তিলে গড়ানো ডিম লাড্ডু !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago
তিলে গড়ানো ডিম লাড্ডু

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।

1.jpg

আজকে আমি চমৎকার একটি মজাদার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এই রেসিপিটির নাম দিয়েছি তিলে গড়ানো ডিমের লাড্ডু। আমি জানি না এর সঠিক নাম কি তবে আমার কাছে মনে হয়েছে এই রেসিপির নাম তিলে গড়ানো ডিমের লাড্ডু এই নামটি বেশ মানিয়েছে। তিলে গড়ানো ডিমের লাড্ডু একবার তৈরি করে বেশ অনেক দিন প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করে রাখা যাই। এই লাড্ডু খেতেও বেশ মজাদার। ছোট বড় সকলেই অনেক পছন্দ করে এই রেসিপিটি খেয়ে থাকে। নতুন ভাবে নতুন কিছু তৈরি করে খাওয়ার মজাই অন্য রকম।

আজকে আমি অনেক দিন পর বাসায় তৈরি করেছি তিলে গড়ানো ডিমের লাড্ডু মজাদার রেসিপি। বেশ কয়েক রকম উপকরণ দিয়ে তৈরি করতে হয়েছে এই লাড্ডু রেসিপি। ময়দা , ডিম ,চিনি , তিল ও আরো কয়েক রকমের উপকরণ একসাথে করে বাসায় মজাদার ভাবে তৈরি করেছি এই লাড্ডু রেসিপিটি। আমি রেসিপি তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়ে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করেছি।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে বাসায় তৈরি করেছি তিলে গড়ানো ডিমের লাড্ডু রেসিপি। তিলে গড়ানো ডিমের লাড্ডু তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সুন্দর ভাবে একে একে শেয়ার করেছি ও ছবির মধ্যে লিখে দিয়েছি। আপনারা খুব সহজেই আমার পোস্ট দেখে বাসায় এভাবে মজাদার স্বাদে পছন্দের তিলে গড়ানো ডিমের লাড্ডু তৈরি করতে পারেন ও শিখে নিতে পারেন। আশাকরি আপনাদের কাছে আমার আজকের তিলে গড়ানো ডিমের লাড্ডু রেসিপি তৈরিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক...........

ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

12.jpg

ধাপ-12.

13.jpg

ধাপ-13.

14.jpg

আমার আজকের বাসায় তৈরি তিলে গড়ানো ডিমের লাড্ডু রেসিপি তৈরিটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

আমার কাছে মিষ্টি জাতীয় রেসিপি অনেক মজা লাগে। তিলে গড়ানো ডিম লাড্ডু রেসিপি শেয়ার করেছেন যেটা দেখতেই অনেক লোভনীয় লাগছে আমার তো একদম জিহ্বায় জল চলে আসছে। যদি দাওয়াত দিয়ে খাওয়াতেন বুবুজান।

 2 years ago 

আসলে আপু আপনি অনেক সুন্দর ভাবে তিলে গড়ানো ডিম লাড্ডু তৈরি করে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করেছে। কিছুদিন আগে আমার আম্মু তৈরি করেছিল আমাদের বাড়িতে। আসলে খেতে অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

তিলে গড়ানো ডিমের লাড্ডু সত্যি অনেক চমৎকার হয়েছে। এ ধরনের রেসিপি দেখলে খেতে খুব ইচ্ছে করে। আর পরিবেশনটা যেভাবে করেছেন যা দেখলেই জিভে জল চলে আসে। ধন্যবাদ আপনাকে অসাধারণ রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

তিলে গড়ান ডিমের লাড্ডু রেসিপি অনেক ইউনিক একটি রেসিপি। আপু আপনার রেসিপিটি আমার এত ভালো লেগেছে। রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ও লোভনীয় লাগছে। আমি এই রেসিপিটি বাসায় একদিন ট্রাই করবো। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমাদের পূজোর সময় তিলের নাড়ু/লাড্ডু বানানো হয় সেগুলো অনেক খেয়েছি বা দেখেছি। কিন্তু ডিম দিয়ে তিলের লাড্ডু কখনো খাইনি বা দেখাও হয়নি। লাড্ডু গুলো দেখতে খুবই সুন্দর লাগছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। আপু আপনার প্রতিটি ধাপ দেখে শিখে নিলাম বাসায় অবশ্যই একদিন ট্রাই করবো। ধন্যবাদ আপু।

 2 years ago 

তিলের লাড্ডু আমার ভীষণ ফেবারিট। বলা যায় লাড্ডুর মধ্যে তিলের লাড্ডু টাই সব থেকে প্রিয় আমার। আপনি খুব ভালো এটা বানিয়েছেন, সেটা বলতেই হয়।

 2 years ago 

তিল আর ডিমের সমন্বয়ে এত সুন্দর রেসিপি হয় তা আমার ধারণা ছিল না। বেশ ভালো লেগেছে আপনার এই রেসিপি ধাপ গুলো। খুবই সুন্দর উপস্থাপনা। আমি মনে করি, ইহা দেখে চেষ্টা করলে খুব সহজেই এমন রেসিপি বানানো সম্ভব।

তিল গড়ানো ডিম লাড্ডু দেখে আমার জিভে জল চলে আসছে। দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে। না জানি খেতে তার চাইতে কত সুস্বাদু ছিল। প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডিম লাড্ডু আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

আপু আপনার আজকের রেসিপি পোস্টটি অনেক সুন্দর। সাদা দিলে ডিম লাড্ডু দেখতে সত্যিই অনেক অসাধারণ লাগছে। খাবারটি নিঃসন্দেহে অনেক মজাদার আপনি এত সুন্দর ভাবে তৈরি করেছেন যে বাসায় একদিন তৈরি করে যেভাবে হোক খেয়ে দেখব। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর রেসিপি পোস্টগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি বরাবরই আমাদের মাঝে অনেক মজাদার মজাদার ইউনিক রেসিপি শেয়ার করে থাকেন আপনারা এই তিল লাড্ডুর রেসিপিটি দেখে আমার কাছে অনেক বেশি লোভনীয় লেগেছে। মজাদার এই লাড্ডু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।