সন্তানদের সুখের জন্য হাজারো কষ্ট করে যায় বাবা
আসসালামুআলাইকুম/আদাব
ভালোবাসার আরেক নাম বাবা। বাবারা সব সময় সন্তানের কথা চিন্তা করে। সন্তানদের সুখে রাখার জন্য তার সর্বোচ্চ চেষ্টা। একজন বাবা সব সময় পরিবারের কথা চিন্তা করে। পরিবারকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, পরিবারের তার সন্তানেরা কিভাবে সুখে থাকবে এবং শান্তিতে থাকবে এটাই যেন তার চিন্তা। সে কখনোই তার নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকে না। আসলে পরিবারের বোঝা কাঁধে নিয়ে বাবারা নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে। তার নিজের জীবনের কথা ভাবে না, নিজে অসুস্থ হলে ওষুধ খায় না। কিন্তু পরিবারে কেউ অসুস্থ হলে তার যেন আর ভালই লাগে না। কিভাবে সুস্থ করবে কিভাবে টাকা যোগাড় করবে, এটাই যেন তার মাথায় একমাত্র চিন্তা ভাবনা থাকে। তাই বাবাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারব না। কারণ একজন বাবা একজন সন্তানের জন্য আশীর্বাদ তাকে নিয়েই যেন বাবার সকল চিন্তা ভাবনা থাকে।
বাবারা সব সময় পরিবারকে আগলে রাখে, তার সাথে পরিবারের সকল কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আসলে একজন বাবা যখন এই দুনিয়ায় বেঁচে থাকে তখন সেই পরিবারের কোনো চিন্তাই থাকে না। সকল দায়িত্ব যেন বাবার কাঁধে থাকে। বাবা বটের ছায়ার মত পরিবারকে আগলে রাখে, কিন্তু বাবা যখন আমরা হারিয়ে ফেলি তখন আমরা উপলব্ধি করতে পারি, বাবারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন।সে আমাদের কতটা দায়িত্ব পালন করেছেন। আসলে বাবা যে পরিবারে থাকে সেই পরিবারের সন্তানদের যেন কোন চিন্তাই করতে হয় না। ৫০-৬০ বছরের বাবা তার সন্তানকে সান্তনা দেয় বাবা কোন চিন্তা করিস না, আমি তো আছি। কিন্তু এই মানুষটা যে আছে সে যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা তখন উপলব্ধি করতে পারি না, তার অবদান উপলব্ধি করতে পারি না। কিন্তু এই বাবারা যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়, তখন আমরা উপলব্ধি করতে পারি যে বাবারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।
গতকাল রাত দশটার সময় আমি বাজারে স্টেশন থেকে বাসায় আসতে ছিলাম। তো বাজারে একটা দোক্সের পাশে দেখতে পেলাম এক বৃদ্ধ চাচা ৫৫-৬০ বছর বয়স হবে, সে বসে বসে এই শীতের মধ্যে ডিম বিক্রি করছে। আসলে সে সিদ্ধ ডিম বিক্রি করছে এবং তার কাছ থেকে অনেকেই এই ডিম কিনে খাচ্ছে। আমিও চাচার কাছে গিয়ে দুইটা এক ডিম কিনে খেলাম এবং চাচার সাথে গল্প করলাম।তো চাচাকে বললাম চাচা আপনার এত বছর হয়েছে, এই শীতের মধ্যে এখনো ডিম বিক্রি করে যাচ্ছেন। আপনার সন্তান নেই, পরিবারের বোঝা কাঁদে নিয়ে বেড়াচ্ছেন।চাচা বললো আমার তিনটা সন্তান, তারা পড়াশোনা করছে এখনো। তারা এখুনো পড়াশোনা করছে।আমি তাদের এখুনো অনেক ভালোবাসি, তাদের জন্য আমি এখুনো দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। যার কারণে আমি পরিবারের বোঝা এখুনো ওদের কাঁদে দেয়নি। আমি নিজেই এই পরিবারের দায়িত্ব পালন করছি। যত দিন বাঁচে আছি আমি পরিবারের জন্যই করে যাবো।
আসলে বাবারা বৃদ্ধ হলেও পরিবারের দায়িত্ব তারা ঠিকভাবে পালন করতে চায়। তার সন্তানদের কষ্ট দিতে চান না। নিজে হাজারো কষ্ট সহ্য করে জীবন পার করবে, তবুও সন্তানদের কষ্ট দিবে না। এই শীতে বাবা হাজারো কষ্ট নিয়ে ডিম বিক্রি করছে, কিন্তু তার সন্তানদের পড়াশোনায় এবং আরাম আয়েশে রেখে দিয়েছে। প্রত্যেকটা বাবাই পরিবার এবং সন্তানদের জন্য যেভাবেই যেন কঠোর পরিশ্রম করে যায়। কোন বাবাই নিজের কথা ভাবে না, সব সময় পরিবারের শান্তি এবং পরিবারের জন্যই কঠোর পরিশ্রম করে যায়।
তাই আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা সন্তানদেরই উচিত বাবাদের সম্মান করা বাবাদের গুরুত্ব বোঝা। বাবারা যেন সবসময় আমাদের জন্যই কাজ করে যায় এবং আমাদের উন্নতির জন্যই কঠোর পরিশ্রম করে যায়। তাই বাবাদের মনে কোন আঘাত দিয়ে আমরা যেন কথা না বলি, তাদের যেন আমরা কখনো কষ্ট না দেই।তাই প্রতিটা পরিবারের বাবারা সারাটা জীবন সন্তানদের জন্য কাজ করে যায়।তাই বাবারাই আমাদের সুখের কথা চিন্তা করেই যেন জীবন পার করলো হাজারো কষ্ট কাঁধে নিয়ে।তাই প্রত্যেকটা বাবাই যেন হাসিখুশি এবং সুখে থাকে তার সন্তানদের দ্বারা এই দোয়া করি।🖤✨।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রাইটিং ✨ |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/AhmedAlif135308/status/1870122397187047804?t=Od_nHxhy-4dBc-VwDye98w&s=19
একজন বাবা তার মৃত্যুর আগ পর্যন্ত সন্তানদের কথা চিন্তা করে থাকেন। আসলে মা বাবার ঋণ কখনো শোধ করার মতো নয়। একজন মা এবং একজন বাবার সন্তানদের ভবিষ্যতের জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন প্রতিনিয়ত। পৃথিবীর সকল মা বাবা ভালো থাকুক।
বাবা আর মা এমন দুজন ব্যক্তি যারা নিজের সন্তানদের জন্য কঠোর পরিশ্রম করে। কিন্তু দুর্ভাগ্য সকল সন্তানরা সেই পরিশ্রমের মূল্যায়ন করতে জানে না। বাবার কথা কি বলবো রোদ-বৃষ্টি ঠান্ডা গরম দেখাদেখি নেই অক্লান্ত পরিশ্রম করে নিজের পরিবারকে ফেলে রেখে দূরে কোথাও গিয়ে। তাই তাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে।
সত্যিই ই তাই।একজন বাবা সন্তানদের জন্য সারাজীবন ই কষ্ট করে যায়।এই কষ্ট সন্তানদের জন্য বাবা সব সময়ই করেন।তাই সন্তানদের উচিত বাবাকে সব সময় আগলে রাখা।পৃথিবীর সকল বাবা-মা ভালো থাকুক এটাই কামনা করি।
আপনার পোস্টগুলো অনেক ভালো লাগলো। বাবারা হাজারো কষ্ট করে শুধু তার সন্তানের সুখের জন্য। নিজে কখনোই সুখ উপলব্ধি করেনা। সবকিছু যেন এই সন্তান আর পরিবারের জন্যই করে থাকে।