~"||সন্ধ্যাবেলায় নিরব প্রকৃতির সাথে কাটানো কিছু মুহূর্ত ||"~ (১০% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ)।
৩০ বৈশাখ, ১৪২৯ খ্রিষ্টাব্দ
১৩ মে,২০২২সাল
সন্ধ্যাবেলার এই নীরব হাওয়া যেনো প্রাণ জুড়িয়ে দেয়
হ্যালো
সন্ধ্যাবেলায় কাটানো কিছু ভালো লাগার মুহূর্ত
ছবিতে আমাকে যে যায়গাদিয়ে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস। আর আমি ঠিক সেই জায়গাতে বসে আছি এটা হচ্ছে সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চ। যতগুলো জাতীয় প্রোগ্রাম আছে এই মঞ্চে উপস্থাপন হয়ে থাকে। এই জায়গাটিতে অনেক আনন্দ বিনোদন হয়ে থাকে অনেক সুন্দর মজা মাস্তি গান বাজনা থেকে শুরু করে আরো অনেক কিছু হয় এই জায়গাটিতে। অর্থাৎ মুক্তমঞ্চ মঞ্চের নাম হচ্ছে মুক্ত অর্থাৎ এই জিনিসটা হচ্ছে স্বাধীন এবং সবার জন্য এই জায়গাটা অত্যন্ত আনন্দদায়ক এবং বিনোদন মূলক একটি জায়গা। এইজন্যই আমারও ভালো না লাগলে মাঝেমাঝেই আমি এখানে আসি এবং বসে কিছুক্ষণ সময় কাটিয়ে যাই।
আজিজুল হক কলেজ ক্যাম্পাসে আমার ম্যাচ খুব একটা দূরে নয়। আমার ম্যাচ এবং আজিজুল হক কলেজ ক্যাম্পাস খুবই কাছাকাছি। এজন্যই আমার যখনই মন খারাপ লাগে এবং একটু প্রাকৃতিক ছোঁয়া পেতে চাই শহরের মাঝে তখনই আমি বেরিয়ে পরি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের উদ্দেশ্যে। এই ঘুড়তে আমার বেশ ভালই লাগে। এই কলেজ ক্যাম্পাসের মাঝে যেনো একটা গ্রামের ছোঁয়া পাই। চারিদিকে অনেক সুন্দর একটি পরিবেশ। সবুজে ঘেরা এই কলেজ চত্বর। সন্ধা হলেই যেনো নিরব হয়ে যায় এই কলেজ চত্ত্বর। অথচ সারাদিন কত হয় হুল্লোড় কত বাস্ত এই ক্যাম্পাস। ব্যাপারটি আমার কাছে অনেক ভালো লাগে। সন্ধা বেলা একটু রিলাক্স পাওয়া যায় এই জায়গাটিতে।
এই কলেজের সন্ধ্যা বেলার আরেকটি বৈশিষ্ট্য হলো সন্ধ্যার পর কলেজটা নীরব হয়ে গেলে দেখা যায় একটু একটু দূরত্ব বজায় রেখে সবাই সবার বন্ধুদের নিয়ে অনেক গল্প-স্বল্প করছে। তারা এমন ভালো গল্প যেনো করে যেন তারা এই নীরবতাকে আপন করে নিয়েছে। বন্ধুরা মিলে তখন গল্প করা হয় নিরব পরিবেশে তখন অনেক কথায় হয়ে থাকে যেন এই গল্প শেষ করতে ইচ্ছে করেনা। কেননা শহরের এত কোলাহল এত ব্যস্ততার মাঝে একটু শান্তির জায়গা হচ্ছে আজিজুল হক কলেজ ক্যাম্পাসে আমার কাছে যেটা মনে হয় এখানে অনেক শান্তি খুঁজে পাওয়া যায় সন্ধ্যা বেলার পর। বন্ধুরা মিলে অনেক ভালো একটা সময় কাটে খানে যে অনুভূতি বলে বোঝানোর মত নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে পরিবারের বাইরে আরেকটা পরিবার যেন দেখা পাই এই কলেজ ক্যাম্পাসে বন্ধুরা মিলে একটি পরিবার হয়ে যায় তারা যখন গল্প করে মনে হয় সবাই সবার কতটা আপন।
আর একটা ভালো লাগার জায়গা হচ্ছে আবার মেসের ছাদ। আমার মেসেঞ্জারে উঠলো আমার প্রাণ জুড়িয়ে যায়। সন্ধ্যার পর আপনি সহরি পর্যাপ্ত আরো পাবেন কিন্তু সত্য কথা বলতে প্রাকৃতিক কি একটা আবহাওয়া বাতাস আছে সেটা আপনি পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার হয়ে পড়ে। কিন্তু আমার মেছের ছাদের ব্যাপারটা আবার অন্যরকম এখানে গেলে দমকা হাওয়া পাওয়া যায় যে হাওয়া দ্বারা পুরো শরীর এবং মন চাঙ্গা হয়ে যায়। মনকে সতেজ করার মত দমকা হওয়া পাওয়া যায় এখানে এই জায়গাটি এজন্য আমার কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে। আমার একান্তই ভালোলাগার জায়গায় দুটি শহরের মাঝে কোলাহলের থেকে নিরব জায়গায় আমার বেশ ভালো লাগে।
আমার মেসেজ ছাদ থেকে তোলা ছবি। এটা হচ্ছে রাতের শহর বগুড়া একটা দৃশ্য। এই দৃশ্যটি আমার অনেক ভালো লাগে। প্রতিটা জানালা থেকে বেরিয়ে আসে নানান ধরনের রঙ্গীন আলো।
বন্ধুরা আশা করছি আমার এই সম্পূর্ণ কনটেন্টটি পড়লে আপনাদের অনেক ভালো লাগবে। আজ আর নয় এখানেই শেষ করছি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখতে সাহায্য করবেন।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
প্রকৃতির সাথে কাটানো সময়গুলো ভাই অসাধারণ হয়ে থাকে। কারণ আমি মনে করি যে প্রকৃতি কাউকে দূরে সরে যায় না। অন্য রকম একটা অনুভূতি কাজ করে প্রকৃতির সাথে থাকলে। এই ক্যাম্পাসে আমি এর আগেও গিয়েছি অনেকবার। খুব ভালো লাগে আমার। আপনি খুব সুন্দর করে সবকিছু বর্ণনা তুলে ধরেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য ভাই।
আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ প্রকৃতি আমার অনেক ভালো লাগে।
আমাদের বরিশাল বি এম কলেজেও মুক্তমঞ্চ আছে,মুক্তমঞ্চ ঘীরেই অনেক আড্ডা বসে বিশেষ করে সন্ধ্যা বেলায়।সবাই যার যার মতো করে গান গায় আবার কেউ বা খোশ গল্পে মেতে উঠে।আপনার কাটানো মুহূর্ত গুলো ভালো ছিল।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
হ্যাঁ এমন মুক্তমঞ্চ প্রায় প্রতিটি কলেজ এই আছে এখানে অনেক বিনোদন হয়ে থাকে।
সন্ধ্যাবেলা নিরব প্রকৃতির মাঝে খুব ভালো মুহূর্ত কাটিয়েছেন তা আপনার প্রথম ছবিটি দেখে বোঝা যাচ্ছে। আমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন খুবই ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমাদের ফেনীতেও এরকম একটা মঞ্চ রয়েছে। যেখানে সকল ধরনের অনুষ্ঠান করা হয়। গান-বাজনা থেকে সবকিছুই করা হয়। আপনার মন খারাপ হলে এই জায়গায় বসে থাকেন জেনে ভালো লাগলো। এরকম খোলামেলা জায়গায় ভালোই লাগে। আপনি অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ওয়াও ভাইয়া আপনি তো মেসেজ মেসের ছাদে অনেক সুন্দর সময় কাটিয়েছেন । আসলে ভাই প্রকৃতি যখন নিশ্চুপ হয়ে যায় তখন প্রকৃতির সৌন্দর্য যেন মনে হয় আরো বৃদ্ধি পেয়ে যায় এবং প্রকৃতির সঙ্গে মিশে গেলে অন্যরকম একটা শান্তি কাজ করে । আপনি চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন আমি দেখে খুবই আনন্দিত❤️🤗।
ঠিক বলেছেন প্রকৃতির নিরব হয়ে গেলে তার মায়া এবং মুগ্ধতা যেন আরো বেড়ে যায়।
সন্ধ্যাবেলা নিরব প্রকৃতির মাঝে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দেখে বুঝতে পারছি। যতটুকু দেখলাম আপনার কলেজের ক্যাম্পাস টা মনে হচ্ছে অনেক সুন্দর। আসলে সন্ধ্যাবেলায় নির্জন পরিবেশে একাকিত্বে সময় কাটানোটা আমার কাছেও খুব ভালো লাগে। নিমিষেই অশান্ত মনটা শান্ত হয়ে যায়। ছাদের উপর থেকে রাতের শহর টা দেখতে অসাধারণ লাগতেছে। আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য এবং এই কলেজ ক্যাম্পাস টিও অনেক সুন্দর।
সন্ধ্যাবেলায় সবুজ প্রকৃতির মাঝে একা একা খুব সুন্দর সময় অতিবাহিত করা যায় আমিও মাঝে মধ্যে এরকম ভাবে নদীর পাড়ে একা একা বসে থাকি সন্ধ্যা থেকে রাত অবধি খুবই ভালো লাগে আমার ঝিঁঝির ডাক আর নদীর কলতান এ যেন রূপকথার দেশ
নদীর পাড়ে বসে থাকতে তো মনে হয় আরো বেশি ভালো লাগে।
আমি মনে করি আপনি আরো ইনজয় করতে পারতেন যদি সন্ধ্যা বেলা না হয়ে কিছুটা রাত হতো এবং চাঁদনী রাত যদি হতো একা একা, তবে আর না হলেও প্রেমিকা পাশে থাকলে তো মানাতো আরো বেশি ভালো।
আসলে ভাই শহর তো রাতের বেলা বেরোনোর একটু রিক্স মনে হয়।
আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে সন্ধ্যাবেলায় নিরব প্রকৃতির মাঝে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। মাঝে মাঝে আমরাও সন্ধ্যাবেলায় এরকম হতে অতিবাহিত করে থাকি বন্ধুদের সঙ্গে। কিছুদিন আগে এরকম মুহূর্ত আমি কাটিয়েছি আপনার এই মুহুর্তটা দেখে খুব মিস করছি। শেয়ার করার জন্য ধন্যবাদ
সন্ধ্যেবেলায় নিরব প্রকৃতি আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়।
সন্ধ্যেবেলায় সারাদিনের ঝঞ্ঝাট কলরব একটু কমে যায়। এই সময়ের নিরব পরিবেশে প্রকৃতির মাঝে বসে থাকতে অন্য রকম একটা অনুভূতি কাজ করে। খুব ভালো লাগে সে সময়টা। সন্ধ্যেবেলার নিরব পরিবেশে মেসের ছাদে খুব ভালো সময় কাটিয়েছেন যা আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।
এই সময়টা ব্যস্ত শহর যেন একটু নীরবতায় হাতছানি দেয়।