ধানমন্ডিতে বন্ধুদের সাথে কাটানো সুন্দর সময় ||

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে আমার বন্ধুদের সাথে কাটানো সুন্দর কিছু সময় আপনাদের মাঝে শেয়ার করে নেবো। আশা করি আপনাদের ভালো লাগবে।


PXL_20240626_170736320.jpg

আমি কিছুদিন আগে আমার এক বন্ধু ফাহিম তাদের রেস্টুরেন্টে ট্রিট দেয়। আজ আমি আপনাদের মাঝে সেইদিন এর অনুভূতি প্রকাশ করতে যাচ্ছি। ভার্সিটিতে সেদিন আমাদের দুটি ক্লাস ছিলো। গত বুধবারের কথা, ভার্সিটিতে আমার প্রথম ক্লাসটি ছিলো সকাল ৯'৫০ থেকে সকাল ১১'১০ পর্যন্ত এবং আমাদের ২য় ক্লাসটি ছিলো দুপুর ১২'৩০ থেকে ১'৫০ পর্যন্ত। আমরা সবাই ক্লাস শেষ করে বাসায় ফিরে আসি। আমার যেই ফ্রেন্ড এর ট্রিট দেওয়ার কথা সে ধানমন্ডিতে থাকে এবং তাদের রেস্টুরেন্ট ও ধানমন্ডিতেই।

আমরা টোটাল পাচজন ছিলাম এর মধ্যে তিনজন সায়েদনগর থেকে ধানমন্ডির দিকে রওনা দেই বিকেল বেলা। আর বাকি দুইজন মিরপুর থেকে ধানমন্ডির দিকে রওনা দেয়। আমরা বনানী হয়ে বিকাশ বাসে করে ধানমন্ডিতে যাই। যারা মিরপুর থেকে আসছিলো তাদের সাথে ধানমন্ডিতে দেখা করি এরপর আমাদের যেই বন্ধু ট্রিট দিবে সে ও ধানমন্ডিতে আসে আমরা সবাই একসাথে হই। আমরা রিক্সা করে ধানমন্ডি লেকের দিকে যাই। ধানমন্ডি লেকে যাওয়ার পর অনেক গরম লাগছিলো তাই আমাদের এক বন্ধু শাহাদ আমাদের আইস্ক্রিম ট্রিট দেয়।

এরপর আমরা সবাই রবীন্দ্র সরোবরে যাই। রবীন্দ্র সরোবরে বেশ ভালোই ভির ছিলো। রবীন্দ্র সরোবরে গানের আসর বসেছিলো আমি ও আমার বন্ধুরা রবীন্দ্র সরোবরে বসে আড্ডা দেই ও গানের আসরে যোগ দেই। কিছুক্ষণ বসে থাকার পরে রবীন্দ্র সরোবরের পাশেই যে চায়ের দোকান রয়েছে সবাই মিলে সেখানে গিয়ে দুধ চা খাই। রবীন্দ্র সরোবরে বেশ ভালো একটি সময় কাটিয়েছিলাম বন্ধুদের সাথে।


IMG_20240626_200243.jpg

IMG_20240626_191859.jpg

এরপর কিছুক্ষণ ধানমন্ডি লেকে হাটাহাটি করি। এক পর্যায়ে আমরা বন্ধুরা মিলে ধানমন্ডি লেকে কিছু ছবি তুলি। সবাই মিলে একক ও বন্ধুরা সবাই মিলে একসাথে ছবি তুলি। সবাই মিলে ছবি তুলতে তুলতে বেশ মজা করি। ধানমন্ডির লেকের উপরে যেই ব্রীজ দিয়ে রবীন্দ্র সরোবরে যায় ওই ব্রীজের উপর সবাই মিলে বেশ কিছু ছবি তুলি ও আড্ডা দেই।


IMG_5523.JPG

এরপর আমরা সবাই মিলে ফাহিম দের রেস্টুরেন্টে যাই। ধানমন্ডিতে তাদের বেশ ভালো একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে এর আগেও আমরা একবার খেয়েছিলাম। রেস্টুরেন্টটি বেশ নিরিবিলি পরিবেশে যেটি আমার কাছে খুবই ভালো লাগে। আমরা সবাই রিক্সা নিয়ে রেস্টুরেন্টে যাই। ওখানে ফাহিমের আব্বু আমাদের অনেক ভালো আপ্যায়ন করে। এবং আমাদের আসন গ্রহণ করতে বলে। আমরা সবাই আংকেল কে সালাম দিয়ে নিজেদের আসন গ্রহণ করি।

আমাদের খাবারের বেশ কয়েকটি আইটেম ছিলো রুমালি রুটি, মাটন, চিকেন কারি, সালাত ও বেশ ইউনিক একটি আইটেম মাশরুম থাকে। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করি। এই রেস্টুরেন্টের সবগুলো আইটেম এই চমৎকার টেস্ট। আমার কাছে মাটন এর মাংসটি সবথেকে বেশি মজাদার লাগে। এখানকার রুমালি রুটি ও আমার বেশ ভালো লাগে। আমরা সবাই মিলে তৃপ্তি করে খাওয়া দাওয়া শেষ করি এবং ফাহিমকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি দিন আমাদের উপহার দেওয়ার জন্য।

আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG_5624.JPG

IMG_20240626_213722.jpg


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

আসলে ভাইয়া বন্ধুদের সাথে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন।তারপর অনেক ভালো ভালো খাবার খেয়েছেন।আসলে বন্ধুদের সাথে কাটানো সময়ের তুলনা হয় না। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।