নীলফামারী বড় মাঠের কিছু ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগlast year
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সামনে নীলফামারী বড় মাঠের কিছু ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করবো। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আশা করছি আমার করা ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তবে চলুন কথা না বাড়িয়ে আমার করা কিছু ফটোগ্রাফি দেখে আসি।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG_20230717_205134.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


আমি রোজ বিকেলেই নীলফামারী বড় মাঠে ফুটবল খেলতে যাই। এই ছবিটা আমি কালকে বিকেলে তুলেছিলাম। প্রতিদিনের মতো কালকে বিকেলেও আমি নীলফামারী বড় মাঠে ফুটবল খেলতে গিয়েছিলাম। বিকেলের আকাশের সাথে মাঠ এর সৌন্দর্য আমার মনকে মুগ্ধ করে তোলে। সূর্যের চারপাশে মেঘগুলো অনেক সুন্দর লাগছিল,তখন এই ছবিটি আমি ক্যামেরাবন্দি করর নিই।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG20230717173627.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটি আমার আজকের বিকেলের তোলা। প্রতিদিনের মতো আজকে বিকেলেও আমি নীলফামারী বড় মাঠে ফুটবল খেলতে গিয়েছিলাম। বিকেলবেলা আকাশ টা খুব পরিষ্কার ছিল । মাঠ ঢুকে এই ফটোগ্রাফিটি করেছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG_20230717_211100.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটিও আমি আজকে বিকেলে তুলেছিলাম। আজকে দুপুরের দিকে আমাদের এইদিকে প্রচুর বৃষ্টি হয়। কিন্তু বিকেল হতে হতেই আবার প্রচুর রোদের দেখা দেয়। কিন্তু বৃষ্টির পানি মাঠে জমেই ছিলো। বৃষ্টির পরের রোদ হয়ে আকাশটি এমন দেখাচ্ছিলো।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG_20230717_211928.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি কালকে করেছিলাম। কালকের আকাশ বেশ ভালো ছিলো। বিকেলে অনেক রোদ ছিলো। আকাশ একদম পরিষ্কার ছিলো। আকাশের মেঘগুলোর সাথে মাঠটি অসম্ভব সুন্দর লাগছিলো, তখনি এই ফটোগ্রাফিটি করেছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_20230717_212952.jpg

Device : One Plus

What's 3 Word Location


এই ছবিটি আমার আজকের তোলা। গোলবারের পেছনে যে নীল কালার ভবনটি দেখা যাচ্ছে সেটি হলো ছমিরউদ্দিন স্কুল এন্ড কলেজ আর পাশে যেই হলুদ কালার ভবনটি দেখা যাচ্ছে সেটি হলো নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমি ক্লাস ১ থেকে ক্লাস ৫ অব্ধি পড়েছি। এই মাঠে যেন আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে। ছোট থেকে আজ অব্ধি এই মাঠেই খেলাধুলা করে বড় হচ্ছি।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৬

IMG20230716173625.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটি আমার কালকের তোলা। আগেই বলেছি কালকের আকাশটি অনেক পরিষ্কার ছিলো।

সূর্যের তাপ একদম প্রখর ছিলো। মাঠে ঢুকেই এই ফটোগ্রাফিটি করেছিলাম যেখানে সূর্য, মেঘ, আকাশ এবং মাঠ একসাথে অসম্ভব সুন্দর লাগছিলো।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 last year 

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। নীলফামারী বড় মাঠের ফটোগ্রাফি গুলো খুবই দুর্দান্ত হয়েছে। পড়ন্ত বিকেলে ছেলেরা মাঠের মধ্যে খেলতেছে দেখে খুব ভালো লাগলো। নিশ্চয় আপনি বিকেল বেলা খেলা উপভোগ করেছেন। ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে আমাদের সাথে শেয়ার করলেন নীলফামারির এলাকা দেখতে অনেক সুন্দর। তাছাড়া আপনি যেহেতু প্রতিদিন বিকেল বেলা স্কুলের মাঠে খেলতে যান তাহলে তো খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। ফটোগ্রাফি গুলো অসাধারণ ভালো লেগেছে এমন নীল আকাশ সাদা মেঘ বেশ ভালই লাগে আমার দেখতে।

 last year 

আপনি ঠিক বলেছেন আমাদের নীলফামারী দেখতে খুবই সুন্দর। অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপনি খুব চমৎকারভাবে নীলফামারী বড় মাঠের কিছু ফটোগ্রাফি করেছেন। এখন এত বড় মাঠ তেমন দেখা যায় না। যাইহোক আপনার ফটোগ্রাফির মধ্যে এত বড় মাঠ আমরা দেখতে পেলাম। এসব মাঠগুলোতে খেলাধুলা করতে অনেক ভালই লাগবে। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। অনেক শুভকামনা রইল।

 last year 

ভাই আপনার শেয়ার করা ফটোগ্রাফি মূলক এই পোস্টটি আমার বেশ পছন্দ হয়েছে। মাঠ থেকে তোলা ফটোগ্রাফি গুলোর দৃশ্য সত্যিই মুগ্ধ করার মত । ছবিতে সুন্দর আকাশের দৃশ্য দেখে মনটা ভরে গেল।

 last year 

অচেনা একটি খেলার মাঠ সম্পর্কে ধারণা অর্জন করতে পারলাম। আপনি খুব সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করেছেন এই জায়গাটা, আর পাশাপাশি খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন ভালো লাগলো ফটোগ্রাফির মাঝখানে খেলার জায়গায় মানুষের খেলাধুলার কিছুটা অংশ দেখতে পেরে।