~"||বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে চুন্নু মামার চাপ খাওয়া ||"~ (১০% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ)।
৩০ বৈশাখ, ১৪২৯ খ্রিষ্টাব্দ
১৩ মে,২০২২সাল
রক্তের পরেও যদি কেউ থেকে থাকে আপন, তা হচ্ছে বন্ধুত্বের বন্ধন।
হ্যালো
বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে বগুড়ার বিখ্যাত চুন্নু মামার চাপ খাওয়া।
বেশ কয়েকদিন হল কেন কেন ভাল লাগছিল না। অজানা কারণে মন ভালো নেই আমার আমার জন্য বিষন্ন কিছু কঠিন আছে যেগুলো আমাকে বারবার শুধু যন্ত্রণা দিচ্ছে। বারবার সেই অতীত গুলো আমার সামনে ভেসে উঠছে যেগুলো আমি কিছুতেই মনে করতে চাই না। সামনে স্বপ্নপূরণের এক বিশাল পরীক্ষা ওই পরীক্ষাকে কেন্দ্র করেই আমার জীবনের অনেক স্বপ্ন গুছিয়ে রেখেছে। সে পরীক্ষা দিতে আমাকে যেভাবে হোক উত্তীর্ণ যে হতেই হবে। কিন্তু আমার এই অতীত গুলো এই গুরুত্বপূর্ণ সময়ে আমাকে ভীষণভাবে যন্ত্রণা দিচ্ছে। আমি আমার লক্ষ্যে কিছুতেই যেন পৌঁছাতে না পারি এজন্য হয়তোবা এমন খারাপ স্মৃতিগুলো আমার পিছনে লেগে পড়েছে।
আমি আমার এমন খারাপ সময় গুলো খুব দ্রুত কাটিয়ে উঠতে চাই। কেন আমার এই খারাপ সময় গুলোতে দিয়ে আমার পেছনে লেগে থাকে তাহলে হয়তোবা আমি আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে যাব। যদিওবা আমি চ্যালেঞ্জ নিতেই ভালোবাসি কেননা আমার সামনে যখন চ্যালেঞ্জ আছে তখন আমার ভিতর অন্যরকম একটা ফিলিংস কাজ করে এবং আমার কাজের গতি আরও জীবন হয়ে যায়। সৃষ্টিকর্তার কাছে কৃপা তিনি আমাকে এত সুন্দর একটি গুণে গুণান্বিত করেছেন। আমি আমার এমন ঘুমের জন্য আমার সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমি আমার এই কোন কে অনেক পজিটিভ মনে করি। আসলে প্রতিটা মানুষের মধ্যেই এমন গুন থাকা অত্যন্ত প্রয়োজন।
তো ভাবছিলাম অনেক সময় তো নষ্ট হয়ে যাচ্ছে এমন আজেবাজে চিন্তা করে। আমি ভাবলাম বন্ধুদের নিয়ে কিছু সময় আড্ডা দেয়া যাক তাহলে হয়তোবা অনেক ভালো লাগবে। যেই চিন্তা সেই কাজ আর দেরি না করে তাদেরকে আমার কাছে ডাকলাম এবং তাদের বললাম চলো বাইরে কোথাও গিয়ে আড্ডা দেওয়া যাক। আমার বন্ধুরা আবার অনেক আড্ডা প্রিয় মানুষ তারা আড্ডা দিতে অনেক ভালোবাসে। ঘুরতে পারলে যেন তাদের আর কোন কথাই নেই এক কথায় রাজি হয়ে যায়। তো আমি তাদের বললাম চলো আর দেরি না করে একটা ঝটপট সিদ্ধান্ত নিয়ে ফেলে কোথায় যাওয়া যাবে আজ। তারা বেশ খানিকটা সময় নেওয়ার পর বললো চলো আজ চুন্নু মামার চাপ খেতে যাই।
আপনাদের বলে রাখি চুন্নু মামার চাপ হচ্ছে বগুড়ার মধ্যে সবথেকে বিখ্যাত। তার রেস্টুরেন্টের চাপ যদি কেউ একবার খেয়ে থাকে তাহলে মনে হয় সে তার সবটুকু সারা জীবনে ভুলতে পারবেনা এত সু সাধু এবং পুষ্টিকর হয় তার দোকানের চাপ গুলো। এজন্যই আমরা মাঝে মাঝে সেখানে চাপ খেতে যাই। যদিওবা অনেক ভিড় থাকে সেখানে সিরিয়াল মেইনটেন একটা বিরক্তিকর ব্যাপার তারপরও কখনো আমাদের বিরুদ্ধে আসেনি অনেক অপেক্ষার পর তার খাবারটি আমরা পেয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করার পর আমরা সিরিয়াল পেয়েছি কিন্তু খাবার পর যেন সেই অপেক্ষার কথা আর মনে থাকে না।
তো বন্ধুরা আশাকরি আমার এগুলো কি আপনাদের অনেক ভালো লেগেছে ।আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
চুন্নু মামার দোকানের চাপ এর স্বাদের কথা শুনে আমার তো এখনি সেটা গ্রহণ করার ইচ্ছা হচ্ছে। কারণ যে কোন প্রকার চাপ আমার খুব ভালো লাগে। যাই হোক বন্ধুদের সঙ্গে কিছুটা সময় একাকীত্ব কাটানোর মজাই আলাদা। বন্ধুদের সঙ্গে গল্পগুজব খাওয়া-দাওয়া দেখে মনে হচ্ছে বেশ ভালো সময় কাটিয়েছেন। আমাদের প্রত্যেকের জীবনে বন্ধুর গুরুত্ব অপরিসীম। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা রইল
হ্যাঁ সত্যিই অনেক ভালো সময় কাটিয়েছে।
বন্ধুদের সাথে চুন্নু মামার চাপ খেতে গিয়ে আপনি দারুন এক সময় অতিবাহিত করেছেন। আমাদের এক জীবনে চলার পথে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক জীবন এত সহজ নয় যে নদীর মত সামনের শুধু এগিয়ে যাবে। নদীর মত জীবনেও ভাঙ্গা-গড়া আছে ভাজে ভাজে বাধা আছে। সেই বাধাগুলোকে অতিক্রম করাই জীবনের সার্থকতা। তবে সফলতার পেছনের মূল চাবিকাঠি হচ্ছে পরিশ্রম অধ্যবসায় লেগে থাকার মনমানসিকতা। যে আপনার খারাপ সময়গুলোতে দুটো কেটে যাবে অনাবিল সুখের সময় গুলো আপনার জীবনে আসবে সেই কামনা করছি।
ধন্যবাদ সুন্দর মূল্যবান কথাগুলো আপনার মন্তব্যের মাধ্যমে উপস্থাপন করার জন্য। আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন অনেক শিক্ষনীয় এই কথাগুলো।
যদি কখনো বগুড়া যাই অবশ্যই এই চাপ খেয়ে দেখবো। আপনি যে খুব সুন্দর একটা সময় অতিবাহিত করেছেন দেখেই বুঝা যাচ্ছে। আসলে বন্ধুদের সাথে কাটানো সময় গুলো অনেক মধুর হয়। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ভাই নিজেকে সফল প্রমাণ করতে হলে অনেক পরিশ্রম এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তবে আপনার অতীতের স্মৃতিগুলো আপনাকে যন্ত্রণা দিচ্ছে আর সেই যন্ত্রণা ভুলে থাকার জন্য বন্ধুদের সাথে বেরিয়েছেন। এবং চুন্নু মামার হোটেলের চাপ খাওয়ার আনন্দঘন একটি মুহূর্ত কাটিয়েছেন বন্ধুদের সাথে। এবং অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুনে আমারও খেতে মন চাইছে। আপনার চুন্নু মামার হোটেলের চাপ। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
দোয়া রাখবেন ভাই জীবন যুদ্ধে যেন কখনো হার না মানতে হয়।
আসলেই ভাই একদম ঠিক বলেছেন রক্তের পরও যদি কোনো সম্পর্ক থাকে সেটাই হলো বন্ধুত্ব। আর আপনি আপনার বন্ধুদের সাথে চুন্নু মামার চাপ খাওয়ার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে
নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় এতো ভালো ভালো কিছু বন্ধু পেয়েছি বলে।
মাঝে মাঝে এরকম ভাবে বন্ধুদের সঙ্গে আমরাও ঘুরতে যাই আর ঘুরতে গিয়ে বেশিরভাগ সময়ই চা খাওয়া টা বেশি হয়ে থাকে। আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন বন্ধুদের সঙ্গে। এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
বন্ধুদের সাথে চা খাওয়াটা মানে সুন্দর একটি ব্যাপার।
আসলে এতগুলো বন্ধু একসাথে মিলিত হলে সেখানে ভালো না লাগে কোথায় যাবে। আপনিতো খুব সুন্দর ভাবে মুহূর্ত কাটিয়েছেন। এমনকি চুন্নু মামার চাপ খাওয়াটাও ভীষণ ভালো লাগলো । বন্ধুদের সাথে এইরকম মুহূর্তগুলো যখন কাটানো হয় খুব আনন্দের সাথে কাটে। আর একটা কথা ঠিক বলেছেন আগের কথাগুলো মনে করে কষ্ট পাওয়ার কোন দরকার নেই। আপনার স্বপ্ন পূরণের পরীক্ষার কথা শুনে ভালো লাগলো। আপনি যাতে আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছাতে পারেন এ জন্য অনেক শুভকামনা রইল।
আপনি ঠিক বলেছেন বন্ধুরা মিলে একত্রিত হলে মন যেন এমনি ভাল হয়ে যায়।
এই অংশটা আমি বুঝতে পারিনি। তবে মন বিষন্ন থাকলে সেই সময় প্রিয় মানুষের সাথে সময় কাটানো উচিত। তাতে বিষণ্নতা কেটে যায়। বগুড়ার চুন্নুর চাপ অত্যন্ত বিখ্যাত। আমি একজন ফুড ব্লগারের ভিডিও থেকে তার দোকান সম্বন্ধে জানতে পারি। ইচ্ছা আছে যদি কখনো বগুড়ায় যাওয়া হয় তাহলে অবশ্যই চুন্নুর চাপ চেখে দেখার। পোস্টে বেশ কিছু ছোটখাটো ভুল আছে। সেগুলো অনুগ্রহপূর্বক সংশোধন করে নেবেন। ভুল গুলো বাদ দিলে পোস্টটা মোটামুটি ভালই হয়েছে। ধন্যবাদ আপনাকে।
ওখানে একটা বানান ভুল হয়েছে রে ভাই ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আর আপনি ঠিক কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
ভাই আপনার কথা শুনে মনে হচ্ছে চুন্নু মামার দোকানের চপ খেতে হবে। আপনাদের বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে চুন্নু মামার দোকানের খুব মজাদার চাপ খেয়েছেন। এবং খুব সুন্দর সময় কাটিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার বন্ধুদের সাথে কাটানো সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া। সাথে কাটানো সুন্দর মুহূর্ত
অবশ্যই কখনো বগুরা আসলে ট্রাই করতে পারেন।
চপের যে প্রশংসা করলেন তাহলে তো খেয়ে দেখতে হয়। কখনো যদি বগুড়া যাওয়ার সৌভাগ্য হয় তাহলে অবশ্যই খেয়ে দেখবো। অনেক সুন্দর একটি দিন পার করেছেন বন্ধুরা মিলে। ভালো লাগলো দেখে। শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।