ইউ আই ইউ এবং কনসার্ট || শেষ পর্ব ||

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কালকে আপনাদের মাঝে আমাদের ইউনিভার্সিটিতে কনসার্টের প্রথম পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আচ্ছা আমি আমাদের ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হওয়া কনসার্টের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভাল লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।


IMG20241106191913.jpg

আমি আপনাদের মাঝে আমার ক্লাস শেষ করে মাঠে গিয়ে কনসার্ট উপভোগ করা এবং মাগরিবের নামাজের জন্য বিরতি পর্যন্ত শেয়ার করেছিলাম। আজ আমি আপনাদের মাঝে বিরতির পরের অংশ শেয়ার করতে যাচ্ছি। নামাজের বিরতির পর কনসার্ট আবার শুরু হয়। এই কনসার্ট এর মূল আকর্ষণ ছিল বাংলা ব্যান্ড কনক্লিউশন ও নেমেসিস। বিরতির পর আমাদের ইউনিভার্সিটির অ্যালুমনাই রা পারফর্ম করে। গান, নাচ, কৌতুকে মেতে উঠেছিলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি ও আমার বন্ধুরা একসাথে কনসার্টটি উপভোগ করতে থাকি। একা করে আমাদের ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের সবাই আমাদের মাঝে নিজেদের পারফরমেন্স তুলে ধরে এবং আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মিলেও বেশ কিছু পারফরমেন্স আমাদের মাঝে তুলে ধরে।


IMG20241106175029.jpg

এরপর আমাদের সবার অপেক্ষার অবসন ঘটে। অনেকগুলো পারফরম্যান্স উপভোগ করার পরে কনসার্ট এর মূল আর্কষণ দুইটি ব্যান্ডের মধ্যে একটি ব্যান্ড চলে আসে এবং ব্যান্ডটি হলো কনক্লিউশন। কনক্লিউশন ব্যান্ডটি এসে সবার প্রথম তাদের মিউজিকাল ইনস্টলমেন্ট,ভোকাল,গিটার, ড্রাম্প ইত্যাদি ঠিক করে নেয়। এরপর তারা একে একে তাদের ব্যান্ড এর গানগুলো আমাদের মাঝে পারফর্ম করে। তারা অনেকগুলো গান যেমন অবশেষে, প্রিয় অন্ধকার, সাজো তুমি, পরিণীতা ইত্যাদি গান আমাদের মাঝে পরিবেশন করে৷ আর সকল দর্শক রা তাদের সাথে গানগুলো অনেক বেশি উপভোগ করছিলো। আমরা যারা বাংলা ব্যান্ড গান শুনি তারা জানি কনক্লিউশন ব্যান্ডের পরিণীতা গানটি অনেক বেশি জনপ্রিয় তাই তারা সবার শেষে পরিণীতা গানটি সবাই মিলে সুরে সুর মিলিয়ে গাইতে থাকে তখন অনেক বেশি ভালো লাগছিলো সবার ভোকাল যেনো এক হয়ে গিয়েছিলো।


IMG20241106192511.jpg

কনক্লিউশন ব্যান্ডের গান শেষ হাওয়ার পর পরেই মঞ্চে উঠে নেমেসিস ব্যান্ড। নেমেসিস ব্যান্ড বাংলাদেশের একটি জনপ্রিয় বাংলা ব্যান্ড। নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট হচ্ছে জোহাদ ভাই। জোভাদ ভাই যখন স্টেজে উঠে তখন সবাই স্লোগান দিতে থাকে। এরপর তারাও তাদের ভোকাল, গিটারসহ সব মিউজিকাল ইনস্টলম্যান্টগুলো ঠিক করে নেয়। এরপর নেমেসিস ব্যান্ড তাদের ব্যান্ডের গানগুলো আমাদের মাঝে পরিবেশন করে৷ তারা বেশ কিছু গান যেমন কবে, জানালা, নির্বাসন, গণজোয়ার ইত্যাদি গান আমাদের মাঝে পরিবেশন করে। নেমেসিস ব্যান্ডের জনপ্রিয় দুইটি গান হলো কবে এবং গণজোয়ার এই দুইটি গান গাওয়ার সময় সবাই মিলে গাচ্ছিলো যা একসাথে শুনতে অনেক বেশি জোস লাগছিলো আর কনসার্টের লাইটিংগুলো ও ছিলো অনেক জোস যে কারো ভালো লাগবে এমন।


IMG_20241106_200335.jpg

নেমেসিস ব্যান্ড সবশেষে গণজোয়ার গানটির মাধ্যমে তাদের পারফরম্যান্স শেষ করে। এরই সাথে ইউয়াইইউ কালচারাল ক্লাব এই কনসার্টটির সমাপ্তি ঘোষণা করে। আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 7 days ago 

কলেজ বা ইউনিভার্সিটি তে এমন সুন্দর কনসার্ট একদম আলাদা একটি অনুভূতি। আমারও মনে পড়ে যায় কলেজে থাকাকালীন এমন সুন্দর সোশ্যাল প্রোগ্রাম গুলো। ভীষণ সুন্দর করে তুমি তোমার ইউনিভার্সিটিতে হয়ে যাওয়া অনুষ্ঠানের পোস্ট দিলে। সব মিলিয়ে দারুন একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করলে।

 6 days ago 

তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 5 days ago 

নেমেসিস এবং কনক্লিউশান দুইটা বেশ জনপ্রিয় ব‍্যান্ড। আপনাদের ইউনিভার্সিটি তে এরা এসেছিল মানে বেশ বড়ভাবে হয়েছে কনসার্ট। পাশাপাশি আপনাদের ইউনিভার্সিটির অনেকেই পারফর্ম করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে মূহূর্তটা শেয়ার করে নেওয়ার জন্য।।