You are viewing a single comment's thread from:

RE: নগরজীবন ও প্রযুক্তির ছোঁয়ায় দিনকাল | নিবন্ধ | { ১০% সাই-ফক্স, ৫% এবিবি-স্কুল }

in আমার বাংলা ব্লগ2 months ago

বিষয়টি খুবই পীড়াদায়ক। এত কম বয়সে পাওয়ারফুল চশমা ব্যবহারের জন্য ডিজিটাল ডিভাইসগুলোই দায়ী। এর পাশাপাশি কখনো দেখা যায় বাচ্চারা সবুজ শাক-সবজি, ক্যারোটিনসমৃদ্ধ খাবার যেমন গাজর, কচু শাক যেগুলো চোখের জ্যোতি বাড়ায় - তা এড়িয়ে চলে।

তাছাড়া আমরা ডিজিটাল স্ক্রিনের একটি ভালো ব্যবহার সম্পর্কে ধারণা রেখে তা মানি না। আইটি বিশেষজ্ঞরা বলেন, যে একটানা দীর্ঘক্ষন ৫ মিনিটের বেশি স্ক্রিনে তাকিয়ে থাকা ঠিক না৷ কিছু সময়ের জন্য দৃষ্টি সরিয়ে নেওয়া উচিত, দূরের দৃষ্টি, কাছের দৃষ্টিকে ঠিক করার জন্য।
এমন অভ্যাস গড়ে না তুললে আমরা সকলেই ভবিষ্যতে বিপদে পড়তে পারি এমনতরো সমস্যাগুলো নিয়ে।
ছোটদের বা ভবিষ্যত প্রজন্মের জন্য তো তা বিরূপ আকার নিতেই পারে।

বাস্তবিক একটি মতামতের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।