বন্ধুদের সাথে কাটানো সুন্দর কিছু সময় | |

in আমার বাংলা ব্লগ6 days ago (edited)
আসসালামুয়ালাইকুম / আদাব

হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বন্ধু শব্দটি খুব মাধুর্যপূর্ণ। নিজের ভালো লাগা মন্দ লাগা সবই পরিবারের সদস্যদের সাথে শেয়ার না করলেও আমরা বন্ধুদের সাথে সেগুলো শেয়ার করি।

কিছুদিন আগে আমি আমার ভার্সিটির বন্ধুদের সাথে মিলে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ঘুরতে যাই। সেখানে আমরা বেশ অনেক সময় আড্ডা দেই, ছবি তুলি ,মজা করি ,গান শুনি। রবীন্দ্র সরোবরে অনেকেই ঘুরতে যায়। সেইদিন হয়ত মানুষের সমাগম একটু বেশিই ছিল। কেউ এসেছিল ফ্যামিলি নিয়ে, কেউবা তার বাচ্চাটিকে ঘুরতে নিয়ে এসেছে। সেখানে কয়েকজন ভাইয়া ছিল যারা খুব সুন্দর গান করতে ছিল। ভাইয়াকে আগেও সেখানে দেখেছি গান গাইতে।বেশ কিছুদিন দিন আগে আমি এবং আমার এক বন্ধু তাদের সাথে গানে কণ্ঠ মিলিয়ে অনেক গান করেছিলাম।



1000009103.jpg



সেখানে অনেকসময় আড্ডা দেয়ার পর চা খাই।সেখানে খুব ভালো মটকা চা পাওয়া যায়।তারপর আমাদেরকে আমাদের এক বন্ধু তার আব্বুর রেস্টুরেন্ট এ নিয়ে যায় তার জন্মদিনের ট্রিট দিতে।জম্মদিন কিছুদিন আগেই চলে গেছিল কিন্তু ট্রিটটা একটু দেরীতে হলেও পেয়েছি।সে বলেছিল তোরা যদি আমার এলাকায় যাস তাহলে তদের ট্রিট দিবো আর না গেলে দিব না, তোদের ক্যান্টিনে সিঙ্গারা খাইয়ে দিব।তারপর আমরা বললাম যা তোর এলাকায় এবং তোদের রেস্টুরেন্টেই যাবো। বন্ধুর বাসা ধানমন্ডি , রবীন্দ্র সরোবরের কাছেই। বন্ধুর আব্বুর রেস্টুরেন্টে গিয়ে বন্ধুর আব্বুর সাথে দেখা করি, কিছু সময় আংকেলের সাথে সবাই কথা বলি। তারপর শুরু হয় খাওয়া - দাওয়া । খাবারগুলো খুবই সুস্বাদু ছিল।সবাই মিলে খুব মজা করে খাবা খাই।

1000009372.jpg



খাওয়া শেষে আংকেলের কাছে বিদায় নিয়ে সবাই বের হই একটু বসে আবার একটু আড্ডা দেয়ার জন্য।বের হয়ে একটু এগিয়েই দেখি খুব সুন্দর রাস্তা লাইটিং করা। হয়ত কারো বিয়ে ছিল অথবা অন্য কোনো কারণে রাস্তাটি সাজিয়েছে।খুব সুন্দর লাগছিল রাস্তাটি। ফাঁকা রাস্তার পাশে বসে মনোরম পরিবেশে আড্ডা দিতে চমৎকার লাগছিলো।।

1000009188.jpg



কয়েকটা বন্ধুতো এই রাস্তায় ছবি তুলার জন্য পারাপাড়ি লাগিয়ে দিয়েছিল ,কে কার আগে তুলবে। মজার কথা হলো যেই ছবি তুলতে রাস্তার মাঝে দাঁড়ায় ,ঠিক তখনই যেকোনো গাড়ি এসে ছবির ফ্রেম নষ্ট করে দেয়।এই বিষয়টা নিয়ে আমরা বেশ হাসাহাসি করি।তারপর রাত এগারোটার নাগাত সবাই সবার বাসার দিকে রওনা দিই।

সেইদিন সন্ধ্যায় সময়গুলো খুব ভালোই কেটেছে।অনেকদিন ধরেই আমরা বাইরে সবাই মিলে বের হই না, আড্ডা দেই না। ট্রিট খাওয়ায় হলো এবং সবাই মিলে বেশ একটা ভালো সময় কাটানোও গেলো।মাঝে মাঝে সবারই সময় সুযোগ হলে বন্ধুদের সাথে ভালো কিছু সময় কাটানো দরকার।এতে সবার মন খুবই ফ্রেশ হয়,কিছু সময়ের জন্য হলেও জীবনের ঝুট- ঝামেলা ভুলে থাকা যায়। আমার এই কথাটার সাথে হয়ত অনেকেই একমত পোষণ করবেন।

সবাই ভালো থাকবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা রইলো।

44bfe4b3-34ef-4ca1-ac52-ea76af851866-1_all_3329.jpg

আমি আরাফাত হাসান সৌনক। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরএকজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি।আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।




New_Benner_ABB.png


- - - ধন্যবাদ - - -

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.