কোথায় হারিয়ে গেলো সোনালি দিন গুলো

জন্মের পর থেকে প্রতিটা শিশু একটি সোনালী অতীত পার করে জীবনের এই সময়টা সবথেকে বেশি হাসিখুশি এবং আনন্দময় তবে যাদের জন্ম ৯০ দশকে তাদের সোনালী দিনগুলো একটু বেশি রঙিন ছিল

12.png

তারা হয়তো জানতো না যে তারা তাদের জীবনের সব থেকে আনান্দময় সময় পার করছে চাইলেও আর আমরা ঐ সকল দিন ফরে পাবো না এখনো ভাবতে গেলে গায়ে কাটা দেয় কতোই না সুন্দর ছিলো ঐ সকল দিন গুলো

সোনালী দিন

মন থেকে সবকিছু ভুলে গেলেও সোনালী দিন গুলো বা ওই সময় কাটানো সময় গুলো কখনোই ভোলা যাবে না দিনগুলোর কথা এখনো মনে পড়লে চোখের কোনে পানি চলে আসে

সময়টা এবং দিনগুলো আসলেই ছিল সুমধুর আনন্দময় ৯০ দশকের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে সব থেকে বেশি তারাই আনন্দ করেছে এখনকার ছেলেমেয়েরা হয়তো সে সময় সম্পর্কে জানবে না বা বুঝবে না আস্তে আস্তে সব কিছু হারিয়ে যাচ্ছে

আনন্দের এই দুনিয়ায় সবাই অনলাইন নির্ভর এবং নিজেকে ব্যস্ত করে ফেলছে সোনালী দিন বা সোনালী অতীত বলতে যে কিছু আছে তা আজ সবাই ভুলে গেছে জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব না জীবনের সবকিছুর পাশাপাশি নিজেকে সময় দেওয়াটাও গুরুত্বপূর্ণ

কথাগুলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ

Sort:  
 3 months ago 

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source : internet