ভার্সিটি ক্যাম্পাসের কিছু এলোমেলো ফটোগ্রাফী ||

in আমার বাংলা ব্লগlast month
আসসালামুয়ালাইকুম / আদাব

হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি ফটোগ্রাফী করতে খুব আগ্রহী।সময় সুযোগ পেলেই ছবি তুলার চেষ্টা করি।আজ আমি আমার করা আমার ভার্সিটির কিছু ফটোগ্রাফী আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ছবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

ফটোগ্রাফী 📸 নং :-১

1000010255.jpg

Device - Pixel 7 Pro
What's 3 Word Location

আমার ভার্সিটি ক্যাম্পাসের প্রবেশের পর পরই ভার্সিটির নামের সংক্ষিপ্ত আকারে দেখা দেখা যায়।এর সাথে বিভিন্ন ফুল গাছ এবং ঝর্না লাগানো আছে , যা এই নামটির সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। ভার্সিটি ক্যাম্পের প্রবেশের পরই এই নামটি দেখতে খুব সুন্দর লাগে।

ফটোগ্রাফী 📸 নং :-২

1000010254.jpg

What's 3 Word Location

আমাদের ভার্সিটিতে এই রকম অনেক ফুলগাছ এবং নানান প্রজাতির ফুল ফুটে।ফুলগুলো বৃষ্টির পর দেখতে আরও সুন্দর লাগে।এই ফুলটির নাম আমার সঠিক জন্য নেই।তবে ফুলটি দেখতে খুব সুন্দর লাগছিল।

ফটোগ্রাফী 📸 নং :-৩

1000010233.jpg

What's 3 Word Location

ছবিটি তুলেছিলাম যখন সকলের ক্লাস শেষ বিকেল ৪.৩০ এর পর। সবার ক্লাস শেষে যখন বাড়ি ফিরছিল তখন ফাঁকা প্রায় ক্যাম্পের সামনের জায়গার ছবিটি তুলেফেলী।ফাঁকা ক্যাম্পের এক আলাদা সৌন্দর্য আছে।

ফটোগ্রাফী 📸 নং :-৪

1000010253.jpg

What's 3 Word Location

এই ছবিটি তুলেছি আজকে বিকেলে। রিকশায় করে যাওয়ার পথে দেখি খুব সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে।ফুলগুলো বৃষ্টির পর বেশ কয়েকটি রয়ে গেছে। গাছের সাথে ভার্সিটির বিল্ডিংয়ের মিলবন্ধন তুলে ধরার চেষ্টা করছিলাম।

ফটোগ্রাফী 📸 নং :-৫

1000010257.jpg

What's 3 Word Location

ছবিটি বেশ কয়েকদিন আগে তুলেছিলাম।তখন প্রায়ই বৃষ্টি হচ্ছিলো।মাঝে মাঝে আবার সূর্যি মামাও উঁকি দিচ্ছিল।সব মিলিয়ে আকাশটি খুব সুন্দর রূপ ধারণ করেছিলেন। পরন্ত বিকেলে যখন সবাই বাড়ির দিকে যাওয়ার জন্য বাসের লাইনে দাঁড়িয়ে ছিল তখন তুলেছিলাম।

ফটোগ্রাফী 📸 নং :-৬

1000010256.jpg

What's 3 Word Location

ভার্সিটি ক্যাম্পাসের সুন্দর আরও বাড়িয়েছে নানান জাতের ফুল।ফুলে ফুলে সেজে উঠে আমাদের ক্যাম্পাস। ফুলগুলো দেখতে খুব সুন্দর।তবে এই ফুলের তেমন কুনো গ্রাণ নেই।

সবাই ভালো থাকবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা রইলো।

44bfe4b3-34ef-4ca1-ac52-ea76af851866-1_all_3329.jpg

আমি আরাফাত হাসান সৌনক। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরএকজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি।আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।




New_Benner_ABB.png


- - - ধন্যবাদ - - -

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ক্যাম্পাসে ঘুরাঘুরি করেছেন আর এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে খুবই ভালো লাগলো। এরকম সুন্দর কোন জায়গাগুলোতে ঘুরতে অনেক ভালো লাগে। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

ধন্যবাদ আপু । আপনার কাছে আমার করা ফটোগ্রাফী ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
আপনার জন্য শুভকামনা রইলো।

 last month 

বর্তমান সময়ে ইউনিভার্সিটি গুলো বিনোদন পার্কের মতো করে সাজানো হয়েছে। যে কোন ইউনিভার্সিটির মধ্যে ঘুরতে গেলে বিনোদন পার্কের মতো সৌন্দর্য উপভোগ করা যায়। আপনি দেখছি আজকে আপনাদের ইউনিভার্সিটির বেশ কিছু সৌন্দর্য ফটোগ্রাফীর মাধ্যমে প্রকাশ করেছেন। বেশ ভালো লাগলো আপনার ইউনিভার্সিটির সৌন্দর্য দেখতে পেরে।

 last month 

ভার্সিটি সাজানো গোছানো সৌন্দর্যবর্ধন করা থাকলে সবাই তা উপভোগ করতে পারে। দেখতেই বেশ সুন্দরই লাগে । ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইলো।

 last month 

আপনি আজ আমাদের মাঝে আপনার ভার্সিটি ক্যাম্পাস থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। সব থেকে মজার বিষয় ফটোগ্রাফি দেখতে এবং করতে দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে শুভ কামনা রইল আপনার জন্য। ধন্যবাদ ভাইয়া

 last month 

আপনারও আমার মত ফটোগ্রাফী করতে ভালো লাগে শুনে ভালো লাগলো। ফটোগ্রাফী করার মাঝে এক আনন্দ আছে।
অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

 last month 

ভাইয়া আপনার ভার্সিটির ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুন লেগেছে। মেঘ যুক্ত আকাশে দূর থেকে যে ফটোগ্রাফিটা করেছেন সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এমন সুন্দর মুহূর্ত ও সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো।

 last month 

ধন্যবাদ আপু আপনার মতামত জানানোর জন্য। আপনাদের কাছে ছবিগুলো ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last month 

হলুদ রঙের এই ফুলগুলোর নাম সম্ভবত কলাবতী ফুল। আপনি আপনার ভার্সিটির ক্যাম্পাস থেকে দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে শেয়ার করেছেন। কলাবতী ফুলের ফটোগ্রাফি টা খুবই ভালো লেগেছে আমার কাছে। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে।

 last month 

আমি সত্যি ফুল খুব চিনি না , পরিচিত কিছু ফুল ছাড়া। ধন্যবাদ আপু ফুলের নামটি আমাকে জানানোর জন্য।
আপনার জন্য শুভকামনা রইলো।