নীলফামারী বিজয় মেলায় কাটানো কিছু মুহুর্ত ||

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে নীলফামারীতে চলমান বিজয় মেলায় ঘুরতে যাওয়ার অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।


IMG20241224195016.jpg

আমি গত পরশুদিন আম্মু ও ভাইয়ার সাথে সন্ধ্যাবেলা মেলা গিয়েছিলাম। নীলফামারীতে বর্তমানে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যা বেলা নীলফামারী বিজয় মেলায় যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হই। এই মেলাটি নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বাসা থেকে নীলফামারী বড় মাঠ খুব কাছেই। আমরা একটি রিক্সা নিয়ে বাসা থেকে নীলফামারী বড় মাঠে যাওয়ার উদ্দেশ্যে বের হই। প্রায় ৫ মিনিটের মধ্যে আমরা নীলফামারী বড় মাঠে পৌঁছে যাই। মেলাটি সবার জন্য উম্মুক্ত ছিলো এবং কোনো টিকিটের ব্যবস্থা ছিলো না।

মেলায় যাওয়ার পর আমরা পুরো মেলা ঘুরে দেখতে থাকি। মেলাটি বড় না হলেও বেশ নানা ধরনের দোকান এই মেলায় বসেছে। মেলায় বেশিরভাগ মেয়েদের জিনিসপত্রের দোকান বসেছে। এছাড়াও বিভিন্ন হাতের কাজের দোকান বসেছিলো মেলায়। আমরা মেলায় প্রতিটি দোকান ঘুরে ঘুরে দেখতে থাকি। মেলায় আমাদের মতো আরো অনেকেই ঘুরতে এসেছিলো।মেলায় হরেক রকমের মিষ্টির দোকান ও বসেছিলো । তাছাড়াও মেলায় বই এর দোকান ও বসেছিলো। আর মেলার ডেকোরেশন ও লাইটিং অসম্ভব সুন্দর করেছিলো।


IMG20241224185707.jpg

IMG20241224193813.jpg

মেলায় ছোটদের জন্য বিভিন্ন রাইড এসেছিলো। মেলায় চমৎকার একটি নৌকা রাইড এসেছিলো যেখানে অনেকেই নৌকায় উঠে নৌকা রাইড উপভোগ করছিলো। নৌকা রাইডে আমি অনেক বেশি উঠেছিলাম ছোটতে। এরপর আবার একটি বড় নাগরদোলা এসেছিলো। নাগরদোলাতেও আমি অনেকবার উঠেছি। আমার কাছে নাগরদোলার থেকে নৌকা বেশি ভালো লাগে। এরপর মেলায় ছোটদের জন্য একটি ট্রেন রয়েছে। এছাড়াও মেলায় ছোটদের জাম্পিং এর একটি রাইড ও এসেছে যেখানে ছোটরা জাম্পিং করছিলো।


IMG20241224192359.jpg

IMG20241224193800.jpg

IMG20241224190051.jpg

আমরা মেলায় কিছু কেনাকাটা করি। কেনাকাটা করে আমি বই এর দোকানে কিছু বই দেখি। আমার কাছে সবথেকে ভালো লেগেছে মেলায় হাতের কাজের স্টলগুলো। এই স্টলগুলোয় খুবই চমৎকার হাতের কাজে বানানো অনেক কিছু ছিলো। সর্বপরি আমরা মেলায় বেশ ভালো একটা সময় উপভোগ করি। আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ে দেখার জন্য।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

নিলফামারী বিজয় মেলায় যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করলে বলে ভালো লাগলো। এই ধরনের মেলাগুলিতে বিভিন্ন ধরনের দোকান বসে বলে ঘুরতে খুব ভালো লাগে। নৌকার রাইডটি বেশ মজার। সেখানে চললে বেশ একটা থ্রিলিং অনুভূতির জন্ম হয়। সবমিলিয়ে দারুণ সুন্দর একটি সময় কাটিয়েছো দেখে ভালো লাগলো।

 8 days ago 

আপনারা সবাই মিলে বিজয় মেলায় গিয়েছিলেন এটা শুনে অনেক ভালো লাগলো। নীলফামারীতে বিজয় মেলা দেখছি অনেক সুন্দর ভাবে হচ্ছে। বিজয় মেলায় গিয়ে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন, এটা তো দেখেই বুঝতে পারছি। অনুভূতিগুলো অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর করে সবার মাঝে শেয়ার করেছেন।

 8 days ago 

মেলায় গিয়ে ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আর মেলায় গেলে অনেক সুন্দর মুহূর্ত কাটানো যায়। নীলফামারী বিজয় মেলায় গিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপনি। অনেক সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছেন আপনি। যেগুলো দেখে আমার কাছে আরো ভালো লেগেছে।

 7 days ago 

বিসিক উদ্যোক্তা মেলা আমাদের রংপুরের জিলা স্কুলের মধ্যে ও হচ্ছে। আপনাদের নীলফামারীতে বিসিক উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে এই ধরনের মেলার মধ্যে ঘুরতে গেলে অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করা যায়। আপনি মেলার মধ্যে দারুন একটি সময় উপভোগ করেছেন।