নাটক রিভিউ: আদরের জামাই।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
রোজ রবিবার।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি আদরের জামাই নাটকটি নিয়ে কথা বলবো। নাটক রিভিউ করবো এই ভেবেই ঢুকলাম ইউটিউবে। নাটক বলেই সার্চ দিতেই সামনে আসলো এই আদরের জামাই । দেখলাম মোশাররফ করিমের নাটক। আমাএ আবার মোশাররফ করিমের নাটক বরাবরই আমার কাছে ভালো লাগে। যার কারনে দেখা মাত্রই আমি রিভিউ করার সিদ্ধান্ত নিলাম। এরপর নাটক দেখা শুরু করলাম। দেখে খুবই ভালো লাগলো আসলেই মোশাররফ করিম মানে অন্য রকম ভালো লাগা। তবে শুরুর দিক থেকে নাটকটা ফানি হলেও শেষের দিকে একটু
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | আদরের জামাই |
পরিচালক | সেজা নূর। |
অভিনয়ে | মোশাররফ করিম, রোবেনা রেজা জুই, শফিক খান দিলু এবং বাশরি আরও অনেকেই। |
দৈর্ঘ | ৩৩ মিনিট ৪৩ সেকেন্ড |
মুক্তির সময় | ০১ নভেম্বর ২০২৪ খ্রিঃ |
নাটকের শুরুতে দেখা যায় মোশাররফ ও তার বউ মিলে তার শশুর বাড়িতে যেতে, যদিও মোশাররফ করিমের বউ যেতে রাজি নয় কারন এক সপ্তাহ পর পর সে শশুর বাড়িতে বেড়াতে যায়। যার কারনে তার বউ অনেক রাগ করে কিন্তু মোশাররফ করিম সেটা না ভাবে চলে আসে শশুর বাড়ি।
এরপর মোশাররফকে তার শাশুড়ি নিজের হাতে করে খাওয়ায়ে দেয়। যদিও মোশাররফ করিমের শশুর তাকে অন্বক বেশি ভালোবাসে।
এদিকে মোশাররফ করিমের বউ বুঝতে পারে যে তার স্বামী তার বাপের বাড়িতে থাকার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সে চাই না যে তার স্বামী এই কথায় কোন গুরুত্ব দেই না।
এদিকে মোশাররফ করিমের শাশুড়ী তার জামাইয়ের উপর বিরক্ত বোধ করে। কিন্তু মোশাররফ করিমের শশুর তার জামাই বলতে পাগল। যার কারনে তার জামাই এর জন্য সব কিছু করতে রাজি আছে।
একদিন হঠাৎ করেই দেখা গেলো মোশাররফ করিম তার গ্রামের ছোট ভাইদের নিয়ে শশুর বাড়িতে হাজির হয়। এটা দেখে তার পরিবারের সবাই খুশি না হলেও তার শশুর অনেক খুশি হয়। এরপর তার শশুর ভালো ভালো রান্না করতে বলে যেনো তার জামাইয়ের সম্মান বজায় থাকে।
এরপর মোশাররফ করিমের বউ তার বাবাকে সব কথা জানিয়ে দেয়। নায়িকা বলে তোমার জামাইয়ের চাকরি নেউ সে চাকরি ছেড়ে দিয়েছে। এই কথা শুনে তার বাবা বলে আমি তাহলে এত কিছু করে কি করলাম। আমার তো সব শেষ হয়ে গেলো। যেহেতু মোশাররফ করিম তার মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করে। তারপরও তাদেরকে মেনে নেয়। কিন্তু চাকরি যাওয়ার কথা শুনে অনেক হতাশ হয়ে পড়ে।
এদিকে মোশাররফ তার ছোট ভাইয়েরকে নিয়ে অনেক মজা মজা করে খাওয়া দাওয়া করে। সে নিজের হাতে সবাইকে খাওয়ায়।
এরপর মোশাররফ করিমের উপর সবাই রেগে যায়, শশুর ও শালী তার সাথে খারাপ ব্যাবহার করা শুরু করে। এটা দেখে মোশাররফ করিম হতবাক হয়ে যায়।
এরপর মোশাররফ ও তার বউ শুতে যাবে একন সময় দেখে তার শালী তার রুমে শুয়ে আছে। এটা দেখে সে বিরক্ত বোধ করে। পরে নায়িকা তার মাকে বলে দেখো তোমার মেয়ে আমাদের রুমে শুয়ে আছে। এটা দেখে তার মা তাকে বলে একজনের রুম কত দিন দখল করে রাখবে তোরা পাশের রুমে রেখে পড়।
পরদিন সকালে দেখা যায় মোশারফ করিম সবকিছু গুছিয়ে নিয়ে তার নিজের বাড়িতে যেতে৷ তবে যাওয়ার আগে তার শ্বশুর-শাশুড়িকে বেশ কয়েকটি কথা ভুলে যাই যা দর্শকের মন ছুয়ে যায়। সে বলে আমার বাবা মা নেই আমি আপনাদেরকে বাবা মায়ের মতো ভাবি আর আমি চাকরি ছেড়ে দেয়নি বেশ কিছুদিনের জন্য ছুটি এনেছিলাম আপনাদের সাথে সময় কাটাও বলে। এ কথা বলে মোশারফ করিম তার বউকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে চলে আসে।
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
পোস্টের বিষয় | নাটক |
---|---|
পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনার পোস্টের বিভিন্ন অংশে বানানের ভুল আছে। একটু সতর্কভাবে লিখবেন ভাইয়া। আদরের জামাই নাটকটি দেখা হয়নি। তবে ভালো লাগলো নাটকটি। একদম বাস্তবের মতই মনে হয়েছে। সময় পেলে নাটকটি দেখব ভাইয়া।
আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।জ্বি আপু নাটকটি অনেক সুন্দর সময় পেলে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।
"আর কিছু সুন্দর সুন্দর বার্তা তার নাটক থেকে পাওয়া যায় যা আমাদের সাথে সব সময় ঘটে থাকে"। ঠিকেই বলেছেন ভাইয়া। নাটক হচ্ছে সমাজের দর্পণ তাই শুধু মোশারফ করিম নয়, প্রতিটি নাটকেই কমবেশি সচেতনতামূলক বার্তা থাকে। আপনার আজকের "আদরের জামাই নাটকের বর্ননা বেশ সুন্দর হয়েছে। আপনার বর্ননা দেখে নাটকটি দেখতে ইচ্ছে করছে। সময় করে একদিন দেখে নিব। নাটক রিভিউটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
নাটকটি দেখবেন অনেক ভালো লাগে। আদরের জামাই নাটকের বর্ণনা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু।
মোশারফ করিমের আদরের জামাই এই নাটকটি সত্যি বেশ দারুন। আদরের জামাই নাটকটা আমি দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে মোশারফ করিমের অভিনয় খুবই দুর্দান্ত ছিলো। আপনার নাটক রিভিউ বেশ অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর নাটক রিভিউ করার জন্য।
আমার শেয়ার করা নাটক আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
যদিও আমি নাটকটি দেখি নি, তবে কাহিনী ভালোই লাগলো। পরিবারের মাঝে এমন ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি না করে দেয়াটাই বুদ্ধিমানের কাজ। তবে এটাও ঠিক যে স্বার্থে ঘা লাগলেই মানুষের আসল চেহারা বের হয়। আপনার লেখায় কয়েক জায়গায় বানান ভুল হয়েছে, যার কারণে পড়তে একটু অসুবিধা হচ্ছিলো। দয়া করে ঠিক করে নিবেন।
আমার লেখার ভেতর ভুল গুলা ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করছেন। মোশারফ করিমের নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তার প্রতিটা নাটক অনেক বিনোদন পাওয়া যায় এবং হাস্যকর কাহিনী হয়ে থাকে।যাই হোক নাটক টি এখনো দেখি নাই সময় করে দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।
নাটকটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। মোশারফ করিমের নাটক আগে অনেক বেশি দেখা হতো। তবে এখন খুব একটা দেখা হয় না। কিন্তু মাঝে মাঝে দেখার চেষ্টা করি। এই নাটকের পুরো কাহিনীটা ছিল খুবই সুন্দর। যার কারনে রিভিউটা পড়তেও ভালো লেগেছে। আমি যদি সময় পাই তবে এই নাটকটা দেখার জন্য অবশ্যই চেষ্টা করবো।
সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ভাইয়া আপনি মোশাররফ করিমের খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। এই নাটক আমিও দেখেছিলাম আর খুব ভালো লাগে। মোশাররফ করিমের অভিনয় সবসময়ই খুব সুন্দর হয় আর তার নাটক দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা নাটক রিভিউ দেওয়ার জন্য।
আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য ধন্যবাদ।