পোস্ট শিরোনাম || সময় মতো $PUSS buy না করার খেসারতঃ

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম



হ্যালো আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

ইমেজটি Discord থেকে নেওয়া হয়েছে

আজকে যে পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করবো সেটি $PUSS নিয়ে ঘুরতে যাওয়া একটি বাস্তব ঘটনা। আমি এমন একজন মানুষ যে কিনা সময়ের কাজ সময় করি না এটা হচ্ছে আমার বড় একটি দোষ । যার কারণে আমি সব সময়ই সব কাজেই পিছিয়ে পড়ি। আজকে এই পোস্টটি লেখার একটা কারণ আছে বটে, সেটা হচ্ছে আমার বাংলা ব্লগে নতুন একটি কয়েন এসেছে যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে পুশ। এই $PUSS যখন মার্কেটে এসেছে তখনই সবাইকে $PUSS কেনার জন্য বিভিন্ন ব্লগের মাধ্যমে বলা হয়েছিল এবং সবাই সেটা কিনেছেও বটে, কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে কিনা অলসতা করে সময় অপচয় করে শেষমেষ ১৩|০৯|২০২৪ তারিখে $PUSS কেনার জন্য discord এ $PUSS trade এ গিয়ে আমার TRX এড্রেসটি মেসেজ করি এবং সেখানে ৫০০০ puss কেনার জন্য মেসেজ পাঠাই । এর আগে যারা মেসেজ করেছে সেখানে দেখলাম দশ হাজার $PUSS কেনার জন্য তারা পেমেন্ট করেছে সম্ভবত ৬৬ স্টিম যাহা আমি $PUSS trade এ দেখেছি।

আমার ওয়ালেটে আছে ৫৪ স্টিম তো আমি ভাবলাম যেহেতু দশ হাজার $PUSS কিনেছে ৬৭ স্টিম দিয়ে সেহেতু পাঁচ হাজার $PUSS কিনতে আমার হয়তো সর্বোচ্চ ৪০ স্টিম লাগবে কিন্তু bot যখন আমাকে মেসেজের রিপ্লাই দেয় তখন দেখতে পেলাম ৫০০০ $PUSS ক্রয় করা করার জন্য আমার প্রয়োজন ২৩১ স্টিম । তখন আমি হতভম্ব হয়ে গেলাম। কারণ আমার তো এত স্টিম নেই সুতরাং আমি সাথে সাথে আমাদের Admin হাফিজ ভাইকে আমার একটি পোস্টের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেই যে ভাইয়া এই মুহূর্তে পাঁচ হাজার $PUSS কেনার মতো স্টিম আমার ওয়ালেটে নাই । সে ক্ষেত্রে আমাকে কিছুদিন সময় দিতে হবে কারণ আমার ৪৫২ স্টিম heroism এর কাছে ডেইলিগেট করা আছে । সেখান থেকে ডেলিগেট ক্যানসেল করে আমার wallet এ আসার পরেই আমি পাঁচ হাজার $PUSS করতে পারবো। হাফিজ ভাইকে এই কমেন্টস করার পর সে আমাকে জানালো যখন প্রথম $PUSS ক্রয় করার জন্য পোস্ট করা হয়েছিল তখন ৫ হাজার $PUSS ছিল মাত্র ১০ স্টিম ।

তখন আমি নির্দ্বিধায় পাঁচ থেকে দশ হাজার পুশ ক্রয় করতে পারতাম। এই পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করার মানে হচ্ছে আমার অলসতার কারণে বা সিরিয়াসলেস এর কারণে আমি আজ এই বিপদের সম্মুখীন হয়েছি। শুধু এখানেই না বরাবরই আমি সব সময় সব কাজে অলসতা করে থাকি, যার কারণে আমি স্বাভাবিকভাবে আমার জীবনে অনেক পিছিয়ে পড়েছি। তারপরে ও আসলে আমার বুঝে আসতেছে না। আমি মনে করি জীবনের প্রতিটি ক্ষেত্রেই অলসতা পরিহার করে সিরিয়াসলি হওয়া অত্যন্ত জরুরি এবং সময়ের কাজ সময়ে করা উচিত। তাহলেই কেবল জীবনে সফলতা আসতে পারে এবং সাক্সেস হওয়া সম্ভব।

বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি আমার আজকের এই পোস্টটি সবার কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে এবং সবাই পোস্টটি ভিজিট করবেন। অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।

F1sR3uPuh6LG2Pa74He5bV2hyGpwsrRBoVbg5m9yUEVos2AZSu47c2fcCDoDUkZstTsPz8DF2XAMNvJ2oY1WEzYUdKf7uzZZS7tFAY4RD7RZ3RtijKvVhV9tcArFij2KrNGLPDKx7Qrw6pu9axzfdPrzNb8ScEPJWJhBXXGD6bbVbfhw5WxEDv652W7pvSh272ErsahafGKLvk37sq3LqqXQbyPC.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFa6PCA5PqBjf3814AomaBNh1sjAhGurcrbXNutXLYaLc5W7C7iWHwYRZUdeG...WGm8395pPJ5ZzZK8THWPqVK9d2S1GubN3KFmMuzpzgMZ43oggvLaDWozrYcR8sK1sVEbDaVoizynf8Km678okenWWShswb5rkccJutNk4ECBVp4KiCGXwedruC.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaE82pVbSeSRDwGwmwS6ZeUQP9pFNrFLbT4VzSCda2gnv1GJ9WwWns32xTfSaY...BpX9Edn8Wydi9cHhsMusgC8fAWDsSPmRZSTNKodnki6hi9yMKwtdjNwgrTWtL371U7U4FvMXuaDxGP5inAsXCk7QrSn6tpBhdCUivAPXTHx53b6Ln3LSyqimA6.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxLUy5tRWHZwoPkvkw4cLv9wovLuMmF7ZGAf4DAwsJfZ4uGNX7qG1KHTDN8Q1...bfFoudbaKZ5Vzsde5eATfH2qnmXwui7kQzogqp1a2ZKtDZmWpxMNYWMHX3NCBZ9mC9NHDzBd7K4gJTgV42NDT6Wu5KwX8mB5gYrCgUbVjh2urpH5Xg7YyNLnza.png

Sort:  
 2 months ago 

আসলে সময়ের কাজ সময়ের মধ্যেই করা উত্তম।এক‌ সময়ের কাজ অন্য সময়ে করলে তা কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। আসলে যারা এই পুস কয়েন ভালো সময়ে কিনতে পারছে, তারা সকলেই অনেক ভালো করছে।আর যারা কিনতে পারেনি, তাদের জন্য সমবেদনা।আর এই সমবেদনা তারা এখন বুঝতে পারছে।

 2 months ago 

প্রথম প্রথম আমরা অলসতা করেছিলাম ভাই ভালোভাবে বুঝতে না পারায়। এজন্য অনেক লস দেওয়া লেগেছে। না হলে অনেক বেশি কিনতে পারতাম। তবে এখনো সুযোগ আছে কিনতে পারলে ভালো ভবিষ্যতে আরো দাম উঠবে।

 2 months ago 

ঠিকই বলেছেন আপু, আসলে আমি অলসতা টা একটু বেশি করে ফেলেছি।

 2 months ago 

আপনার পোস্টটি পড়ে খারাপ লাগলো।আসলে আমাদের সময় মত যেকোনো কাজ করা উচিত।এই পুশ কেনা থেকে আমরা অনেকেই বুঝলাম যে,সময়ের মধ্যেই আমাদের কাজ গুলো করে নিতে হবে।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

জি আপু, এই পুশ কিনতে না পারার কারণে আমি এখন কোন সাপোর্টই পাচ্ছি না।