স্বরচিত কবিতা: অন্তরালে তুমি।

in আমার বাংলা ব্লগ3 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

০৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ বৃহস্পতিবার ।


1000006658.jpg

Source

আমার বাংলা ব্লগের সকল সদস্য বৃন্দ........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শীতের আমেজ চলে এসেছে। সকালটা হালকা কুয়াশায় ঢাকা, রাতেও বেশ শীত অনুভব হচ্ছে। তবে মোটা কাঁথা বা কম্বল গায়ে দেওয়ার মতো যথেষ্ট পরিমান শীত পড়েনি। কিছুক্ষন গায়ে কাঁথা গায়ে দিলে গা ঘেমে যাচ্ছে, আবার গায়ে কাঁথা না দিলে শরীর ঠান্ডা হয়ে যায় এর ফলে শরীর অসুস্থ হয়ে পড়ছে। তাই এই আবহাওয়াতে আমাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে।

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা স্বরচিত কবিতা শেয়ার করবো। প্রতি সপ্তাহে আমি একটা করে কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালোই লাগে জেনে মনটা ভালো হয়ে যায়। আজকে আমি "অন্তরালে তুমি" কবিতা আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি এই কবিতাটাও আপনাদে কাছে ভালো লাগবে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

অন্তরালে তুমি।
লেখাঃ মোহাঃ আশিকুর রহমান।


অন্তরালে জেগে আছি অন্ধকারে,
তোমার স্পর্শ খুঁজি বাতাসের কোলাহলে।
তোমার ছোঁয়া যেন নিঃশ্বাসের গান,
অচেনা মেঘে লুকানো জ্যোৎস্নার অঙ্গন।

তারাদের কাছে গল্প বলি চুপিচুপি,
তোমার চোখে দেখা স্বপ্নের কারচুপী।
যেন তারা হাসে চুপিসারে বলে,
স্মৃতির বুননে বাঁধা এক সময়ের মায়া।

বাতাসে ভেসে আসে চেনা সেই গন্ধ,
তোমার চিঠিতে লুকানো বৃষ্টির ছন্দ।
তোমার ছায়া কি কাছে নাকি দূরে?
হারিয়ে গিয়েও রয়ে যাও হৃদয়ের গহীনে।

তবু তো আকাশে জ্বলে জোনাকির আলো,
তোমার স্মৃতিতে আজ হৃদয় হলো পিয়ানো।
তোমার জন্য বাজে মনের অন্তরালে ,
হারিয়ে যাওয়া সেই চেনা সুর।


সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য। আশা করছি আমার কবিতা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন কবিতার মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়স্বরচিত কবিতা
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000006185.png

1000006180.png

1000006183.png

Sort:  
 3 months ago 

1000006654.jpg

1000006655.jpg

1000006656.jpg

The End...

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আজকে আপনি কিন্তু দারুণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার লেখা চমৎকার এই কবিতাটা আমার কাছে ভালো লাগলো ভাইয়া। এর আগেও দেখেছি, আপনি এমন সুন্দর কবিতা লিখেছেন আমাদের মাঝে দিয়েছেন। আজকের কবিতাটাও ঠিক তেমনি অনেক ভালোলাগার ছিল।

 3 months ago 

আপনার প্রসংশা মুখরিত মতামত পড়ে নিজেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

অন্তরালে তুমি কবিতাটি আবৃতি করতে ভীষণ ভালো লাগলো। খুব ভালো লিখেছেন কবিতাটি। কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনি সবসময় সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

শুকরিয়া আপু আপনার মতামত পড়ে অনেক ভালো লাগলো।

 3 months ago 

একদম ঠিক বলেছেন এখন আমাদের দেশে এখন শীতকাল সিজন আসলো তাই সবাইকে একটু সাবধান থাকতে হবে। বিশেষ করে যারা ছোট বাচ্চা আছেন তাদেরকে একটু গরম কাপড় পড়ে রাখতে হবে। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করলেন। আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে।

 3 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 months ago 

কবিতা আমাদের অন্যতম মনের ভাব প্রকাশের মাধ্যম। যার প্রতিটা লাইনে লাইনে মধ্যে অব্যক্ত কথাগুলো প্রকাশ পায়। ঠিক তেমনি আজকের একটা সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করতে দেখলাম। কবিতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য ভালো থাকবেন।

 3 months ago 

সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া।অন্তরালে তুমি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। এবং চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 months ago 

আপনাদের ভালো লাগার ভেতর আমার ভালো লাগা কাজ করে। কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 3 months ago 

আপনার কবি প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ খুব সুন্দর ভাবে আজকে আপনি এই সুন্দর কবিতা তৈরি করেছেন৷ আপনার কাছ থেকে আজকের এই অসাধারণ কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই কবিতার লাইনের সামঞ্জস্যতা বজায় রেখেছেন তা যেরকম সুন্দর হয়েছে । একই সাথে এখানে ধাপে ধাপে সবকিছু খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন৷ ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 3 months ago 

আপনার প্রসংশা মুখরিত মতামত পড়ে আমি অনেক খুশি হয়েছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।