আমার বাংলা ব্লগ পরিবারে যোগদান ও বর্ষপূর্তি উপলক্ষে স্বরচিত কবিতা

আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে আমার নমস্কার। আমার বাংলা ব্লগ গুটি গুটি পায়ে চলতে চলতে ৩৬৫দিন পার হয়ে নতুন একটি বছরে পদার্পণ করলো। তাই বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন

cake-g5a9d8e407_1280.png
Copyright Free Image Source: PixaBay

আজ এই দিনে, আমার বাংলা ব্লগে যোগদান ও বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি কবিতা লিখেছি, তা আপনাদের সামনে উপস্থাপন করলাম। লেখক-আমি নিজেই।

Untitled design.jpg

জন্মদিন

আমার বাংলা ব্লগ, স্টিমিটের একটি অঙ্গ।
রেখেছি তারে হৃদয় মাঝে, করেছি আমার সঙ্গ।
পঞ্চাশতম হ্যাংআউটের পরে, সদ্য করেছি যোগদান।
কমিউনিটি কর্তৃপক্ষ নিউ মেম্বার ট্যাগ, আমায় করেছে প্রধান।
এবিবি স্কুলে দুইদিন ক্লাশ করে, দিয়েছি লিখিত পরীক্ষা।
এখানেই শেষ নয় লব্ধ জ্ঞান এর উপর, হবে আবার মৌখিক পরীক্ষা।
পরীক্ষার ভয়ে মন ওতাল পাতাল করে, জানিনা কি যে হয়।
সেদিন হ্যাংআউটে ঘোষণা হলো, পরীক্ষা পিছিয়ে গেল, চলে গেল সব ভয়।
স্পেশাল হ্যাংআউট আর পোস্ট করার নিয়ম নিয়ে স্যারেরা দিল ব্রীফ,
আমি ও সাথে সাথে খাতা-কলম নিয়ে, লেখা শুরু করলাম কবিতার স্ক্রিপ্ট।
ব্লগ এর প্রতিষ্ঠাতা ফাউন্ডার দাদা, তার জন্য শুভ কামনা করি।
তৈরি করেছিলেন আমার বাংলা ব্লগ, তাই আজ বাংলাতে পোস্ট করি।
যারা এই ব্লগকে সামনে এগিয়ে নিয়ে যেতে, রেখেছে তাদের অবদান।
তাদের সম্মান করে মনের মনিকোঠরে, রাখবো করে স্মৃতি অম্লান।
১১ ই জুন ২০২১ তোমার প্রতিষ্ঠার দিন,
কখন যে পেরিয়ে গেলো একটি বছর, ৩৬৫ দিন।
৩ হাজার সাবস্ক্রাইবার ইতিমধ্যে, পূর্ণ হলো এই ব্লগে।
কামনা করি এই ব্লগ টি যেন থাকে, সকল কমিউনিটির আগে।
আজ এই সেই মহেন্দ্রক্ষণ, সেই শুভ দিন।
আমার প্রিয়, আমার বাংলা ব্লগ, তোমার শুভ জন্মদিন

Sort:  

আমার বাংলা বুড়োদের বর্ষপূর্তি জন্য সবাইকে জানাই অনেক-অনেক শুভকামনা। আমার বাংলা ব্লগ এভাবেই এগিয়ে যান দুর্বার গতিতে এই কামনা করি সব সময়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা এমন স্পেশাল দিনে আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক খুশি হলাম আমার কবিতাটা পড়ার জন্য। আমি মনে করছিলাম কেউ পড়বেনা। যাক একজন দর্শক পাওয়া গেল। ধন্যবাদ আপনাকে। আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

খুবই চমৎকার একটি কবিতা আবৃতি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যদিও আপনি নতুন তবে আপনি খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করে আমাদের মন জয় করে নিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামতের জন্য। অত্যন্ত খুশি হলাম আপনার মনের মনিকোঠায় সামান্যতম দাগ কাটতে পারার জন্য। সামনে আর ভালো উপহার দেয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে।