প্রকৃতি এই সুন্দরময় মুহূর্তগুলো আমাদের খুবই ভালো লাগে। বিশেষ করে প্রকৃতির মায়া ভরা রূপের মাঝে নিজেকে যেন হারাতে আমার খুবি ইচ্ছা করে। গ্রাম অঞ্চলের প্রকৃতির সৌন্দর্য বেশি ফুটে ওঠে। বিভিন্ন ঋতুর আগমনে প্রকৃতি যেন নতুনভাবে সেজে ওঠে। আর এই ঋতু গুলোর আগমনে প্রকৃতির মুহূর্তগুলো উপভোগ করতে খুবই ভালো লাগে। তাই প্রকৃতির মায়া ভরা রূপ আমার খুবই বেশি ভালো লাগে। যার কারণে প্রকৃতির মাঝে আমি হারিয়ে যেতে চাই। তাই সেই অনুভূতি নিয়েই প্রকৃতির মাঝে ভালোবাসার মুহূর্ত গুলো ফুটিয়ে তুলেছি এই কবিতার মাধ্যমে। জানিনা কতটুকু ফুটাতে পেরেছি। তবে আমি চেষ্টা করেছি আমার মনের অনুভূতিগুলো দিয়ে কবিতা লেখার জন্য। চেষ্টা করেছি আমি সুন্দরভাবে আপনাদের মাঝে প্রকাশ করার। তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে প্রকৃতি নিয়ে এই কবিতাটি লিখে শেয়ার করলাম।
“প্রকৃতির মাঝে”
মোঃ আলিফ আহমেদ
প্রকৃতির মাঝে হারিয়ে যাব,
আমি আপন মনে।
তাইতো প্রকৃতির প্রেমে মেতে উঠেছি,
আমি গভীরভাবে।
প্রকৃতির মায়া ভরা বুকের মাঝে,
আমি যেতে চাই খুব কাছে।
প্রকৃতি মায়ার ডাকে,
ভালোবাসা দিয়েছি আমি সবটা জুড়ে।
তাইতো প্রকৃতির ভালোবাসা ডাকে,
সাড়া দিয়েছি আমি গভীর ভাবে।
প্রকৃতির মাঝে এসেছি আমি খুব কাছে,
তাই তো ভালোবাসা দিয়ে প্রকৃতিকে,
গ্রহণ করেছি আমি আপন মনে।
প্রকৃতির এই মায়া ভরা ভালোবাসা ছেড়ে,
থাকতে মন চায় না আমার বহুদূরে।
তাইতো প্রকৃতির ডাকে ফিরে আসি,
আমি বারেবারে।
প্রকৃতির এই মায়া ভরা রূপের মাঝে,
আমি নিজেকে হারাবো খুব আপন মনে।
তাই তো প্রকৃতির মাঝে আমি,
বাঁচতে চায় হাজার বছর ধরে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼
সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻
https://twitter.com/AhmedAlif135308/status/1862556316088381659?t=Bl1yDpus0U2szW9hS3bbRw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলেই ভাই প্রকৃতির মাঝে যখন হারিয়ে যাবেন তখন প্রকৃতিকে আরো কাছ থেকে উপভোগ করতে ভালো লাগে। আমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলেই প্রকৃতি নিয়ে কবিতা লেখার চেষ্টা করি আপনিও চমৎকার লিখেছেন সত্যি প্রশংসনীয়। আপনার কবিতা লেখার দক্ষতা তুলে ধরার জন্য ধন্যবাদ।
আপনার লেখা কবিতা পড়ার সময় আমি তো কবিতার মাঝে একেবারে হারিয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা কবিতা আপনি অনেক সুন্দর ভাবে লিখে থাকেন। আপনার আজকের কবিতাটাও খুব সুন্দর হয়েছে। অনেক সুন্দর সুন্দর অনুভূতি তুলে ধরেছেন আপনি এই কবিতার মধ্যে। প্রকৃতি নিয়ে কবিতাটা লেখায় বেশি ভালো লেগেছে।
ঠিক বলেছেন গ্রামাঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য বেশি ফুটে ওঠে। আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন।প্রকৃতির মাঝে কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আসলে বাংলাদেশে এক এক ঋতূ এক এক সৌন্দর্য নিয়ে আসে। তবে আপনার কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে অনেক ভালো লাগলো। সত্যি আপনি চমৎকার অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।