"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট [Daily Curation Report of Shy Fox ] 14/11/2021
"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট(Curation Report)-14/11/2021
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে "লাজুক খ্যাঁক" কর্তৃক কিউরেশন এর প্রত্যহ রিপোর্ট সকলের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা কমিউনিটির মডারেটর এবং কিউরেটর কর্তৃক গুনগতমান যাচাই করে নির্দিষ্ট হারে সাপোর্ট দেয়ার এবং ভালো কিছু করার ক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতা দুটোই করার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের কিউরেশনের স্বচ্ছতা রাখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
##
ধন্যবাদ সবাইকে কমিউনিটির সাথে থাকার জন্য।
Post Courtesy: @amarbanglablog
লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট গুলো অত্যন্ত চমৎকার হয়। লাজুক খ্যাক অত্যন্ত বিচক্ষণতার সাথে কোয়ালিটি সম্পন্ন পোষ্টগুলো সাপোর্ট করে থাকে। এসব কোয়ালিটি সম্পন্ন পোস্টগুলো পড়ে আমি আমার পোস্ট এর মান উন্নত করার কৌশল গুলো জানতে পারি ।
লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্টয়ের আমার নাম দেখতে পেরে খুবি ভালো লাগছে। সকল জয়ীদের প্রতি শুভকামনা রইল।
এই রিপোর্টে জায়গা করে নেওয়া প্রত্যেকের জন্য রইলো শুভ কামনা ও অভিনন্দন।
লাজুক খ্যাঁক প্রতিদিন অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। আমাদের সকলেরই উচিত লাজুক খ্যাঁক যেনো ভালোবাসা আরো বেশি করে দিতে পারে সেই অনুযায়ী কাজ করার। কারণ লাজুক খ্যাঁক আমাদের ভালোবাসা দেওয়ার জন্যই অপেক্ষা করছে। তবে আমাদের সেই ভালবাসাটা নিতে জানতে হবে।
আমাদের প্রিয়@shy-fox প্রতিনিয়ত ও গুণগত পোস্ট নির্বাচন করে ক্রমাগত ভোট দিয়ে যাচ্ছে যার জন্য আমরা সবাই অনেক কৃতজ্ঞ। আজকে যে পোস্টগুলো সিলেকশন করা হয়েছে পোস্টগুলো অবশ্যই সৃষ্টিশীল এবং গুণগত মান সম্মত হয়েছে। ধন্যবাদ আমাদের প্রিয় @shy-fox কে আমাদের নিয়মিত সাপোর্ট করার জন্য।
লজুক খ্যাক এর প্রতিনিয়ত কিউরেশন লা জবাব হচ্ছে ।এমন পোষ্ট গুলো সামনে আসছে যে পোষ্ট গুলো দেখে দেখে আমি আমার পোষ্টের কোয়ালিটি সুধরে নিচ্ছি এবং সামনে অগ্রসর হওয়ার আস্থাপাচ্ছি ।ধন্যবাদ আমার বাংলা ব্লগ এবং এডমিন ভাইরা ।
লাজুক খ্যাকের জন্য ভালোবাসা অবিরাম। আমার বাংলা ব্লগ কমিউনিটির সেরা ইউজার বৃন্দুদের প্রতিনিয়ত সার্পোট দিয়ে চলেছে যা ইউজারদের সৃজনশীলতায় প্রকাশ করার অনেক বড় সুযোগ।প্রিয় লাজুকের কিউরেশন রিপোর্ট দেখতে প্রতিদিন অপেক্ষা করি।❤️❤️❤️
আলহামদুলিল্লাহ এই লিস্টে নিজের নাম দেখে সত্যিই খুব ভালো লাগছে। সবার জন্য দোয়া রইল যাতে করে সবার নাম এ লিস্টে এক এক করে আসতে পারে। আমি মনে করি ঠিক যোগ্য ব্যক্তিদের খুঁজে খুঁজে দাদা এই কিউরেশন রিপোর্ট তৈরি করেন।