"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট (১২/০৯/২০২১)
"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট(Curation Report)-১২/০৯/২০২১
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে "লাজুক খ্যাঁক" কর্তৃক কিউরেশন এর প্রত্যহ রিপোর্ট সকলের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা কমিউনিটির মডারেটর এবং কিউরেটর কর্তৃক গুনগতমান যাচাই করে নির্দিষ্ট হারে সাপোর্ট দেয়ার এবং ভালো কিছু করার ক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতা দুটোই করার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের কিউরেশনের স্বচ্ছতা রাখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
কমিউনিটি কিউরেটর ও মডারেটর কর্তৃক নির্বাচিত পোষ্ট
ধন্যবাদ সবাইকে কমিউনিটির সাথে থাকার জন্য।
Post Courtesy: @amarbanglablog
কোয়ালিটি সম্পন্ন পোস্ট দাতা সদস্য বৃন্দের কে অভিনন্দন।
লাজুক খ্যাকের লিস্ট অনেক বেড়েছে ।দেখে খুবই ভালো লাগলো।সবাইকে অভিনন্দন।
অসাধারণ কিউরেশন রিপোর্ট সব থেকে সৃজনশীল পোস্ট গুলোই জায়গা পায়।
নির্বাচন গুলো খুব সুন্দর হয়েছে। টপ লিস্টে যারা আছেন তাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন।
তালিকা ভুক্তদের অভিনন্দন।
অসাধারণ কিউরেশন রিপোর্ট তৈরি করেছেন দাদা,সুন্দর মানের পোষ্ট সিলেকশন করেছেন এবার ও। এতো সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা
সবার জন্য শুভ কামনা রইলো। সবাই ভালো ভালো পোস্ট করুন।
আমার বাংলা ব্লগ আজ যাদেরকে "লাজুক খ্যাঁকের" কিউরেশন করেছে তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। যারা আজ লাজুক খ্যাঁকের সাপোর্ট পাননি তারা মন খারাপ করবেন না। লাজুক খ্যাঁকের সাপোর্টের জন্য নিয়মিত ভালো মানের পোস্ট করতে হবে। দাদা সব সময় ভালো মানের পোস্টগুলোই কিউরেশন করেন। এত সুন্দর একটি কিউরেশন রিপোর্ট তৈরি করার জন্য "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
রিপোর্টটা দেখে অনেক ভালো লাগলো তবে একটু খারাপও লাগলো নিজের নামটা নেই। তবে চেষ্টা করবো আগামীতে যেন আমার নামটি থাকে ভালো লিখে।
বারবার প্রমাণিত হয় যে লাজুক খ্যাঁক মশাই নিরপেক্ষ ভাবে কিউরেশন করে। আমি তো খুব খুব খুব খুশি যে নিজের নামটা এই লিস্টে দেখতে পাচ্ছি। চেষ্টা করবো নিজের নামটা সবসময় এই লিস্টে ধরে রাখতে। ধন্যবাদ দাদা এবং সকল মডারেটর ভাইয়াদেরকে।
আর যাদের নাম নেই তারা একদম মন খারাপ করবেন না।একদিন সবার নাম ই থাকবে।