স্বরচিত কবিতাঃ নির্জনতার ছায়া।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
রোজ বৃহস্পতিবার ।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি কবিতা পোস্ট করার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা স্বরচিত কবিতা শেয়ার করবো। আজকে আমি নির্জনতার ছায়া নিয়ে একটি কবিতা লিখেছি। কবিতাটি নির্জনতা ও নীরবতার গভীরতা নিয়ে রচিত। নীরবতা শুধু শূন্যতা নয় এটি সময়ের একটি রূপ যা আমাদের ভেতরে অজানা অনুভূতি এবং জীবনের গভীর সত্য প্রকাশ করে। নির্জনতার মধ্যেও একপ্রকার সৌন্দর্য ও ছন্দ আছে, যা আমাদের ভাবনার জগতে আলো ছড়ায়। এই নির্জনতা আমাদের আত্মপরিচয়ের দিকে নিয়ে যেতে পারে।
চারপাশে নীরবতার ঢেউ।
নির্জনতার গভীর শ্বাস,
মনে মাঝে অজানা এক বোধ।
আকাশ আজ ক্লান্ত মনে হয়,
তারারাও যেন ঘুমিয়ে।
চাঁদের আলো মলিন,
প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় নিজস্ব ছায়ায়।
এই একাকী সময়ের কোলাহল,
নানান রঙের নিস্তব্ধতা।
কেউ কি শুনেছে?
নীরবতার গহীনে কথা বলে সময়।
মন জুড়ে শূন্যতার গান,
তবুও কোথাও আশা মেলে।
অন্ধকারেও জ্বলে ওঠে আলো,
নির্জনতায় লুকিয়ে থাকে জীবনের ছন্দ।
সমাপ্ত
পোস্টের বিষয় | স্বরচিত কবিতা |
---|---|
পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
নির্জনতার ছায়া কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। বিশেষ করে কবিতার কথাগুলো খুব সুন্দর সাবলীল ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
শুকরিয়া আপু আপনার মতামত শেয়ার করার জন্য।
একটা সময় যেকোন মানুষ একাকীত্ব হয়ে যায়। নির্জনতার মধ্যে সময় কাটাতে বেশ পছন্দ করেন সবাই। আমারও অনেক ভালো লাগে নির্জন পরিবেশ। এখন আর আগের মতো হৈচৈ ভালো লাগে না। খুব সুন্দর একটি কবিতা লিখলে নির্জনতা নিয়ে পড়ে অনেক ভালো লেগেছে।
আমি প্রায় খেয়াল করে থাকি আপনি আমার সাধারণ সব কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেন। ঠিক তেমনি আজকে বেশ ভালোলাগার একটি কবিতা লিখে প্রকাশ করেছেন। আপনার লেখা কবিতার লাইনগুলোর অসাধারণ। আবৃত্তি করে আমি মুগ্ধ হয়েছি।
আপনি নির্জনতা নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। সত্যি একটা সময় মানুষ নির্জনতার মধ্যে থাকতে অনেক পছন্দ করে।আপনার কবিতাটি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
নির্জনতার ছায়া কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কবিতা লিখতেও পড়তে আমার এখন অনেক বেশি ভালো লাগে। তাই তো আমি কবিতা পড়তে পছন্দ করি। আপনার কবিতাটি পড়ে ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক ভালো থাকবেন।
আপনার লেখা নির্জনতার ছায়া কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে পুরো কবিতাটি পড়তে অনেক ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুব সুন্দর করে আপনি পুরো কবিতাটা লিখেছেন। অনেক সুন্দর অনুভূতি নিয়ে লিখেছেন আপনি এই কবিতাটা। এভাবে চেষ্টা করলে আরো অনেক ভালো কবিতা লিখতে পারবেন পরবর্তীতে।
ছন্দের মিল না হলে কবিতা পড়তে ভালো লাগে না। আর প্রতিটি লাইনের মধ্যে গভির ভাব থাকা প্রয়োজন। ধন্যবাদ আপু