You are viewing a single comment's thread from:

RE: মোটিভেশন: সাফল্যের পথে এক অনিবার্য শক্তি||~~

in আমার বাংলা ব্লগ10 days ago

অনুপ্রেরণা বা মোটিভেশন সম্পর্কে খুব সহজে অল্প কথায় লেখা যায় না, এর পরিধি এতটাই বিস্তৃত যে তার জন্য পুরো মানবজীবনের দিকে তাকাতে হয়। তবে সহজভাবে আমার যা মনে হয় তা হলো, আমরা পৃথিবীতে নিজ জীবনে যা কিছুই করি না কেন, তাতে কোন না কোন মোটিভেশন কাজ করে।
অনুপ্রেরণার হাত ধরেই ছোটবড় অর্জন, নিজ লক্ষ্যে পৌঁছানো আর বিপদকে সামনে থেকে মোকাবেলার সাহস সঞ্চয় করা হয়ে ওঠে৷ এই গুনসমৃদ্ধ অনুভূতিটি ছাড়া সভ্যতার অগ্রযাত্রাই সম্পন্ন হতো না, আমরা আজকের আধুনিক কালে পৌঁছাতে পারতাম না।

আপনি মানুষকে এতোটা আন্তরিকতা ও নিবেদনের সাথে অনুপ্রাণিত করেন দেখে খুবই ভালো লাগলো। সাথে ভাগ্যবান এটা ভেবে যে আপনার মতো সুন্দরমনা সুহৃদ আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধু পেয়েছি।
সামনের দিনগুলোতে সবাইকে অনুপ্রেরণা দিয়ে যাবেন, অন্ধকারে আলো সঞ্চার করে সমাজ সংগঠনে ভূমিকা রাখবেন - এই শুভকামনা আপনার চলার পথের পাথেয় হয়ে রবে, এই আশা করি।

সাথে সাহিত্যজীবন রঙিন হোক, মেধার সমন্বয়ে ও চারিত্রিক দৃঢ়তায় এরপ প্রত্যাশা থাকবে সর্বোপরি।

Sort:  
 10 days ago 

আপনার অসাধারণ এই মন্তব্যটি পড়ে আমি আপ্লুত হলাম। যখন আমি মোটিভেশনাল ট্রেনিং গুলো করাতাম। পুরো অডিয়েন্স মনোমুগ্ধ হয়ে,
আমার কথা শুনতো। এবং অনেক মানুষই আছে যারা আমাকে বলতেন অনুপ্রেরণার আরেক নাম সেলিনা সাথী ম্যাম।

আপনার সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে অনেক অনেক শুভকামনা আপনার জন্য। খুব বেশি ভালো থাকবেন এটাই প্রত্যাশা। 💕