~"|| "ধৈর্য এবং সংগ্রাম" সফলতার মূল চাবিকাঠি ||"~ (১০% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ)।
২৬ জৈষ্ঠ্য , ১৪২৯ খ্রিষ্টাব্দ
০৯ জুন,২০২২সাল
যদি লক্ষ্য থাকে অটুট হবেই হবে দেখা বিজয়ের।
হ্যালো
নিজেই নিজের সাথে প্রতিজ্ঞা করেছি সফল আমায় হতেই হবে।
প্রথমে আপনাদের বলে রাখি আমি অতি সামান্য ক্ষুদ্র এবং নগণ্য একজন মানুষ। পরিচয় দেওয়ার মতো এখনো এতটা বড় হয়ে ওঠেনি আমি। নিজেকে কখনোই অন্যের থেকে বড় মনে করি না বা একজন প্রতিষ্ঠিত ব্যাক্তি হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার মতো সামর্থ্য হয়ে ওঠেনি আমার এখন পর্যন্ত। প্রথমেই আমি আপনাদের বলেছি আমি অতি সামান্য নগণ্য একজন মানুষ তবে আমি অতি সামান্য হলেও এই সামান্য থাকার মনোবল আমার মোটেও নেই। আমিও হব একদিন অসামান্য মানুষ এই মনোবল নিয়ে সামনে দিকে এগিয়ে যাবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সামান্য একজন ক্ষুদ্র মানুষ হলেও কখনো পিছুপা হবার মানুষ আমি নই আমি সংগ্রাম করতে ভালবাসি সবসময় সংগ্রামী জীবনের সঙ্গে সংগ্রাম করেই বড় হয়েছি আমি।
এখানে বড় হওয়ার মানে আমি প্রতিষ্ঠিত হওয়া বোঝাতে চাইনি, আসলে ব্যক্তিগত ভাবে বলতে গেলে আমি এতটাও ভালো পরিবার এর সন্তান নই। ছোটবেলা থেকেই অনেক ত্যাগ এবং সংগ্রাম করেই আমার জীবনকে এগিয়ে নিতে হয়েছে অনেক ছোট বয়সে অনেক বড় বড় দায়িত্ব পালন করতে হয়েছে আমাকে। আর এই জায়গা গুলো থেকে আমাকে আজ ভীষণ আত্মবিশ্বাসী করে তুলেছে এখন মনে হয় আমার আমি কে যদি আমি সম্পুর্ন ভাবে কাজে লাগাতে পারি তবে যে কোন সংগ্রামী যে কোনো চ্যালেঞ্জ জয় করা আমার জন্য সম্ভব হবে। জীবন যুদ্ধে সংগ্রাম করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসছি যে এখন আর কোনো চ্যালেঞ্জ নেই বড় চ্যালেঞ্জ হিসেবে নিই না বলতে পারেন এটা একটা আত্মবিশ্বাস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরাজয়ের ভয় টাও আর এতটা পাইনা। পরাজয় মানেই যে শুধু হেরে যাওয়া তা নয় চ্যালেঞ্জ নেবার মধ্যেও অনেক শিক্ষা এবং আত্মবিশ্বাসের জন্ম দেয়।
আত্মবিশ্বাসের কথা যখন আসলো তখন আত্মবিশ্বাস নিয়ে কিছু কথা বলি। আত্ম বিশ্বাস এমন একটা জিনিস যা কখনো এমনি এমনি আসে না। আপনার মাঝে আত্মবিশ্বাস নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে স্ট্রাগল করতে হবে এবং সেই বিষয়গুলোতে আপনাকে খুঁটিনাটি কিছু কিছু জিনিস জানতে হবে। আপনি যেই কাজ করতে যাবেন সেই কাজ সম্পর্কে আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে। তাছারা কখনোই আপনার মাঝে আত্মবিশ্বাস জন্মাবে না। ধরুন আপনাকে একটি মোটর সাইকেলের চাবি দিয়ে বলা হলো এই গাড়িটি আপনি একটি সুন্দর জায়গায় পার্ক করুন। কিন্তু আপনি মোটরসাইকেল কিভাবে কন্ট্রোল করে এই বিষয়টা সম্পূর্ণ জানেন না তাহলে কিভাবে আপনার এই বিষয়ে আত্মবিশ্বাস আসবে। এজন্যই আমি বললাম আত্মবিশ্বাসী হতে হলে অবশ্যই আপনার মাঝে আগে সেই বিষয়গুলোতে সুদক্ষ জ্ঞান থাকতে হবে।
আমি পারি আমি পারবো আমাকে পারতেই হবে। এই কথাগুলো বাস্তবায়ন করতে হলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে জানি এই জন্যই আমি রাত দিন লেগে আছি ইনশাল্লাহ আপনাদের দোয়া পেলে অবশ্যই আমি সফল হবোই। আমাকে সফল হতে হবে আমি হব অনন্য অজয় ও একজন মানুষ। এই স্বপ্নগুলো বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমত করলে অবশ্যই আমি সফল হব। ম্যান্ডেলার একটা কথা আমার বেশ ভালো লেগেছিল তিনি বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত তুমি সফলতা দেখা পেয়েছো তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার সেই কাজটি কে কঠিন মনে হবে মনে হবে তুমি এই কাজটি সম্পূর্ণ করতে পারবে না। সত্যি সফল হওয়া পর্যন্ত এমনই মনে হয় কিন্তু হাল ছাড়া যাবেনা সংগ্রাম করলে সফল হবোই ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং সকলের দোয়া প্রার্থনা করছি।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া ধৈর্য এবং সংগ্রাম এই দুটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়,কারণ ধৈর্য ছাড়া মানুষ সংগ্রাম করতে পারেনা ।সামনের দিকে এগুতে পারেনা অপ্লতেই ভেঙ্গে পড়ে। ধৈর্য থাকলে মানুষ লড়তে পারে সংগ্রাম চালিয়ে যেতে পারে।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর এই পোষ্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনি একজন মানুষ। সেরা হওয়ার সব কোয়ালিটি সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন। কিন্তু আপনি নিজেকে সাধারণ বলে দাবি করছেন এটা আপনার শালীনতা বলেই আমরা নরে নিলাম। সফলতার জন্য পরিশ্রম চেষ্টা অধ্যাবসায়ের কোনো বিকল্প নেই। ধন্যবাদ আপনাকে ভাই দারুণ লিখেছেন। আপনার জন্য শুভকামনা এগিয়ে যান।।
আসলে ভাইয়া আপনি লেখাগুলো খুব দারুণ ভাবে লিখেন। আর আপনি আপনার সংগ্রামে জয়ী হয়ে আসছে বুঝতেই পারছি। যদিও পরিচয় দেওয়ার মতো কোনো কিছু অর্জন করতে পারেননি তবে বিশ্বাস অতি শীঘ্রই হয়ে যাবে। তবে আপনার ছোটবেলা থেকে সংসারের ঘানি টেনে এ পর্যন্ত আশা মানে আপনি অনেক বড় বড় বিপর্যয়ের চ্যালেঞ্জ করে এসেছে। আসলে যেখানে চ্যালেঞ্জিং নেই সেখানে সার্থকতা নেই। তবে আপনার কাছে এখন কোন কিছুই চ্যালেঞ্জ মনে হয়না স্বাভাবিকভাবে নিতে পারেন। আর হার-জিত থাকবেই হেরেই জয়ের স্বাদ গ্রহণ করতে হয়। আর সেই জয়ের স্বাদটা থাকে অনেক বেশি। শুভেচ্ছা রইল আপনার অদম্য পরিশ্রমের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য।