স্বরচিত কবিতা "মায়ের উপমা" ||

in আমার বাংলা ব্লগlast year (edited)
আসসালামু আলাইকুম/আদাব
আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমি আমার স্বরচিত কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আমি মাঝে মাঝেই লেখালেখি করি। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। অবসর সময়ে প্রায়ই আমি কবিতা লেখি। তাই আজ আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাইকে ভালো লাগবে। বেশ কয়েকদিন থেকে তেমন কবিতা লেখা হচ্ছেনা তাই আজকে ভাবলাম একটি কবিতা লেখা যাক। তাই আজকে আমি একটি কবিতা লিখলাম কবিতার শিরোনাম দিলাম "মায়ের উপমা"।
বন্ধুরা আসুন এখন কবিতাটি সম্পর্কে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। এই কবিতাটির সাথে আমার বাস্তব জীবনের মিল রয়েছে। সারাদিনে আম্মু আমার সাথে যা যা করে এটিই মজার ছলে লিখার চেষ্টা করেছি। প্রতিনিয়ত বাসায় আম্মুর সাথে কিভাবে সময় কাটে এটিই তুলে ধরেছি আমার এই কবিতার মাধ্যমে। আমার সাথে প্রতিদিন মা যা করে সেটিই কবিতার মাধ্যমে মজার ছলে লেখা। ঘুম থেকে ডাকার সময় বলে ১০ টা পার হয়ে গেছে আবার উঠে দেখি ৯ টাই বাজেনি।🤦🏻‍♂️ চুল, দাড়ি, নখ একটু বড় দেখলেই সেগুলো কাটার জন্য বেশ তাড়া দেয় আম্মু। প্রতিদিন এভাবে মায়ের সাথে খুনসুটি করেই সময় কাটে আমার। গোসল করার পর মুখে ক্রিম, ঠোঁটে ভেসলিন আজো আমার মা লাগিয়ে দেয়। মা আমাকে স্বপ্ন দেখায় প্রেরণা দেয় প্রতিষ্ঠিত হাওয়ার। সবশেষে বলতে চাই মায়ের সাথে সারাটি দিন অনেক ভালো কাটে আমার। আশা করছি কবিতাটি আপনাদের মন্দ লাগবে না এমনকি কারো কারো জীবনে কমন ও পরতে পারে। তো চলুন দেরী না করে কবিতাটি পরে আসি।

IMG_20230423_173044.jpg

💖 মায়ের উপমা 💖
💖আল হিদায়াতুল শিপু💖

আমার সাথে সারাটা দিন
কি- যে করে মা!
এই কবিতায় দিয়ে যাব
তারই উপমা।

সকালবেলা ঘুমের ঘোরে
মায়ের আওয়াজ শুনি,
নয়টা হলে দশটা বাজায়
"মা" যে ভীষণ গুণী।

দাঁতের দিকে খেয়াল করে
ব্রাশ করায় আরো,
বিরক্ত হয়ে বলি মাকে
কেমনে তুমি পারো।

চুল দাড়ি গোঁফ কাটাতে
কিংবা হাতের নক,
ঊনিশ-বিশ হলেই শুধু
করো বকবক।

নাস্তা খেতে দেরি হলে
হায়রে চিল্লাচিল্লি,
ইচ্ছে করে পালিয়ে যাই
স্বপ্নের শহর দিল্লি।

ক্রিম লাগাতো মুখে আমার
ঠোটে ভেসলিন,
পরিপাটি পোশাক পরিয়ে
করে দেয় ক্লিন।

পড়াশোনা করছি কিনা
খেয়াল রাখে রোজ,
মোবাইল ফোনে কি করছি
সেটাও রাখে খোঁজ।

পোস্ট কমেন্ট করারর জন্য
নিত্য যে দেয় তাড়া
মাঝে মাঝে রুমে আমার
দেয় যে পাহারা।

মায়ের অগোচরে আমি
শুধুই খেলি গেম,
মায়ের সাথে মাঝে মাঝে
আমি হই সেম।

স্বপ্ন দেখায় মা যে আমার
প্রতিষ্ঠিত হওয়ার,
জ্ঞানের আলো এই জগতে
বিশাল বড় পাওয়ার।

দুষ্টামিটাও করে ভীষণ
ছোটদের মতো,
মায়ের হাসি মুখটা দেখে
দূর হয়ে যায় ক্ষত।

আমার মায়ের উপমাগুলো
বলে হবেনা শেষ,,
মায়ের সাথে সারাটা দিন
কাটাই আমি বেশ।


আমার মায়ের অনুপ্রেরণায় আমার লেখালেখির জগতে আসা। যদিও মায়ের ইচ্ছে পূরণ করতে পারিনা তবে মাঝে মাঝে সময় পেলে কবিতা লেখার ট্রাই করি। আম্মুর পদ্য কবিতাগুলো আমার কাছে দারুণ লাগে। কি চমৎকার করে স্বরবৃও ছন্দে লিখেন। ৮ ৬ মাত্রার এই কবিতাগুলো আমি নিয়মিত ফলো করি এবং সেভাবে লেখার চেষ্টা করি,তবে দু একটি মাত্রা এদিক সেদিক হলে আম্মুর কাছে ঠিক করে নিই। আমার মায়ের লেখা কবিতার অনেক ভক্ত পাঠক আমি দেখেছি দেশ এবং দেশের বাইরেও, যা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমার বাংলা ব্লগ পরিবারেও অনেকেই আম্মুর লেখা কবিতাগুলো ভীষণ পছন্দ করে, এটি আমার কাছে অনেক গর্বের। আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীতে আরো মজার মজার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো।
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 last year 

যেমন মা ছেলে তো তেমনি হবে। আপুর কবিতা আমার যেমন ভালো লাগে তেমনি আবৃত্তি শুনতেও অনেক ভালো লাগে। মায়ের মতো করে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনার মায়ের সাথে সারাটা দিন কিভাবে কাটে তার উপর ভিত্তি করে খুব সুন্দর কবিতা লিখেছেন। প্রতিটা লাইন খুব সুন্দর মিলিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনি অনেক সুন্দর ভাবে আপনার মাকে নিয়ে আপনার স্বরচিত কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে কবিতার প্রতিটি লাইনের সঙ্গে প্রতিটি লাইনের অনেক মিল রয়েছে। আসলে আমি মনে করি প্রত্যেকের মা প্রত্যেকের কাছে অনেক প্রিয়। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার কবিতা পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

"মা" শব্দটি পৃথিবীর সবথেকে ছোট শব্দ হলেও "মা" সব থেকে বেশি আপন। মায়ের প্রতি ভালোবাসা রেখে আপনার অনুভূতির দ্বারা বেশ সুন্দর কবিতা রচনা করেছেন। মাকে নিয়ে বেশ সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনি ঠিক বলেছেন "মা" শব্দটি পৃথিবীর সবথেকে ছোট শব্দ হলেও "মা" সব থেকে বেশি আপন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার কবিতাটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

মায়ের উপমা- কবিতাটি দারুন লিখেছেন তো। আমার খুব ভালো লেগেছে। আসলে মায়ের উপমা লিখে শেষ করার মতো না।আপনার কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে।আমার কাছে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 last year 

আপনি ঠিক বলেছেন মায়ের উপমা লিখে শেষ করা সম্ভব নয়। আমি চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে কিছুটা তুলে ধরার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপনার আম্মুর সাথে আপনার কাটানো মুহূর্তগুলো আপনি কবিতার মাধ্যমে শেয়ার করেছেন। মায়ের উপমা কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার তো মনটা ভরে গিয়েছে আপনার লেখা কবিতাটা পড়ে। আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা লিখতে পারেন এটা কিন্তু বলতে হয়। ঠিক আপনার মায়ের মতই কবিতা লেখেন। অনেক সুন্দর হয়েছে কবিতাটা। সারা জীবন যেন আপনাদের দুজনের সম্পর্কটা এরকম থাকে এবং হাসিখুশিতে দিন কাটান এটাই কামনা করি।

 last year 

দোয়া রাখবেন যেন সারাজীবন এরকম হাসি খুশি থাকতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ে এত সুন্দর করে একটি মন্তব্য করার জন্য।

 last year 

কি বলবো ভাই আপনার কবিতা পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। মায়ের তুলনা শুধু মা। আসলে পৃথিবীতে মায়ের মতন কেউ হয় না। মা হচ্ছে সন্তানের ভালোবাসা শেষ ঠিকানা নির্ভরতার শেষ আশ্রয়স্থল। মায়ের মায়া মমতা আদর ভালবাসার কোন শেষ নেই। মাকে নিয়ে আপনার মনের অনুভূতি গুলো কবিতার ছন্দে চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনি একদম মনের কথা বলেছেন মায়ের তুলনা শুধুই মা। হচ্ছে সন্তানের ভালোবাসা শেষ ঠিকানা নির্ভরতার শেষ আশ্রয়স্থল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ছোট ভাই, খুব সুন্দর কবিতা লিখে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে মাকে ঘিরে এত সুন্দর একটি কবিতা, মায়ের হয়না তুলনা। মাকে সর্বদায় মর্যাদার শীর্ষ আসনে রাখতে হবে আমাদের। ভালো লেগেছে কবিতাটি আবৃতি করে।

 last year 

আপনি ঠিক বলেছেন ভাই, মাকে সর্বদায় মর্যাদার শীর্ষ আসনে রাখতে হবে আমাদের। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

ভাই, ফিচার্ড আর্টিকেলে আপনার নামটি বাছাই করা দেখে, কবিতাটি পড়তে চলে আসলাম। কেননা সময় ও সুযোগের অভাবে আপনার লেখা কবিতাটি আমার পড়া হয়নি। তো দেখি আপনার লেখা কবিতাটি না পড়ে আমি বড্ড মিস করে গেছি। কেননা সাথী আপু যেমন সুন্দর কবিতা লিখে, ঠিক তেমনি মায়ের গুন পেয়ে আপনি অসাধারণ কবিতা লিখেছেন। আপনিতো গুনি মায়ের গুণী সন্তান এটাই বোঝা যাচ্ছে। যাইহোক ভাই, আপনার কবিতাটি একদম হৃদয় ছুয়ে গেল। দারুন একটি কবিতা লিখেছেন ভাই, এজন্য অনেক অনেক ধন্যবাদ।