You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮৮

in আমার বাংলা ব্লগlast year

জীবন আমার যেমন তেমন
যাচ্ছে চলে ভাই,
এই জীবনের কুল কিনারা
পাই না খুজে ভাই।

জীবন নামের ট্রেনটি চলে
জীবনের মত ভাই,
এই জীবন হবে না-কো
মনের মত ভাই!

জীবন আমার ঢেউয়ের মতো
চলছে হেলে দুলে,
জানিনা এই জীবন পৌছাবে কিনা
সঠিক কোন কুলে।।

কুল কিনারা হীন এই জীবনে
সুখ খুঁজে না পাই,
সুখের খোঁজে তাইতো ও আমি
দৌড়োই আর দৌড়াই।।

Sort:  
 last year 

এটাই জীবন, ধন্যবাদ। দারুন লিখেছেন।