃতির এই সৌন্দর্যর মাঝে,
কাটাতে মন চায় আমার গভীরভাবে।
তাই তো প্রকৃতির মায়াকে,
গ্রহণ করেছি আমি ভালোবেসে।

কবিতা-২

খেজুরের রসের মিষ্টি গন্ধে,
মন হয়ে যায় ভালো।
তাইতো কুয়াশার মাঝে শীতের সকালে,
এসেছি আমি এই খেজুরের বাগানে।

খেজুরের রসের মিষ্টি গন্ধে,
মন হয়ে যায় আমার ভালো।
তাই তো শীতের সকাল লাগে আমার,
অনেক অনেক ভালো।

কবিতা-৩

ভালোবাসার অধিকার নিয়ে,
এসেছিলাম আমি তোমার দুয়ারে।
ভালোবাসার অধিকার আজ,
হারিয়ে ফেলেছি আমি আমার ভুলের কারণে।

তাইতো আজ নিরবে আমি,
কাঁদতে থাকি একা।
ভালোবাসার মানুষটি আমার,
শুধুই বুকে দিলো ব্যথা।

কবিতা-৪

ভালোবাসার আঘাতে,
ক্ষতবিক্ষত হয়েছি আমি গভীরভাবে।
তাইতো আজ নিরবে আমি,
কাঁদতে থাকি ভালোবাসার আঘাতে।

কিভাবে থাকবো আমি,
এই আঘাত পেয়ে।
ভালোবাসার আঘাত যে,
অনেক কষ্ট দেয় আমাকে,


আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 3 days ago 

আপনার লেখা আজকের এই অনু কবিতা গুলো আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই অনু কবিতা গুলোর টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই অনু কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

গত দুইদিন ধরে সব জায়গায় অনেক শীত পড়ছে। যাই হোক আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। খুব চমৎকার কিছু অণু কবিতা লিখেছেন আপনি। শীতকাল নিয়ে লেখা দ্বিতীয় কবিতাটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

খুব সুন্দর সুন্দর অনু কবিতা দেখতে পেলাম আপনার পোস্টে। ভিন্ন ভিন্ন স্বাদের কবিতাগুলো বেশ ভালো লাগলো। খেজুরের রসের কথা দেখে এখন খেজুরের রসের কথা মনে পড়ে গেল। শীতের কতদিন হয়ে গেল এখনো খেজুরের রস খাওয়া বাকি। বাকি কবিতা গুলোও দারুন হয়েছে ভাইয়া। সুন্দর কবিতা গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 3 days ago 

আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগে। প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করে যাচ্ছেন। আজকের লেখা প্রত্যেকটি অনু কবিতা আমার অনেক ভালো লাগলো পড়ে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 days ago 

কত দুদিন ধরেও খুবই শীত পড়েছে। যাই হোক আপনার অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। অনু কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল

 2 days ago 

আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আমার কাছে আপনার অনু কবিতা গুলো খুব ভালো লাগে পড়তে। আজকে অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন আপনি। সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখলে ভালো লাগে। মনটা ভালো হয়ে গেল আপনার লেখা আজকের অনু কবিতা গুলো পড়ে।

 2 days ago 

আজকে আপনি সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার অনু কবিতা লিখেছেন। প্রিয় মানুষকে কেন্দ্র করে কবিতা লিখলে এমনিতে অসাধারণ হয়। তবে ভিন্ন ভিন্ন টপিক এবং সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখেছেন । তবে অনু কবিতার মাঝে নিজের ছোট ছোট মনের অনুভূতি প্রকাশ করা যায়। ধন্যবাদ এত সুন্দর করে ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।