You are viewing a single comment's thread from:

RE: নাটক রিভিউ || হাড় কিপটে || ৩৯ তম পর্ব

in আমার বাংলা ব্লগ3 months ago

এ নাটকটি গ্রাম বাংলার পরিবেশে নির্মিত নাটকগুলোর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় নাটক। যারা বাংলা নাটক পছন্দ করে, তারা এটি না দেখে থাকতে পারেন না।
হাড়কিপটে যদিও একটি শতাধিকের বেশি পর্বে বিভক্ত ধারাবাহিক নাটক, তবুও এটি একটানা দেখতে বসলে দেখা হয়ে যায়।
আজকের যে পর্বের রিভিউ দিলেন,সেটি আমার দেখা আছে। হারাধন দত্তের ঘরবন্দী অবস্থা দেখে বেশ হাস্যরস সৃষ্টি হয়, সাথে কলকাতা থেকে ফেরত শিবানির মামাদের গুন্ডাগিরিও নজরকাড়া।

সবার অভিনয় দারুণ এ নাটকে। এক কথায় অনবদ্য। মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীদের মতো জাত অভিনেতা বেরিয়ে এসেছে এ নাটকের হাত ধরে।

যা হোক, খুব ভালো বর্ননা দিলেন। হাড়কিপটে একটি অবশ্যই যেকোন বাঙালির জন্য দেখার মতো একটি নাটক।
ধন্যবাদ।

Sort:  
 3 months ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।