~"|| এলোমেলো সমাজ ||"~ (১০% বেনিফিশিয়ারি লাজুক শিয়ালের জন্য)।
২৬ বৈশাখ, ১৪২৯ খ্রিষ্টাব্দ
০৯ মে,২০২২সাল
এই সমাজের মানুষ সবাই ব্যস্ত নিয়ে তাদের স্বার্থ, এমন মানুষের ভিড়ে এই সমাজ আজ ভীষণ অসুস্থ।
হ্যালো
আমাদের সমাজ স্বার্থচিন্তা __গ্রুপিং, ভালো কাজে নিরুৎসাহিত করা, গীবত, খারাপ কাজে বাধা না দেওয়া - এ যেন এক এলোমেলো সমাজ।
আজ আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত আমাদের এই সমাজ জটিল রোগে আক্রান্ত। আমরা যে সমাজে বাস করছি সেটা কি আদৌ সুস্থ কোন বা সুশৃংখল একটি সমাজ? আজকের সমাজের মানুষ যেন বড়ই অসহায় আবার আর এক শ্রেণীর মানুষ তারা যেন ক্ষমতার বড়াই তাদের স্বার্থ চিন্তা বিবেচনা করে তারা সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করছে। কিন্তু যারা এই সমাজকে নিয়ে ভাবে অথবা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ যারা প্রতিনিয়ত সমাজের অসহায় বঞ্চিত এবং লাঞ্ছিত হচ্ছেন তাদের মনে হয় দেখার মত কেউ নেই। আসলেই স্বার্থপরতা মানুষকে একজন অমানুষে পরিণত করে একজন স্বার্থপর মানুষের সাথে বসবাস না করাটাই শ্রেয়। কেননা একজন স্বার্থপর মানুষ পশুর চেয়েও বিপজ্জনক হতে পারে।
এই কথাগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমার জীবনে আর কতটাই বা সমস্যার সম্মুখীন হয়েছেন অনেক ছোট একজন ক্ষুদ্র নগণ্য একজন মানুষ আমি। তবে এই ক্ষুদ্র জীবনে আমি যতটা জীবনের মানে খুঁজতে সামনের দিকে এগোতে যে চিত্রগুলো দেখেছি তা আসলেই একটা দৃশ্য চোখের সামনে আসলে মনে হয় মানুষ এতটা স্বার্থপর এতটা নিকৃষ্ট হয় কিভাবে। একজন মানুষ তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কিভাবে আট-দশজন অসহায় মানুষের ক্ষতি করে থাকে। আমি এই সমাজের করুণ চিত্র গুলো দেখেছে আমার চোখের সামনে আমার সাথেও অনেক সময় অনেক অন্যায় আচরণ হয়েছে। যদিও আমি ছোট মানুষ এজন্য হয়তোবা অনেক অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি তবে যে জায়গা গুলোতে আমার কথা বলার সুযোগ ছিল সে জায়গাগুলোতে আমি কখনোই অন্যায় কে প্রশ্রয় দেয়নি। কেন জানিনা আমি কেমন তবে আমার কাছে মনে হয় আমি কখনোই অন্যায়ের সাথে আপোষ করিনি। তবে সব সময় চিন্তা করি বড়দেরকে সম্মান নিয়ে কথা বলার এবং তাদের সাথে যেন বেয়াদবি না হয় এই জিনিসগুলো সব সময় আমি মেইনটেইন করে চলার চেষ্টা করে।
স্বার্থপর মানুষ এমনও হয় ধরুন একজন মানুষ আপনার সমাজে আপনার সাথে আপনার শৈশব কাল থেকে বসবাস করছে। আপনার থেকে সেই মানুষটি হতে পারে অনেক বড় এখানে আমি বয়সের ব্যবধান এর কথা বলছি। ওই ব্যক্তিটা কখনোই আপনার ভালো মন্দ খোঁজ খবর নেবার প্রয়োজন মনে করেনি। কিন্তু যেই মাত্র ওই ব্যক্তিটির আপনাকে প্রয়োজন হল অর্থাৎ সেই ব্যক্তিটি আপনাকে ব্যবহার করবে তার কাজের জন্য। দেখা যায় সে ব্যক্তিটি আপনার সাথে এমন আচরণ করছে যে সে ব্যক্তিটি যেন আপনার কতটা আপন বা কতদিনের চেনা জানা কতটা প্রিয় মানুষ আপনি তার। অথচ দুদিন আগেও শেই মানুষটি আপনার কোন খোঁজ খবর রাখে নি। আজ আপনার খোঁজখবর কেন রাখছে, কারণ এখন তার আপনাকে প্রয়োজন। প্রয়োজন ফুরিয়ে গেলে সে মানুষটি আপনাকে আবার ছুঁড়ে ফেলে দেবে তাতে কোন সন্দেহ নেই।
এজন্যই বলছি যারা আপনাকে প্রয়োজনের প্রিয়জন বানাতে চায় তাদের কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করাটাই শ্রেয়। তবে আপনি যে মানুষটাকে আপনার দুঃসময়ে কাছে পাবেন ঠিক সেই মানুষটাকে আপনি নির্দ্বিধায় আপন করে নিতে পারেন। কেননা আমরা মানুষ আমরা হলাম সামাজিক জীব আমাদেরকে সমাজবদ্ধ হয়ে চলাফেরা করতে হবে। মানুষ কখনো একা চলতে পারে না আমাদের সকলকে নিয়ে মানুষকে চলতে হয়।এজন্য আসুন আমরা সকল স্বার্থ চিন্তা ঊর্ধ্বে গিয়ে একটি সুস্থ সমাজ গড়ার চেষ্টা করি। অন্যের ক্ষতি না করে ভালো করার চেষ্টা করি। মানুষ হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করব সব সময়।
হয়তোবা অনেক বড় কথা বলে ফেলেছি অনেক কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে আশাকরি সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ হাফেজ। |
---|
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
ভাই আপনি সম্পূর্ণ বাস্তবিক কথাগুলো সমাজ ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ ভাবে তুলে ধরেছেন, আমি আপনার সাথে সম্পূর্ণ সহমত পোষণ করছি আমাদের সমাজ ব্যবস্থা কোন সুশীল ও সুশৃংখল সমাজ ব্যবস্থা নয়। এই সমাজের সবাই সবাইকে প্রয়োজনে প্রিয়জন বানায়। আপনার লেখাগুলো আমার অনেক ভালো লেগেছে, আপনার এ ধরনের লেখা সপ্তাহে অন্তত একটি করে শেয়ার করবেন অনেক ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই আসলে আমাদের সমাজটা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে।
আসলে ভাই পরিস্থিতি এখন এমন হয়ে গেছে জোর যার মুলুক তার। আমি আপনি শুধু জুলুমের শিকার। এবং প্রতিবাদ করতে গেলে প্রশাসন পর্যন্ত আমাদের বিপক্ষে চলে যায়। এজন্য বলতে হয় এদের ধ্বংস ব্যতীত এই সমাজ আর ঠিক হবে না হবে সুস্থ্য। এগুলো নিয়ে স্যোসাল মিডিয়ায় লিখলেও আবার সমস্যা। অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন। বতর্মান সমাজের সবার উচিত একসঙ্গে গর্জে উঠা।
আসলেই এখন আমরা যেন একটা অসুস্থ সমাজে বাস করছি।
আপনি বাস্তবতা কে তুলে ধরেছেন ভাই।আসলে আমাদের জন্যই এই সমাজ শেষ এর পথে।আমরা একে অপরকে এখন সাহায্য করি না খোজ নেইনা। কে বাচলো কে মরলো যাই বা করি সারথের জন্য।সুন্দর উপস্থাপনা ছিল।
ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন।