পরিবারের সাথে কিছুটা সময়
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। তবে গত কয়েকদিন ধরে একটু শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছি। ইনশাআল্লাহ এটা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবো। এছাড়াও গত দুদিন আগে ট্রেনে জার্নি করে ঢাকা থেকে এসেছিলাম তাই একটু বেশি ঠান্ডা সর্দি লেগেছে। যেটা এখন পর্যন্ত বয়ে বেড়াতে হচ্ছে। যাইহোক আজকের মুখ্য বিষয় হচ্ছে বাসায় আসার পরে পরিবারের সাথে কিছুটা সময় অতিবাহিত করেছি এবং কিছুটা জায়গায় বিভিন্ন শপিংও করেছিলাম। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
বাসায় আসার পর থেকেই বাবা-মার মধ্যে একটা আলাদা ধরনের উত্তেজনা আমি দেখতে পেয়েছি। এবং সেই উত্তেজনার ঘিরেই বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা করছেন এবং কিভাবে কি করবেন সেটাও তারা বিভিন্ন সময় আমাকে বলছেন। তারই ধারাবাহিকতায় আম্মু গত দুদিন ধরেই আমরা বিকেলের পরে একটু মার্কেটে যাচ্ছি। সাধারণত এখন অনেক কিছুই কেনাকাটা করতে হবে। বর্তমান বাজারের কি অবস্থা, প্রত্যেকটা জিনিসের দাম কি রকম এবং যদি খুব বেশি পছন্দ হয়ে যায় তাহলে সেটা কিনে নেওয়ার চেষ্টা করছি। কারণ হাতে একটু সময় থাকলেও সেই সময়ের মধ্যে আরো অনেক আনুষঙ্গিক কাজ চলে আসবে তাই এই কাজগুলো বেশি বেশি করে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।
বাসায়ও বিভিন্ন ধরনের কাজ চলছে। যেহেতু বাসাটা আমাদের অনেক আগের তাই টুকটাক কিছু কাজ রয়েছে যেগুলো আসলে মডিফাই করা দরকার এবং সেটাও করা হচ্ছে। সবমিলিয়ে বাসায় অনেকটা ব্যস্ত সময় পার করছি। আমরা সকলে মিলে শপিং করছি, কিছুদিন পরে একটি অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন ধরনের পরিকল্পনাও চলছে। কে কি করবে না করবে সবকিছু এখন থেকেই আলোচনা শুরু হয়েছে। এবং সেই মোতাবেক আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শপিং এ বের হচ্ছি।
যদিও হাতে বেশ কিছু সময় রয়েছে তবে সময়ের আগে যেন সবকিছু ঠিকঠাক ভাবে হয়। তাই জন্য আমার মা সব দিকেই বেশি নজর দিচ্ছে এবং সবকিছু ঠিকভাবে যেন হয় সেই বিষয়ে লক্ষ্য রাখার চেষ্টা করছেন। এইতো একটু আগেই মার্কেট থেকে বাসায় ফিরলাম। রাত বাজে আনুমানিক দশটা। বিকাল থেকে প্রায় সারাটা সন্ধ্যা আমরা বিভিন্ন দোকানে গিয়েছি বিভিন্ন ধরনের শপিং করেছি এবং বিভিন্ন ধরনের আনুষঙ্গিক জিনিসগুলো নোট করার চেষ্টা করেছি। আর কি কি বাকি আছে এবং আর কি কি করার আগে সেই বিষয়ে আমরা আলোচনা করছি।
সব মিলিয়ে এতদিন পরে নিজের পরিবারের সাথে এতটুকু সময় কাটাতে পারছি এজন্য নিজেকে অনেক বেশি ভাগ্যবান বলে মনে হচ্ছে। সব মিলিয়ে সব ধরনের সিদ্ধান্তে আমি আমার পরিবারকে কাছে পেয়েছি। এর জন্য নিজেকে অনেকটা গর্বিত বলে মনে হয় সব মিলিয়ে অনেক ভালোই দিনকাল যাচ্ছে। যদি শরীরটা সুস্থ হয়ে যায় তাহলে সোনায় সোহাগা হয়ে যাবে। যাই হোক আজকের মত আমরা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: পরিবারের সাথে কিছুটা সময়
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
কোন অনুষ্ঠানকে ঘিরে আগে থেকে ছোট ছোট কাজগুলো করে আগিয়ে রাখলে কাজগুলো অনেক সহজে হয়ে যায় এবং অনুষ্ঠান টা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।সামনে একটা শুভ অনুষ্ঠান এই অনুষ্ঠান ঘিরে ফ্যামিলির সাথে সুন্দর সময় কাটানোর মাধ্যমে টুকটাক শপিং সেরে নিচ্ছেন দেখে ভালো লাগলো। আপনার ভবিষ্যত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার সুস্থতা কামনা করছি।সুস্থ থাকলে সবকিছুই আসলে ভালো লাগে। আপনি পরিবারের সাথে কেনাকাটা করছেন,আলোচনা করছেন সব বিষয় নিয়ে এটা জেনে ভালো লাগলো। সত্যি কথা বলতে সময়ের আগে আগে কিছু কাজ গুছিয়ে রাখলে কিছুটা রিলাক্স থাকা যায়। পরিবারের সবাই কে নিয়ে সুন্দর সময় অতিবাহিত করবেন এমনটা ই আশা করছি।
প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ভাই। নীলফামারিতে গিয়ে তো দেখছি বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আসলে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কাজ থাকে। যাইহোক শপিং সহ আনুষঙ্গিক কাজগুলো ঠিকঠাক মতো সম্পন্ন করার চেষ্টা করছেন, এটা জেনে খুব ভালো লাগলো। আপনাদের জন্য শুভকামনা রইলো ভাই।