পুস আমাদের স্বপ্নের কয়েন, আর এই স্বপ্নের কয়েন আমাদের মনের ভিতর অনেক স্বপ্ন তৈরি করেছে। সেই স্বপ্ন নিয়েই এখন পুস কয়েন আমরা নিজের কাছে রাখি।তাই পুস কয়েন এখুন আমাদের মনের ভিতর জায়গা করে নিয়েছে। তাইতো পুস কয়েনকে ভালোবেসে আমরা সেই স্বপ্নের পথে আগাতে চাই। আর পুস যেন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, স্বপ্নের এই পুস কয়েন এখন আশার আলোর রূপ নিয়েছে, আমরা এখন চোখ বন্ধ করে গ্রহণ করতে পারি।তাই পুসকে নিয়ে এখন অনেক স্বপ্ন আমি দেখি, সেই অনুভূতি নিয়েই লেখা আমার আজকের এই কবিতাটি। আসলে পুস আমাদের প্রত্যেকেরই স্বপ্নের কয়েন হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা তাকে নিয়ে স্বপ্ন দেখি।আমার লেখা এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালো লাগছে।
“স্বপ্নের কয়েন পুস ”
মোঃ আলিফ আহমেদ
স্বপ্নের কয়েন পুস তুমি,
এলে আমাদের মাঝে।
স্বপ্নগুলো নতুন করে,
তৈরি করলে মনের মাঝে।
তোমায় নিয়ে হাজারো স্বপ্ন,
দেখি আমরা নিরবে।
স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছ,
তুমি নিজ গতিতে।
তোমার সাথে আমরা সবাই,
একই সাথে চলি,
তাইতো তোমার ভালোবাসা,
আমরা সকলেই গ্রহণ করি।
তুমি আমাদের মনের মাঝে,
রয়েছ সবটা জুড়ে।
তোমায় নিয়ে রঙিন স্বপ্ন দেখি,
আমরা দুচোখ ভরে।
তুমি যাচ্ছো স্বপ্নের পথ,
আমাদের সাথে নিয়ে।
স্বপ্নগুলো পূরণ করব,
আমরা তোমায় পেয়ে।
স্বপ্নের কয়েন পুস তুমি,
স্বপ্ন দেখিয়ে দিলে।
তাইতো তোমায় নিয়ে স্বপ্ন,
পূরণের পথে হাঁটি আমরা সবাই মিলে।
দুচোখ ভরা স্বপ্ন আমার,
তোমাকেই কেন্দ্র করে।
তাইতো তোমায় ভালোবেসে,
স্বপ্ন পূরণের পথে হাঁটি,
আমি আনন্দের সাথে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼
সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻
পুস করেন আসলেই আমাদের স্বপ্নের কয়েন।পুস কয়েকটি ঘিরে আমাদের সকলের অনেক স্বপ্ন।পুস কয়েনের প্রতি আপনার ভালোবাসা আপনার কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Puss কয়েন সবার ভীষণ প্রিয়। আমাদের প্রিয় কয়েন কে নিয়ে আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। মুগ্ধ হয়ে গেলাম আপনার কবিতাটা পড়ে। প্রত্যেকটা লাইন খুব চমৎকার লিখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
পুস কয়েন আমরা সকলে ভালোবাসি। এটা আমাদের ভীষণ প্রিয়। পুস কয়েন নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতি লাইন দারুন হয়েছে। পুস কয়েন আমাদের স্বপ্নের কয়েন। পুসকে নিয়ে আমাদের স্বপ্নের শেষ নেই। আশা করি আমাদের সকলের স্বপ্ন পূরণ হবে।
বেশ দারুণ কবিতা লিখেছেন তো। আসলে আমরা কিন্তু সবাই আমাদের এই প্রিয় কয়েনটাকে নিয়ে অনেক অনেক আশাবাদী। তাইতো এত সুন্দর ভাবে আমরা গুছিয়ে পোস্ট করে থাকি।
পুস কয়েন নিয়ে আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভালোবাসার কয়েন নিয়ে এত সুন্দর একটি কবিতা আমার কাছে এই কবিতাটি দারুন লেগেছে।
https://twitter.com/AhmedAlif135308/status/1873439392259616810?t=cDFRJzavoNbKt7KkjNybqg&s=19
একদম ঠিক বলেছেন ভাইয়া puss কয়েন আমাদের স্বপ্নগুলোকে যেভাবে সত্যির পথে নিয়ে যাচ্ছে তা আসলেই খুবই আশার বিষয়। যাই হোক এই puss কয়েন কে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে।