~"|| নিজ হাতে তোলা মনমুগ্ধকর কিছু ফল ও ফলের গাছের ফটোগ্রাফি ||"~ (১০% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ)।
০৭ জৈষ্ঠ্য , ১৪২৯ খ্রিষ্টাব্দ
২১ মে,২০২২সাল
আমার নিজ হাতে তোলা বিশেষ কিছু ফল ও ফলের গাছের রেনডম ফটোগ্রাফি।
হ্যালো
ফল ও ফলের গাছের রেনডম ফটোগ্রাফির সংগ্রহশালা
ফল আমাদের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার। যদিও বা বর্তমানে দেশে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে ফলে অনেক মেডিসিন মেশানোর ফলে ফলের গুণগত মান নষ্ট হয়ে যায়। তবে এখনও বাংলাদেশের মানুষ বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ ফরমালিন ছাড়া ফল খেয়ে থাকে এবং তাদের শরীরে আমি লক্ষ্য করে দেখছি শহরের তুলনায় গ্রামের মানুষের শরীর বেশ চাঙ্গা থাকে সব সময়। কেননা তারা সবসময় ফলমূল খায় এবং এসব ফলমূলে কোন প্রকার শরীরে ক্ষতি হবে এমন কোন মেডিসিন ব্যবহার করা হয় না। তো বন্ধুরা আর দেরি না করে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার ফোনের ফটোগ্রাফি গুলো ফলের এবং ফল গাছের ফটোগ্রাফি।
ফটোগ্রাফি ১
এই ফলকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বাদাম, কিন্তু আমি জানি এই ফলের শুদ্ধ নাম হচ্ছে জাম্বুরা।
জাম্বুরা ফল সহ জাম্বুরা গাছের ফটোগ্রাফী।
ফটোগ্রাফি ২
অনেক সুস্বাদু এবং মজাদার পেয়ারা, এই পেয়ারা খেতে অনেক মিষ্টি।
পিয়ারা সহ পেয়ারা গাছের অনেক সুন্দর একটি ফটোগ্রাফি।
ফটোগ্রাফি ৩
ছোট ছোট কিছু মালটা এগুলো এখনো পরিপূর্ণ স্বাদে পরিণত হতে বেশ সময় লাগবে।
মালটা সহ মাল্টা গাছের মনমুগ্ধকর একটি ফটোগ্রাফি।
ফটোগ্রাফি ৪
কয়েকটি পেঁপেসহ একটি গাছ এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল।
নীল আকাশ এবং নিচে লালমাটি মাঝখানে সুন্দর একটি পেঁপে গাছ দৃশ্যটা দেখলেই যেন প্রাণ বেরিয়ে যায়।
ফটোগ্রাফি ৫
এই জাতের আম কে বলা হয় হাড়িভাঙ্গা আম। বর্তমানে দেশে বিশেষ বিশেষ অনেক আমের জাত এসেছে, আমরা অনেকে এগুলো আমের সাথে বেশ কিছুদিন আগেও পরিচিত ছিলাম না।
এই জাতের আম কে আমি নাম দিয়েছি কলা আম কেননা এই আম গুলো দেখতে কলার মত বেশ লম্বা।
ফটোগ্রাফি ৬
এই ফল কে অনেকে বলে আনার আবার অনেকেই বলে ডালিম তবে যাই হোক না কেন এই ফল শরীরের জন্য বেশ উপকারী।
ফটোগ্রাফি ৭
এটি কি আম তা আমি নিজেও জানি না, তবে সবগুলো আমই যখন বড় বড় হয়েছে তখন এই আমটি কেবল ছোট্ট একটি গুটিতে পরিণত হয়েছে।
বন্ধুরা আশা করছি আমার এই ফটোগ্রাফি পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার এই পোষ্ট আপনাদের কেমন লেগেছে বা আপনাদের অনুভূতি কেমন আমার এই পোষ্ট সম্পর্কে তা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে অনুগ্রহপূর্বক আমাকে জানাবেন। ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এবং একে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে জীবন যাপন করার চেষ্টা করবেন। জীবন হোক সফল এবং সততার সঙ্গে জীবন যাপন করায় জীবনের আসল উদ্দেশ্য হোক এই কামনা করি। সবাই ভাল থাকবেন এবং অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
ঠিক বলেছেন ভাইয়া একমাত্র গ্রামের মধ্যেই শুধু মেডিসিন ছাড়া ফল মুল পাওয়া যায়, আপনার কথা গুলোর সাথে আমিও একমত, যাইহোক আপনি অনেক সুন্দর করে মনমুগ্ধকর কিছু ফল ও ফলের গাছের ফটোগ্রাফি করেছেন, যেটি সত্যি অনেক প্রসংশা নিও ফটোগ্রাফি করেছেন, এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ, সেই সাথে আপনার জন্য অনেক শুভকামনা রইলো।
আপনার ফলমূলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। খুব সুন্দর ভাবে এতগুলো ফলের ফটোগ্রাফি করেছেন আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার এই ফটোগুলো। শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া আপনার ফলের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ৷আর খুব মনোযোগ দিয়ে ফটোগ্রাফি গুলো করেছেন ৷ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য
ফুল ও ফলের খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি করে ওর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পেঁপে গাছের ফটোগ্রাফি টা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সাথে একমত আমি । গ্রামের মানুষ খাটি ফল মূল খেয়ে থাকে। ওগুলোতে কোন প্রকার ঔষধ দেয়া হয় না বিধায় তারা খাটি টাই পায়। অনেক দিন পর ডালিম সহ ডালিম গাছ দেখলাম। আমাদের বাসায় একটি ছিল বন্যায় মরে গেছে। সত্যি বলতে ফলের ফটোগ্রাফি ভাল ছিল। ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল আপনার জন্য।
মনমুগ্ধকর কিছু ফল ও ফলের গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন দারুন হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
বাহ ভাই অসম্ভব কিছু ফল গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটি ফটোগ্রাফি দেখতে চমৎকার লাগছে। তবে আমার কাছে আমের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর কিছু ফলমূলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বিভিন্ন ফলের গাছের ফটোগ্রাফি দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আম গাছের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেকগুলো আম ধরে আছে গাছের মধ্যে এটি দেখে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
সত্যি অসাধারণ। তবে সবথেকে আমার কাছে যেটা ভালো লাগলো সেটি হল মাল্টা গাছের ছবিগুলো। গাছটিতে অনেকগুলো সবুজ রংয়ের মালটা ফলন হয়েছে খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ
এক কথায় অসাধারণ ভাই। অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। যা দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে মালটা এবং পেয়ারার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। সেইসাথে উপস্থাপনা মাশাল্লাহ অনেক ভালো করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।