আমার পরিচয়

আমার নাম আজিজুল হক। পিতা মরহুম হযরত আলী। মাতা মরহুমা আমেনা বেগম।আমার বয়স ২৪ বছর।আমার দেশের নাম বাংলাদেশ। রাজধানি ঢাকা, জেলা শরীয়ত পুর, থানা ডামুড্যা, গ্রাম মডের হাট। আমরা তিন ভাই চার বোন। তারা সবাই আমাকে ভালোবাসে। আমি একজন কোরয়ানে হাফেজ। ছোট বেলায় বাবা-মা মাদরাসায় ভর্তি করিয়েদেন। আমার মাদরাসার নাম ছিল বালিগাও হাফিজিয়া মাদরাসা। হাফিজি শেষ করে আলিয়া মাদরাসায় ভর্তি হই এবং দাখিল পাসকরি। আমার দাখিল মাদরাসার নাম হলো কনেশ্বর আলহাজ্ব আলী আহমদ সরদার ইসলামিয়া দাখিল মাদরাসা। আমি সেখান থেকে দাখিল পাস কোরে আন্য মাদরাসা থেকে আলিম এবং ফাজিল পাস করি। এখন আমি কামিল বা মাস্টার্সে অধ্যানরত আছি। সবাই আমাকে ভোট দিবেন ও রিপলে দিবেন এবং আমার জন্য দোয়াকরবেন। সকলকে ধন্যবাদ।
IMG_20220926_113346_950.jpg

Sort:  
 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। তবে আপনি আপনার পোস্টে কার মাধ্যমে এই প্ল্যাটফর্ম সম্পর্কে বা কমিউনিটির সম্পর্কে জানতে পেরেছেন সেটা উল্লেখ করেননি। আশা করি আমাদের মডারেটর গণ আপনাকে গাইডলাইন প্রদান করবেন ধন্যবাদ।

আমি ইউটিউব থেকেsteemit সম্পর্কে জেনেছি। আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ইতিমধ্যে আমাদের মডারেটর বৃন্দ আপনাকে একটি গাইডলাইন দিয়েছে আশা করি সেটা মেনে চলবেন ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্ট সঠিক হয়নি।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
👇
আর আপনি পরিচিতি মুলক পোস্ট তখনি করবেন যদি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনার পরিচিত কোনো ভেরিফাইড মেম্বার থেকে থাকে। আশাকরি বুঝতে পেরেছেন।

তবে এই মুহুর্তে এই বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না, আপনি আমাদের discord জয়েন করুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

আপনার পরামর্শ কাজে লাগিয়ে এবং আমার বাংলা ব্লগের নিয়ম মেনে ভবিষ্যতে আমার বাংলা ব্লগে লেখা লেখি করতে চাই। সম্মানিত মডারেটর আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে আপনার পরিচয় তুলে ধরেছেন আমার বাংলা ব্লগ এ।তবে এখন আপতত সদস্য নেওয়া বন্ধ আছে। তা অবশ্যই আমাদের মডারেটর আপু-ভাইয়া রা জানাই দিবেন আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইলো।