আম ও দুধের পুডিং !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago
আম ও দুধের পুডিং

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।

1.jpg

আম ও দুধের পুডিং রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু ও ইয়াম্মি। এটা আসলে আমার বলার কিছু নেই আপনারা হয়তো এর স্বাদ অনেক আগে থেকেই জানেন। আম ও দুধ এই দুইটা খাবার এই অত্যন্ত পুষ্টিকর ও ভিটামিন যুক্ত। আর এই দুইটি খাবারকে একসাথে করে যদি আরো ইয়াম্মি একটি খাবার তৈরি করা যায় তাহলে বিষয়টি খারাপ হয় না। আম ও দুধের পুডিং তৈরি করাটা তেমন কোনো ঝামেলা বা বেশি সময়ের কাজ না। শুধু একটু ইচ্ছা থাকলেই তৈরি করা যাই সুস্বাদু আম ও দুধের পুডিং রেসিপি। আমি এমনি কাঁচা দুধ গ্লাসে করে ডকডক করে খেতে পারি না। তবে দুধ দিয়ে তৈরি করা যেকোনো খাবার অনেক পছন্দ করে খাই। যেমন এই একটি খাবার আম ও দুধের পুডিং।

আমি এর আগেও বেশ কয়েকবার আম ও দুধের পুডিং রেসিপি বাসায় তৈরি করেছি। আর এই রেসিপিটি ছোট বাচ্চাদের কাছে বেশ প্রিয় ও পছন্দের। আম ও দুধের পুডিং রেসিপি তৈরি করতে বেশি কিছুর প্রয়োজন হয় না। আম, দুধ, চিনি , আগার আগার পাউডার হলেই হয়ে যাই। অল্প কিছু উপকরণ নিয়ে আপনারাও আমার এই পোস্ট দেখে খুব সহজেই এই ইয়াম্মি একটি খাবার আম ও দুধের পুডিং রেসিপি তৈরি করতে পারেন ও সুস্বাদু একটি স্বাদ গ্রহণ করতে পারেন।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে বাসায় তৈরি করেছি আম ও দুধের পুডিং। আম ও দুধের পুডিং তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সুন্দর ভাবে একে একে শেয়ার করেছি ও ছবির মধ্যে লিখে দিয়েছি। আপনারা খুব সহজেই আমার পোস্ট দেখে বাসায় এভাবে আম ও দুধের পুডিং রেসিপি তৈরি করতে পারেন ও শিখে নিতে পারেন। আশাকরি আপনাদের কাছে আমার আজকের আম ও দুধের পুডিং তৈরিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক...........

ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

12.jpg

ধাপ-12.

13.jpg

ধাপ-13.

14.jpg

ধাপ-14.

15.jpg

আমার আজকের বাসায় তৈরি আম ও দুধের পুডিং রেসিপি তৈরিটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

আপু আজ আমার জীবনে প্রথম দেখলাম আম ও দুধের পুডিং তৈরির রেসিপি। আমি জানিনা আম ও দুধের পুডিং খেতে কেমন লাগে। তবে আম ও দুধের পুডিং এর রেসিপির বিবরণ গুলো পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে আমি নিশ্চিত যে আম ও দুধের পুডিং খেতে অত্যন্ত সুস্বাদ এবং মজাদার ছিল। একটি নতুন এবং ইউনিক রেসিপি আমাদের উপহার দেয়ার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Hi @ayrinbd, We have different voting % for each delegator according to their delegation amount. Mostly all percentages are getting for like 1000sp, 2000 Sp, 3000sp ....10000 Sp and more.

 2 years ago 

এমনিতে দুধ খেতে আমার খুব একটা ভালো লাগে না। তবে দুধ দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করলে খেতে ভালো লাগে। আম ও দুধের পুডিং দারুন হয়েছে আপু। পুডিং খেতে আমি অনেক পছন্দ করি। আপনার তৈরি করা পুডিং রেসিপি খুবই লোভনীয় লাগছে দেখতে। এই গরমে পুডিং খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু এই মজার রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

কী দূর্দান্ত একটা রেসিপি শেয়ার করেছেন দিদি। একদম পারফেক্ট হয়েছে প্রসেস। খুব ভালো হয়েছে নিশ্চয় খেতে। ভালো থাকুন।

 2 years ago 

আমার বাংলা ব্লগে অনেকেই রেসিপি পোষ্ট করেন । কিন্তু আমার মনে হয় আপনার মত ভ্যারাইটিস আইটেম এবং লোভনীয় রেসিপি আর কেউ পোস্ট করেছে বলে পরে না। দুর্দান্ত হয় আপনার রেসিপি গুলো আপু। আজকের টা তো একদম মাখনের মত জমে গেছে পুরো। কি লোভনীয় লাগছে পুডিং টা 👌👌 খুব খুব চমৎকার একটা আয়োজন দেখলাম। কেন যে আপনার এলাকায় বাড়ি হলো না এটাই আফসোস করি এখন 🤔

 2 years ago 

পুডিং অনেকবার খেয়েছি তবে আম ও দুধের পুডিং আজকেই প্রথম দেখলাম। আসলে দেখেই তো আমার লোভ লেগে গেলো কারণ আমি পুডিং অনেক পছন্দ করি। আপনার রেসিপি পারফেক্ট ছিলো। অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

আম ও দুধের পুডিং রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। সত্যি আপু আপনার আজকের রেসিপির পরিবেশন দেখে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে আমাদের সাথে রেসিপিটা শেয়ার করলেন, দেখে শিখতে পারলাম। পরবর্তী তৈরি করবেন ইনশাআল্লাহ।

 2 years ago 

আপনার তৈরি করা আম ও দুধের পুডিং দেখতে অনেক সুন্দর হয়েছে। তবে আগে কখনো এই ধরনের পুডিং খাইনি। তবে আপনারটা দেখে জিভে জল চলে আসলো।
আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করে পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আমও দুধের পুডিং এর আগেও অনেকবার দেখেছি। কিন্তু বাসায় কখনো বানানো হয়নি। আমি ভেবেছিলাম বানাতে হয়ত অনেক ঝামেলা পোহাতে হবে। কিন্তু আপনার এই রেসিপি দেখে আমার কাছে মনে হল খুব বেশি কষ্ট হবে না।আপনি খুব সহজভাবে রেসিপিটি দেখিয়েছন।অনেক ধন্যবাদ আপু এত সহজভাবে রেসিপি টি উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আম ও দুধের পুডিং। তার মানে খুব ইয়াম্মি হয়েছে মনে হচ্ছে। আমের পুডিং এখনো খাওয়া হয়নি। তবে ট্রাই মেরে দেখবো।