"বন্ধুর সাথে বিল্ডিং প্রজেক্ট পরিদর্শন"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৭ ই নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন আগে একটি পোস্টে শেয়ার করেছিলাম যে, বন্ধুরা এর বাসায় বেড়াতে গিয়েছিলাম। তারপর বন্ধু রাহুলের সাথে সুন্দর একটি সন্ধ্যা অতিবাহিত করেছিলাম। সেদিন রাতে রাহুলের বাসাতেই ছিলাম। অনেকদিন পর দুই বন্ধু একসাথে থাকতে পেরে ভীষণ ভালো লেগেছিল। আমরা সেদিন অনেক রাত পর্যন্ত গল্প গুজব করেছিলাম মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর ছিল। আমার বন্ধু রাহুল একটি কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে। বন্ধু রাহুলের প্রজেক্ট গুলো দেখতে গিয়েছিলাম সে অনুভূতি আমি আপনাদের সাথে শেয়ার করবো।
সেদিন সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। তারপর বন্ধুর রাহুল বলল যে, আমার যেসব প্রজেক্ট গুলো চলছে আগে সেখানে চল তারপর বাসায় যাস। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে, বন্ধু রাহুলের প্রজেক্ট গুলো দেখার। তারপর বন্ধু রাহুলের বাইকে চড়ে প্রজেক্টের দিকে রওনা দিলাম। বাসা থেকে অল্প পথ হওয়াতে খুব কম সময়ের ভেতরেই পৌঁছে গেলাম বন্ধু রাহুলের প্রজেক্টে।
নতুন একটি জায়গা নতুন একটি পরিবেশে আসতে পেরে ভীষণ ভালো লাগছিল। এই বিল্ডিং প্রজেক্টটি শুরুর প্রথম থেকেই বন্ধু রাহুল ছিলো। এক কথায় ওর চাকরি জীবনের প্রথম থেকেই একই প্রজেক্ট আছে। যখন চাকরিতে ঢুকে ছিল তখন কোন অভিজ্ঞতা ছিল না, তাই প্রথমের দিকে অনেক কষ্ট হতো সেটা আমার কাছে বলতো। আর নতুন অবস্থায় কোন বিল্ডিং প্রজেক্ট এর দায়িত্ব যদি একার উপর থাকে তাহলে সেই দায়িত্ব পালন করা অনেক কঠিন হয়ে যায়।
তারপরেও এই বিল্ডিং প্রজেক্টের পাইলিং থেকে শুরু করে দুই তালার ছাদ পর্যন্ত কমপ্লিট হয়েছে। এ পর্যন্ত করতেই কয়েক মাস সময় লেগে গিয়েছে। যাই হোক আমরা প্রজেক্টে যাওয়ার পরে বন্ধু হাজিরা দিল তারপর দুই তালার ছাদের রড বাঁধার কাজ চলছে সেখানে আমাকে নিয়ে গেলো। যেসব রড বাঁধাই করা মিস্ত্রি কাজ করছিল তাদের থেকে সফল কাজ বুঝে নিলো।
আমি অবশ্য ততক্ষণে ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম। তারপর আমরা বিল্ডিং এর নিচের অফিস কক্ষে এসে বসলাম। এই বিল্ডিং প্রজেক্টের যে, সুপারভাইজার ছিল সে আমাদের এলাকার ছোট ভাই। অনেকদিন পরে সেই ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে বেশ ভালই লাগছিল। তারপর ছোট ভাই নিজের চা তৈরি করে আমাদেরকে খাওয়ালো। আমরা তিনজন মিলে বেশ ভালোই সুন্দর সময় অতিবাহিত করলাম।
তারপর বন্ধু রাহুল বলো যে, পাশে আরো দুইটি প্রজেক্ট চলছে সেগুলো দেখায় নিয়ে আসি। আবার বাইক নিয়ে বের হলাম আরো দুইটি প্রজেক্টে দেখতে। এই এলাকাটা সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। উত্তরা মধ্যম স্টেশনে পৌঁছানোর পূর্বে মেট্রোরেল থেকে এই এলাকাটা অনেক সুন্দর ভাবে দেখা যায়। খোলামেলা এই এলাকাটি চমৎকার সুন্দর।
এই বিল্ডিং প্রজেক্টে কেবল পাইলিং এর কাজ চলছে। কিছুদিন আগেই অবশ্য এই প্রজেক্ট স্টার্ট হয়েছে। এই প্রজেক্টেও একজন ইঞ্জিনিয়ার আছে তার সাথে আমি আর আমার বন্ধু রাহুল অনেক সময় গল্পগুজব করলাম। একটা বিষয় খেয়াল করলাম যে, এই অঞ্চলে যেসব বিল্ডিং গুলো নতুন তৈরি হচ্ছে বেশিরভাগ বিল্ডিং গুলোর ডিজাইন একরকম।
যাইহোক বন্ধুরা রাহুলের সাথে ফিল্ডিং প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখতে বেশ ভালই লেগেছিলো। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি তাই যদি ভাগ্যে থাকে এরকম প্রজেক্টের দায়িত্ব আমাকেও সামলাতে হতে পারে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করে সবারই স্বপ্ন থাকে যে, ভালো কোন সরকারি ইঞ্জিনিয়ার অথবা ভালো কোন কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করার।
পোস্টের ছবির বিবরন
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
---|---|
ক্যামেরা | ১০৮ মেগাপিক্সেল |
তারিখ | ২৭ শে অক্টোবর ২০২৪ খ্রিঃ |
লোকেশন | ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon
খুব সুন্দর করে বিল্ডিং কন্সট্রাকশন সাইটের ছবিগুলি আপলোড করলেন ভাই। আনকমন একটি বিষয়ে পোস্ট করলেন। এবং পুরো বিষয়টি বিষদে বুঝিয়ে দিলেন। এখন চারদিকে এমন উঁচু উঁচু বাড়ি তৈরি হচ্ছে। কিন্তু তাকে কেন্দ্র করে এমন সুন্দর পোস্টের অভিনব চিন্তা করেছেন আপনি। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
হ্যাঁ দাদা এই পোস্টটা আনকমন বিষয়ে করছি। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।