$PUSS একটি নতুন সম্ভাবনার নাম

in আমার বাংলা ব্লগ17 days ago
$PUSS

Polish_20241025_100748938.png

বর্তমানে ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই গতিশীল বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট হওয়াতে এর গতি যেন আরো কয়েক গুন বেড়ে গেছে। ক্রিপ্টো মার্কেটের ওঠানামা, বিটকয়েন ও ইথেরিয়ামের দামের গতি, এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ক্রিপ্টো কয়েনগুলোর ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করছে। আমরা সকলেই জানি বিটকয়েন সকল কয়েনের মা। অর্থাৎ বিটকয়েন উপরে গেলে সবগুলো কয়েনই মোটামুটি উপরে যায় এবং বিটকয়েন যদি একটু অস্থির হয়ে যায় সেক্ষেত্রে অন্যান্য কয়েন গুলো একটু নিচের দিকে যায়। কিন্তু বর্তমানের যে অবস্থা সৃষ্টি হয়েছে কোন কয়েন নিচের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এর মধ্যে $PUSS কয়েন হিসেবে মার্কেটে নতুন এবং অনন্য সম্ভাবনা নিয়ে এসেছে যা আমরা ইতিমধ্যেই উপলব্ধি করতে পারছি। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে $PUSS এই প্রতিযোগিতামূলক মার্কেটে নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে।

১. $PUSS এর বিশেষত্ব

$PUSS হচ্ছে Steemitএর প্রথম কয়েন, যা Tron ব্লকচেইনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং SunPump এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এটি শুধুমাত্র একটি টোকেন নয়, বরং PussFi Ecosystem এর একটি অংশ। যার লক্ষ্য হলো নতুন প্রযুক্তিগত প্রস্তাবনা এবং ব্যবহারকারীদের মাধ্যমে একটি শক্তিশালী কমিউনিটি তৈরি করা। এর মধ্যে NFT মার্কেটপ্লেস, গেমিং প্রজেক্টস, ডেলিগেশন সার্ভিস, $PUSS BURN ও ডিফ্লেশনারি মডেল অন্তর্ভুক্ত। যা $PUSS এর দীর্ঘমেয়াদী টেকসইতা নিশ্চিত করতে পারে। এছাড়াও আমাদের এই টিম প্রতিনিয়তই বিভিন্ন ধরনের নতুন নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করছে এবং সম্ভাবনার একটি নতুন দ্বার প্রকাশিত করার চেষ্টা করছে।

২. ক্রিপ্টো মার্কেটের বর্তমান অবস্থা ও এর প্রভাব

বর্তমানে ক্রিপ্টো মার্কেট একটি আস্থার অবস্থায় রয়েছে। যেখানে বিটকয়েন ও ইথেরিয়াম সহ প্রধান কয়েনগুলোর মুল্য অল টাইম হাই ক্রস করেছে। বড় ইনভেস্টররা ধীরে ধীরে এই মার্কেটে প্রবেশ করছে। কিন্তু সাধারণ ইনভেস্টররা এখনও অনেকটা সন্দিহান। ফলে নতুন কয়েনগুলোর ক্ষেত্রে নির্ভরযোগ্যতা এবং কৌশলগত উদ্ভাবনই মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। $PUSS এর ক্ষেত্রে এর সম্ভাবনা মূলত এর Ecosystem, কমিউনিটি বিল্ডিং এবং কৌশলগত উদ্ভাবন দ্বারা নির্ভর করছে। যা মার্কেটের অনিশ্চিত পরিস্থিতিতে এটির স্থায়িত্বকে সহায়তা করতে পারে।
gfdgfdhgh.webp

৩. দীর্ঘমেয়াদী সম্ভাবনা ও ব্যবহারের ক্ষেত্র

$PUSSএর ডিফ্লেশনারি মডেল মার্কেটের মূল্য বৃদ্ধির সম্ভাবনা তৈরি করতে পারে। সাধারণ মেম কয়েনের মতো হাইপ তৈরির পাশাপাশি এটি প্রকৃত ইউজারদের জন্য দাম সৃষ্টি করতে চায়, যা $PUSS কে সাধারণ কয়েনের চেয়ে আলাদা করে তোলে। NFT এবং গেমিং ইকোসিস্টেমের মাধ্যমে ইউজারদের ধরে রাখার প্রচেষ্টা এটিকে বিনিয়োগের দিক থেকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। এছাড়াও এই কয়েনের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের প্রতিনিয়ত ব্যবহার যোগ্য বিষয়ের সাথেও আমরা এড করতে চলেছি। অর্থাৎ এর ব্যবহার আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা হবে। যার কারণে এর মূল্য বৃদ্ধি হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে।

৪. ঝুঁকি ও সাবধানতা

ক্রিপ্টো মার্কেটের প্রকৃতিগতভাবেই উচ্চ ঝুঁকি রয়েছে। যেকোনো নতুন কয়েনের ক্ষেত্রে বিনিয়োগ করার আগে নিজে থেকে গবেষণা করা উচিত এবং ঝুঁকি সামাল দেওয়ার কৌশল সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। PussFi ইকোসিস্টেমের শক্তিশালী পরিকল্পনা থাকলেও, বাজারের প্রতিকূলতা এবং সাধারণ ইনভেস্টরদের অভিজ্ঞতার উপর নির্ভর করেই এর ভবিষ্যত গতি নির্ধারিত হবে। এই পোস্টটা শুধুমাত্র পুশ কয়েনের সম্ভাবনাকে ফোকাস করার জন্য করা হয়েছে। এখানে অন্য কাউকে ইনভেস্ট করার জন্য সরাসরি ভাবে বলা হচ্ছে না। আমি শুধু এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি।

pussfi.png

বর্তমান ক্রিপ্টো বাজারে $PUSS নিজস্ব ইকোসিস্টেমের মাধ্যমে শক্ত অবস্থান গড়ে তোলার প্রচেষ্টায় রয়েছে। তবে ইনভেস্টদের জন্য সচেতন থাকা জরুরি, এবং বাজারের পরিস্থিতির ওপর নজর রেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। যেহেতু এটা আমাদের নিজস্ব কয়েন তাই এই কয়েনের সম্ভাবনা এবং এর পিছনের ইকো সিস্টেম সম্পর্কে আমরা মোটামুটি সকলেই ধারণা রাখি এবং আমরা যদি সকলেই একত্রিত মিলে কাজ করি তাহলে এই কয়েনের সম্ভাবনা অনেক রয়েছে যা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না। যাইহোক, আজকের মত এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: $PUSS একটি নতুন সম্ভাবনার নাম

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
 17 days ago 

ভীষণ সুন্দর করে পুষের ভবিষ্যৎ ব্যাখ্যা করলে। ঝুঁকি এবং সাবধানতার দিকটিও বিশদে তুলে আনলে। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে খুব ভালো লাগলো। তোমার এই লেখা থেকে অনেক কিছু শেখা যায়। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ঝুঁকি না নিলে লাভের সম্ভাবনাও তৈরি হয় না।। তাই জীবনে ঝুঁকি নাই চ্যালেঞ্জের অন্য এক নাম। এত সুন্দর করে বিষয়টি ব্যাখ্যা করবার জন্য ধন্যবাদ।

 17 days ago 

জীবনে ঝুঁকি না নেওয়াই হলো সব থেকে বড় ঝুঁকি।

 17 days ago 

আমি আমার ব্যক্তিগত মতামত থেকে প্রকাশ করছি যে পুশ কয়েন সময়ের একটা উত্তম প্রতিদান দেবে আমাদের। কেননা একদিকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় ক্রিপ্টো মার্কেট মোটামুটি সচল রয়েছে আর বিটকয়েন যেহেতু সকল কিছুর মূল, সেই দিক থেকে বিটকয়েন যেহেতু ভালো পজিশনের দিকে এগিয়ে যাচ্ছে তাই আশা করা যায় আগামীতে সব কয়েন একটা ভালো পজিশনে পৌঁছে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে গভীর আশা ব্যক্ত করছি আমাদের পুস কয়েন সাফল্যের উচ্চ স্থানে পৌঁছে যাবে। যাইহোক ভাইয়া পুস কয়েন নিয়ে ভিতরের কিছু কথা আমাদের শেয়ার করার জন্য ধন্যবাদ।

 17 days ago 

ঠিক বলেছেন ভাই, তবে আমরা তো কাউকে সরাসরি পুস কেনার কথা বলতে পারি না।

 17 days ago 

কথায় আছে নো রিস্ক নো গেইন। জীবনে ভালো কিছু পেতে হলে রিস্ক কমবেশি নিতেই হয়। তাই ব্যক্তিগতভাবে আমি মনে করি,পুস কয়েন নিয়ে রিস্ক নেওয়া যায়। কারণ পুস কয়েন এর ইউটিলিটি অনেক। তাই পুস কয়েন এর ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল বলা যায়। তবে আমাদের সবার প্রমোশন অব্যাহত রাখতে হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 16 days ago 

ক্রিপ্টোতে ঝুঁকি থাকবে এটা একেবারে স্বাভাবিক। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে মার্কেট বেশ ভালো। বিশেষ করে বিটকয়েন অনেক টা আপ দিয়েছে। পুশ যদি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেত পারে তাহলে ভবিষ্যতে অনেক ভালো জায়গা পৌছাবে। বেশ দারুণ লিখেছেন ভাই।

 16 days ago 

আমরাও সেটাই আশা করি।