You are viewing a single comment's thread from:

RE: হাতে হাত রেখে সাথীর সাথী হয়ে ওঠা।। স্টিমিট ও আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার গল্প।।

in আমার বাংলা ব্লগ15 days ago

আপনাদের দুজনের বন্ধুত্ব অটুট থাকুক এই প্রত্যাশা রাখি। স্থান, দেশ ভাষার আঞ্চলিকতার টান আর সাংস্কৃতিক মতবিভেদ বন্ধুত্বের ক্ষেত্রে বড় বাধা হতে পারে না যদি আন্তরিকতার টান তার অবস্থান ধরে রাখে।
স্টিমিট একটি প্লাটফর্মের চেয়ে বেশি আমার দৃষ্টিতে এটি সর্বোপরি একটি মিলনমেলা যা ব্যাক্তিবিশেষকে অন্য আরেকটি মানুষের সাথে পরিচিত ও ভাব বিনিময়ে সাহায্য করে।
এই যেমন কমেন্ট সেকশন ব্যবহার করে আমি নিজের মতামত দিয়ে যাচ্ছি, তাতে করে দুই বাংলার মধ্যকার ভৌগোলিক দূরত্ব কমিয়ে একটি দারুণ মঞ্চে কানেক্টেড থাকতে পৃষ্ঠপোষকতা করেছে।

Sort:  
 13 days ago 

আপনি ভীষণ ভালো কমেন্ট করেন। আমি খুব উৎসাহিত বোধ করি।

দুরত্ব মনে হয়, রাস্তা ঘাট কাঁটাতার এসব চাইলেই আবছা করে দেখতে পারি তাই না?

 13 days ago 

কমেন্ট করি যাতে একটি মানুষের চিন্তাধারার সাথে পরিচিত হওয়া যায়।
আর দূরত্ব শুধুই একটি সংখ্যা, বাস্তবিক দূরত্ব গাণিতিক হিসাবে মাপা যায়, কিন্তু ইচ্ছা করলেই মানুষ দূরত্বকে কমিয়ে নিতে পারে কল্পনার মিশেলে যেমনটি আপনি বললেন রাস্তা কাঁটাতার আবছা করে দেওয়া যায়।
আপনার কথাটি যুক্তিপূর্ণ বটে।
ধন্যবাদ।