You are viewing a single comment's thread from:

RE: অণুকবিতা "ভীষণই অরাজনৈতিক"

in আমার বাংলা ব্লগ3 years ago

মানুষ নাকি ? ওরা তো পশু, কারণ ওরা বস্তিতে থাকে,
মানুষ হলুম আমরা, যারা গাড়ি ঘোড়ায় চড়ি ।
কী বলো পাগলের মতো ? ওরাও মানুষ ? ওদেরও খিদে আছে ?
আমি ভাবতুম নোংরা কুকুর, ডাস্টবিন ঘেঁটে বেঁচে থাকে ।
পাঁচটি বছর পরে যখন ভোটের সময় আসে,
তখন শুধুই মানুষ ওরা অন্য সময় পশু ।

দাদা আজকের কবিতার প্রতিটি লাইন অসাধারণ। তবে এই কবিতার অর্থ বুঝা অনেক জ্ঞানের ব্যপার। আজকের কবিতার অর্থ খুজতে অনেক সময় লেগেছে। তবে অনেক মজা পেলাম, ধন্যবাদ দাদা।