RE: শিক্ষামূলকঃ পর্ব ০৮ || ভোটিং পাওয়ারের আদ্যোপান্ত (All about Voting Power) [১০% স্বত্বভোগী @shy-fox]
আমি ভাই আপনার কথার সাথে একমত কারণ আপনি যখন অন্যের পোস্টগুলো পড়বেন তখন আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, সেগুলো কিভাবে উপস্থাপন করা হয়েছে, কিভাবে লেখা হয়েছে সেই লেখা গুলো কোন কোন কাজে আমরা ব্যবহার করতে পারি সবকিছুর মিলিয়ে নিজের স্কিল ডেভলপমেন্ট করতে অনেকটাই সাহায্য করে।
আপনার ওই পোস্টটি পড়ে ছিলাম কিন্তু দুঃখের বিষয় আপনার ওই পোস্টে কিছু কিছু কমেন্ট স্পামিং কমেন্ট হয়েছে যা সত্যি হাস্যকর একটি বিষয়।
আপনি বরাবরেই অনেক ভালো মানের পোস্ট করেন এবং আপনার প্রত্যেকটি প্রত্যেকেই কিছু না কিছু শিক্ষনীয় বিষয় থাকে। আপনার এই পোস্টে ভোটিং সম্পর্কে আমি অনেক কিছু জানতাম না একদম সত্যি কথা, আমি নতুন অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।
আমি শুনে অনেক আনন্দিত হলাম, আপনি আমার পোস্ট পড়েন এবং সেখানে কমেন্ট করেন। এটি আমার জন্য সত্যি সৌভাগ্যের বিষয়, সর্বোপরি আপনার জন্যও শুভকামনা রইলো আমার জন্য সব সময় দোয়া করবেন। আমি যেন এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে পারি।
আসলে ভাই আমি খুব বেশি সময় দিতে পারি না তবে যখন আপনার পোস্ট সামনে আসে তখন অবশ্যই পড়ার চেষ্টা করি এবং এই পর্যন্ত যতগুলো পড়েছি আমার মনে আছে আপনি খুব ভালো ভালো পোস্ট করেন। আমার কাছেও হাস্যকর লেগেছিল যে আমি কমেন্টস স্প্যামিং বুঝাতে চেয়েছিলাম সেই পোষ্টের কমেন্টে কিছু স্প্যাম কমেন্ট করেছে। তবে একটা মজার বিষয় লক্ষণীয় ছিল ওই পোস্টের কমেন্টগুলো অনেক গুলো খুব বড় বড় ছিল কারণ সবাই বিষয়টা তখন সাথে সাথে অনুধাবন করতে পেরেছিল।
ওই পোস্টটাতে আর হাফিজ ভাইয়ের হ্যাঙ্গআউট এর রিপোর্ট পোষ্টের কমেন্ট গুলা খুব বড় বড়। আর বাকি পোষ্টের কমেন্ট সব ছোট ছোট। কিছু একটা বোঝা যায় এই ধরনের কমেন্ট এর অবস্থা দেখে।
জি ভাই ঠিক বলেছেন।। সবাই ভালো ভাবে কাজ করলে পরিবেশ টা অনেক ভালো থাকতো।