"গ্রামীণ সকালের সৌন্দর্য"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৯ ই ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন আগে আবার এক ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য গ্রামের বাড়িতে এসেছি। গ্রামে এসে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো শীতের সময় গ্রামীণ সৌন্দর্য সবথেকে বেশি সুন্দর থাকে। এখন আমি গ্রামীণ সকালে সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করবো।
আজকে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়েছে। কারণ গতকালকে ঘুমাতে গিয়েছিলাম একটু লেট করে। যাইহোক সকালে ঘুম থেকে উঠেই বাড়ির সামনে চলে আসলাম। এসে দেখলাম ঝলমলে রোদে প্রকৃতিটা অনেক সুন্দর হয়ে গেছে। আরো একটু সকালে উঠলে হয়তো কুয়াশা দেখা পেতাম লেট করে ওঠার কারণে কুয়াশাটা মিস করে গিয়েছিলাম। আমাদের বাড়ির সাথেই ফসলি জমি রয়েছে। এই জমিতে শীতকালীন সময়ে প্রায় বছরই পাতাকপির চাষ করে থাকে।
আমাদের বাড়ির সামনে থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম পুকুর পাড়ে। আজকের মেন উদ্দেশ্য ছিল যে সকালে ঘুম থেকে উঠে গ্রামীন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ মুহূর্তগুলো ফোনে ক্যামেরাবন্দি করে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। যদিও ঘুম থেকে লেট করে উঠায় কুয়াশামাখা প্রাকৃতিক সৌন্দর্যটা মিস করে গিয়েছি। তবে বর্তমানে গ্রামে অধিক শীত পড়লেও কুয়াশা খুবই কম পড়ছে।
সকালে ঘুম থেকে উঠে মাঠে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। পুকুরের পাড়ের নিচে রয়েছে ফসলি জমির মাঠ। এত সুন্দর সরিষা ফুলের দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপর মাঠের ভেতরে নেমে কয়েকটি ফটোগ্রাফি করলাম। ঘুম থেকে এমন দেশের ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। সর্ষের গাছগুলো এখনো অনেক ছোট রয়েছে যত বড় হবে ততই সর্ষ ফুলে মাঠ ভরে যাবে।
এই পুকুরের পাড়ের নিচেই রয়েছে আমাদের আখের ক্ষেত। এখন শীতকালীন সময়ে আখ মাড়াই করা হয়। আখের কাজগুলো অনেক বড় বড় হয়ে গেছে এক কথায় খাওয়ার উপযুক্ত। আমি আখের রস ভীষণ পছন্দ করি। অবশ্যই এবারে বাড়িতে এসে এখন পর্যন্ত আখের রস খাওয়া হয়নি। কারণটা হলো এখনো আমাদের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়নি।
সকালের শিশির ভেজা ঘাস দেখতে ভীষণ সুন্দর লাগে। মূলত এ ধরনের ফটোগ্রাফি করার জন্যই সকালে ঘুম থেকে ওঠা। শুধু যে ফটোগ্রাফি তা নয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। মৃতপ্রায় দূর্বা ঘাসের উপর শিশিরের ফোঁটা গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল।
সকালের মিষ্টি রোদে পুরো মাঠ ভরে গিয়েছিল। কয়েকদিন আগেই এসব মাঠগুলো থেকে ধান কেটে ঘরে তোলা হয়েছে। এখন এসব মাঠগুলোতে নতুন ফসলের চাষ করা হবে। অনেকটা সময় মাটির ভিতরে ঘোরাঘুরি করে মনের ভিতর খুব ভালো লাগছিল। গ্রামে গিয়ে এরকম সুন্দর সকালে সময় কাটাতে ভীষণ ভালো লাগে।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১লা এপ্রিল ২০২৪ খ্রিঃ
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
শীতের সকাল মানে এই অপূর্ব সুন্দর তার কোন বর নাই হয় না আলাদা করে। আপনার প্রত্যেকটা ছবি মনে গেঁথে গেল। খুব ভালো লাগলো দেখে। সকাল সকাল এমন দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় যেন। কতদিন যে ফুরসত পাইনা এইসব দেখবার ভাবি।
গ্রামীণ প্রকৃতির অপরূপ সুন্দরময় দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন এই ফটোগ্রাফির মাধ্যমে। আসলে গ্রামের দৃশ্য গুলো আমার অনেক ভালো লাগে।
গ্রামের সকালে সুন্দর কিছু দৃশ্য শেয়ার করেছেন। আমার কাছে গ্রাম বরাবরই প্রিয়। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু গ্রামের দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
গ্রামীণ সৌন্দর্য সবসময়ই আকর্ষণীয়।
ছবিগুলো জাষ্ট দারুন উপভোগ করলাম।
প্রতিটি ছবি নিখুঁত সুন্দর শট ছিল, আর বর্ননা দারুন।
ধন্যবাদ ভাই চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে গ্রাম অঞ্চলের পরিবেশটা দেখতে সত্যি বেশ ভালো লাগে। সকাল বেলায় ঘুম থেকে উঠে যখন গ্রামের রাস্তায় হাঁটতে বের হওয়া যায় তখন অনুভূতিটা অন্যরকম। অনেকদিন পর আপনার পোস্টের মাধ্যমে আখ দেখতে পেলাম বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
পুরোপুরি গ্রামীণ সৌন্দর্য ভরপুর। ফটোগ্রাফিতে শিশির ভেজা ঘাসের দৃশ্যটা বেশ ভালো লেগেছে বাড়ির আশপাশের কৃষি জমির অপরূপ প্রকৃতির দৃশ্যগুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।
শীতকালটা গ্রামে গেলে উপভোগ করা যায়। গ্রামীণ সৌন্দর্যের কোন তুলনা হয় না। বেশ ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট দেখে। বিশেষ করে শিশির ভেজা ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মনমুগ্ধকর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
শীতকাল চলে আসলেই গ্ৰাম এলাকার সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়।আর গ্ৰামের প্রাকৃতিক দৃশ্যের মাঝে সময় উপভোগ করতে বেশ ভালোই লাগে। আপনি দেখছি গ্ৰামের মধ্যে শীতের সকালে খুবই সুন্দর একটি সময় উপভোগ করেছেন। শীতের সকাল মানেই ভিন্ন ধরনের একটি সৌন্দর্য।