~"|| চাহিদা যত কম জীবন তত সুন্দর ||"~ (১০% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ)।

সবার উপর শান্তি বর্ষিত হোক
২০ জৈষ্ঠ্য , ১৪২৯ খ্রিষ্টাব্দ
০৩ জুন,২০২২সাল

অতিরিক্ত চাহিদা এবং বিলাসীতা আমাদের জীবনকে সুখী রাখতে দেয় না।

হ্যালো

স্টিমিট বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভাল আছেন। আমিও আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে এসেছি কিছু নতুন তথ্য বা আমার জীবনে কিছু অজানা গল্প আপনাদের সাথে শেয়ার করব বলে....

ভালো থাকতে হলে আশা-আকাঙ্ক্ষা কমিয়ে ফেলতে হবে।

Screenshot_2022-06-03-23-43-27-01_1c337646f29875672b5a61192b9010f9.jpg

শুরুতেই একটা কথা বলি আর সেটা হচ্ছে জীবন এক যুদ্ধেরে নাম যা শেষ হয় মৃত্যু দিয়ে। আমাদের ভালোভাবে সমাজের বেঁচে থাকার এবং খাওয়া পরার জন্য সেই সাথে জীবনকে এগিয়ে নেবার জন্য এই জীবনে আমাদের কতই না সংগ্রাম করতে হয়। কতই না এই ছোট্ট জীবনে চাওয়া পাওয়া যার গাড়ি আছে তার বাড়ি নাই যার বাড়ি আছে তার গাড়ি নাই হয়তোবা কারো দুটোই আছে কিন্তু সেই ব্যক্তিটির এর থেকেও আরো ভালো চাই। আমাদের জীবনে যেন আকাঙ্ক্ষার শেষ নেই এই আশঙ্কায় আমাদেরকে অর্থাৎ আমাদের জীবনকে কঠিন থেকে আরো কঠিন করে তোলে। তাই আমাদের ভাল থাক তাহলে অবশ্যই এই আশা-আকাঙ্ক্ষা কমাতে হবে।

আমরা বেঁচে থাকার জন্য একটু বেশি বিলেসতার প্রয়োজন মনে করি। কিন্তু আসলে ভালোভাবে বেঁচে থাকতে হলে শুধু অর্থকরী টাকাপয়সা দিয়েই ভালো থাকা যায় না। এই টাকা বা টাকার যে আখাংকা আমাদের মনের মাঝে বিরাজ করছে এটা একটি সম্পূর্ণ এটা ধোঁকাবাজি। এটা কার মোহে আমরা ভালো থাকা কে হারিয়ে ফেলি এই আকাঙ্ক্ষা আমাদের জীবনকে সুন্দর থেকে কুৎসিত বানিয়ে দেয়। আমরা ভালো থাকার নামে যেভাবে ভালো থাকার প্রসেস অনুযায়ী চলতে থাকে আমার কাছে সেটা সম্পূর্ণ ভুল মনে হয়। আমরা ভালো থাকার মানে ধরে নিয়েছি যে ভালো থাকতে হলে আমাদের অনেক অনেক টাকা থাকতে হবে বহুতল বাড়ি থাকতে হবে এবং সুন্দর সুন্দর গাড়ি থাকতে হবে আমরা এভাবেই জীবন যাপনকে ধরে নিয়েছি সুন্দর এবং সমৃদ্ধি জীবন।

আমাদের এই চেতনাকে আমি সম্পূর্ণ ভুল মনে করি, আমারও মাঝে মাঝে এমন চিন্তা চেতনা আছে যে ভালো থাকতে হলে অনেক টাকা-পয়সা দরকার। আসলেই জীবনে চলাফেরা করতে হলে টাকা পয়সার দরকার কিন্তু সেই টাকা পয়সা ইনকাম করতে গিয়ে এমন হলে চলবে না যে প্রয়োজনের বাইরে গিয়েও আরো বিলাসবহূল আকাঙ্ক্ষা তৈরি করা। আমি বারবার একটি কথাই বলে যাচ্ছি যে আমাদের আকাঙ্ক্ষা আমাদের যতটা কমাতে পারবো আমরা ঠিক ততটাই জীবনে সুখে শান্তিতে থাকতে পারবো। আমাদের এই ছোট্ট জীবনে চলতে গিয়ে আমরা কত সংগ্রাম করে থাকে অথচ দেখা যায় এই ছোট্ট জীবন দম ফুড়ালেই নেই হয়ে যাবে। এদেশের সর্বোত্ত ধনী ব্যক্তিরও যদি মারা যায় এবং সেই সাথে যদি আপনিও একই সময়ে মারা যান তাহলে আপনাকেও যেভাবে রাখা হবে সেই ব্যক্তি তাকেও ঠিক সেভাবেই রাখা হবে তাহলে এই টাকা আমাদের বা এই অর্থকরীর জন্য কিসের এত তাড়া আমাদের।

জীবনকে ঠিক তাই গতিতে চলতে দিতে হবে চলুক না যেমন তার গতিতেই কিসের এত তাড়া আমাদের। থাকি না আমরা একটু রিলাক্সে জীবনকে একটু বিশ্রাম দেখবেন এবং কতটা সুন্দর। জীবনের সৌন্দর্য টা আপনি একবার অনুভব করতে পারেন এবং জীবনের সৌন্দর্যের স্বাদটুকু আপনি যদি একটু নিতে পারেন তাহলে আমার মনে হয় আপনি এই টাকা টাকা টাকা আর করবেন না। প্রকৃত অর্থে সুখী থাকতে হলে মানুষের ভালোবাসা পেতে হলে প্রকৃতির সঙ্গে মিশতে হবে। আপনি আমাদের সকল সুখের মূল না জীবনে চলতে হলে অর্থের প্রয়োজন আছে কিন্তু অর্থ এসব না এই কথাটা আমাদের সম্পূর্ণ মাথায় সেট করে নিতে হবে। আসলে আমাদের জীবন সুন্দর জীবন কে সুন্দর ভাবে দেখতে হবে তাহলে জীবন সুন্দর ভাবে উপভোগ করতে পারব আমরা।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2 (1).png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF (2).gif

Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q9XCPsYVNkPGccQr2oVfqjd8P1QjQ2JYt5o5SLCXCfH7Wv5QM2wCpb3QPRXzxP6G5LbgknonYX8SPp.png

IMG20211206200422-removebg-preview.png

আমি @alomgirkabir জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।

আন্তরিক ধন্যবাদ আপনাদের সবাইকে

Sort:  
 3 years ago 

কথ্যগুলো চরম সত্য। আসলে আমাদের প্রকৃত ভাবে সুখী হতে হলে আমাদের আশা আকাঙ্খা কম থাকতে হবে। এতে করে না পাওয়ার কষ্ট আমাদের স্পর্শ করতে পারবে না। আপনার লেখার কোয়ালিটি অসাধারণ।

 3 years ago 

আপনার লেখাগুলো পড়ে আসলেই খুবই ভালো লাগলো। একদম বাস্তব কথা বলেছেন আপনি আসলেই আমাদের যাদের অতিরিক্ত চাহিদা এবং বিলাসিতা তারা আসলে কখনোই সুখী হতে পারে না। সবসময় কিছু চায় তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। কিন্তু যাদের চাহিদা কম তারাই কিন্তু জীবনে সুখী হতে পারে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য

 3 years ago 

আকাঙ্ক্ষা আমাদের যতটা কমাতে পারবো আমরা ঠিক ততটাই জীবনে সুখে শান্তিতে থাকতে পারবো।

কথাগুলো দারুন বলেছেন ভাইয়া আসলে আমাদের জীবনে যদি আমরা আমাদের চাহিদার পরিমাণ কমাতে পারে তাহলে আমাদের জীবনকে আমরা সুখী মনে করতে পারব। আমরা যতটুকু পাব ততটুকুতেই সুখ অনুভব করব। আর যদি আমাদের চাহিদার পরিমাণটা বেশি হয় তাহলে আমরা যতই পাই না কেন কোনদিনই সুখ অর্জন করতে পারব না।